ঢাকা ২৭ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

মায়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত, ঢাকার প্রতিবাদ

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট: ১১ অক্টোবর ২০২৪, ১০:২৭ পিএম
মায়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত, ঢাকার প্রতিবাদ
পররাষ্ট্র মন্ত্রণালয়

মায়ানমারের নৌবাহিনীর গুলিতে সেন্টমার্টিন দ্বীপের কাছে মো. উসমান (৬০) নামে এক বাংলাদেশি জেলে নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

উসমান কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের কোনাপাড়ার বাসিন্দা।

শুক্রবার (১১ অক্টোবর) ঢাকার মায়ানমার দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে সরকার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিনের কাছে মাছ ধরার সময় ৫৮ জেলেসহ ছয়টি মাছ ধরার ট্রলার আটক করে মায়ানমার কর্তৃপক্ষ। পরে বাংলাদেশ কোস্টগার্ড ও মায়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুই দফায় নৌকাসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়।

কূটনৈতিক নোটে মায়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

একই সঙ্গে মায়ানমারকে বাংলাদেশের ভূখণ্ডের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং আর কোনো উসকানি থেকে বিরত থাকার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, ছয়টি ট্রলার নিয়ে সাগরের ওই এলাকায় সম্প্রতি মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। প্রতি ট্রলারে ১০ থেকে ১২ জন করে জেলে ছিলেন। বুধবার (৯ অক্টোবর) দুপুরের দিকে ট্রলারগুলো লক্ষ্য করে হঠাৎ গুলি ছোড়ে মায়ানমারের নৌবাহিনী। এতে দুটি ট্রলারের অন্তত চার জেলে আহত হন। একপর্যায়ে সেখানে মৃত্যু হয় উসমানের। সূত্র: ইউএনবি

পপি/

ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারে কর্মসংস্থান করা হবে: অর্থ উপদেষ্টা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম
ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারে কর্মসংস্থান করা হবে: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের হয়তো চাকরির ব্যবস্থা হবে না কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

তিনি বলেন, তারা যাতে নিজেরাই আয় করতে পারেন সেই চেষ্টা করা হবে। এটা আমাদের অঙ্গীকার।

মঙ্গলবার (১২ নভেম্বর) সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এসডিএফ সদস্য পরিবারভুক্ত শহিদ এবং আহতদের পরিবারকে এসডিএফের পক্ষ থেকে অনুদান ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ।

অনুষ্ঠানে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে, গুরুতর আহতদের এক লাখ টাকা করে এবং ৩৩ জন আহতদেরকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

অর্থ উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধের ছাত্র আন্দোলনকারীদের বিনিময়ে অর্জন হয়েছে এ বিজয। ১৯৭১ সালেও এভাবে আমরা সবাইকে অংশগ্রহণ করতে দেখেছি। তাদের ঋণ সবসময় মনে রাখা হবে। 

তিনি বলেন, অর্থের সংস্থান করা খুবই কঠিন। তার পরও বিশ্ব ব্যাংক নেগোসিয়েট করেছে এসডিএফকে সহাতা করার। জন্য। সেই অর্থ যাতে যথাযথ ব্যবহার করি, যাতে খেয়ে না ফেলি, যাতে সবাই উপকার পাই।

সিডিএফ চেয়ারম্যান ড. মো. আব্দুল মজিদ বলেন, জীবন বাজি রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতরা জীবন বাজি রেখে মুক্তির সংগ্রামের ঝাঁপিয়ে পড়েছিলেন। এই আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এসডিএফ।

জাহাঙ্গীর আলম/অমিয়/

আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:২৪ পিএম
আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল
ছবি: সংগৃহিত

আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। তাদের মধ্যে পত্রিকার সম্পাদক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক রয়েছেন। গত ৭ নভেম্বর এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।


এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। পরে ৩ নভেম্বর আরও ২৯ জনের কার্ড বাতিল করে সরকার। এ নিয়ে ১৬৭ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।  

আগামী বছরের মাঝামাঝি শুরু হবে কার্যক্রম বিমান পেল থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:০৬ পিএম
বিমান পেল থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দুই বছরের জন্য দেওয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে। বিমানের সেবার মান নিয়ে বিদেশি এয়ারলাইনগুলোর উদ্বেগের কারণে জাপানের একটি প্রতিষ্ঠানকে এ দায়িত্ব দেওয়ার কথা এর আগে ভাবা হয়েছিল। তবে দুই বছরের জন্য বেশ কিছু কি প্রেফারেন্স ইন্ডিকেটর পূরণ করার শর্তে বিমানকে এই কাজ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া গতকাল খবরের কাগজকে বলেন, ‘অন্তর্বর্তী সরকার বিমানকে সেবাদানের সক্ষমতা দেখানোর সুযোগ দিয়েছে। এ জন্য বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমা ও শর্ত। কিছু কি প্রেফারেন্স ইন্ডিকেটর দেওয়া হয়েছে তাদেরকে, যেগুলো সবসময় মনিটরিং করবে বেবিচক। এসব শর্ত বা কি প্রেফারেন্স দুই বছর ঠিকভাবে পূরণ করতে পারলে বিমানের হাতেই গ্রাউন্ড হ্যান্ডলিং থাকবে। আর বেঁধে দেওয়া সময়ের মধ্যে সক্ষমতার প্রমাণ দিতে না পারলে যৌথ দায়িত্ব দেওয়া হবে অন্য কাউকে।’ 

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ সুচারুরূপে সম্পন্ন করার জন্য কেনাকাটা, জনবল নিয়োগসহ নানা প্রস্তুতি শেষ করেছে বেবিচক। 

বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গতকাল খবরের কাগজকে বলেন, ‘থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য ১০৫টি নতুন যন্ত্র ক্রয়ের প্রক্রিয়া চলমান। ডিসেম্বরের মধ্যে এসব যন্ত্র চলে আসবে। এতে সেবার মান আরও উন্নত হবে।’ 

তিনি আরও জানান, ‘গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতার উন্নয়নে বিভিন্ন ধাপে প্রায় ১ হাজার কোটি টাকার ইক্যুইপমেন্ট কেনার প্রক্রিয়া চলমান আছে। ইতোমধ্যে বেশ কিছু ইক্যুইপমেন্ট বিমান বহরে যুক্ত হয়েছে। গ্রাউন্ড সার্ভিস ইক্যুইপমেন্ট (জিএসই) বহরে ফ্রান্স থেকে সদ্য আমদানি করা ৬টি ব্র্যান্ড নিউ বেল্ট লোডার সংযোজিত হয়েছে। এই বেল্ট লোডার ছোট ও মাঝারি মাপের উড়োজাহাজ যেমন: বোয়িং ৭৩৭, বোয়িং এ-৩২০ এবং ড্যাশ-৮ উড়োজাহাজে কার্গো ও ব্যাগেজ উত্তোলন ও অবতরণ কাজে ব্যবহৃত হবে। 

এ ছাড়া বিমানের জিএসই বহরে বর্তমানে ২ হাজারের মতো মটরাইজড ও নন-মটরাইজড ইক্যুইপমেন্ট রয়েছে। হাইলোডার, কনটেইনার প্যালেট ট্রান্সপোর্টার, এয়ার কন্ডিশনিং ভ্যান, প্যাসেঞ্জার স্টেপ, ওয়াটার কার্ট, ফ্লাশ কার্ট, অ্যাম্বুলিফটসহ আরও অন্য ইক্যুইপমেন্ট কেনার প্রক্রিয়াও চলমান রয়েছে। থার্ড টার্মিনালকে কেন্দ্র করে নতুন নতুন ইক্যুইপমেন্ট কেনার পাশাপাশি জিএসই অপারেটর, মেকানিক 

নিয়োগ এবং প্রশিক্ষণের মাধ্যমে জিএসই বিভাগের সক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। 

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজস্ব ফ্লাইটের পাশাপাশি দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস পরিচালনা করছে।

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ৯৯ শতাংশ শেষ হয়েছে জানিয়ে বেবিচক চেয়ারম্যান খবরের কাগজকে বলেন, ‘গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতি ও টার্মিনালের সম্পূর্ণ কাজ শেষে আগামী বছরের মাঝামাঝি নাগাদ এ টার্মিনাল চালু করা সম্ভব হতে পারে।’

পুলিশ সদর দপ্তরে অপরাধ পর্যালোচনা সভা চাঁদাবাজ-ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:০৫ পিএম
চাঁদাবাজ-ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা
ছবি: সংগৃহিত

সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরে অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়।


পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর জানান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেনের সভাপতিত্বে পুলিশ সদর দপ্তরে গত তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) অপরাধ পর্যালোচনা সভা হয়েছে। সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা (এসপি) ভার্চুয়ালি যুক্ত ছিলেন।


ইনামুল হক সাগর আরও জানান, এ সভায় অতিরিক্ত আইজিপি অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন। অবৈধ অস্ত্রধারীদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না বলে কঠোর বার্তা দিয়েছেন। এ ছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে ইউনিটপ্রধানদের প্রত্যক্ষ নজরদারি বাড়ানোর পাশাপাশি মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ করেন।


অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন সভায় বলেন, থানায় আগত সেবাপ্রত্যাশীদের তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না। তাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠাবান হতে হবে।

উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে গিয়ে আটক ৫ যুবক, পরে মুক্ত

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:১৬ পিএম
উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে গিয়ে আটক ৫ যুবক, পরে মুক্ত
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে আটককৃত যুবকরা। ছবি:সংগৃহীত

চট্টগ্রামে সেখ বশির উদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন পাঁচ যুবক। প্রাথমিক অবস্থায় হিজবুত তাহরীর কর্মী সন্দেহে তাদেরকে আটক করা হলেও হেফাজতের কর্মী হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) বিকেল চারটার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী।

জানা গেছে, হিজবুত তাহরীর সদস্যরা ১১ নভেম্বর বিকেল তিনটার দিকে প্রেস ক্লাবের সামনে বশির উদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদে সমাবেশ করবে, এমন খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ সেখানে পৌঁছায়। এ সময় সেখানে ‘তাওহীদি ছাত্র-জনতা’র ব্যানারে একদল যুবকের অবস্থান দেখা যায়। আরও কিছু যুবক তাদের সঙ্গে যোগ দিচ্ছিলেন। এ সময় পুলিশ তাদেরকে ধাওয়া দিলে পালানোর সময় পাঁচজনকে আটক করা হয়। 

কোতোয়ালি থানার ওসি খবরের কাগজকে বলেন, তারা হিজবুত তাহরীর সদস্য নন নিশ্চিত হওয়ার পর হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুণ ইজাহারসহ কয়েকজন নেতা থানায় আসেন। এরপর আটক পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়। 

আটকদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

নাইমুর/অমিয়/