ঢাকা ২৬ কার্তিক ১৪৩১, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১১:০৪ এএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১১:০৫ এএম
সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত
সংবিধান

সাংবিধান সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

পরে রবিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনপ্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ ও মো. মাহফুজ আলম অংশ নেন।

কমিশনের সদস্য ড. শরীফ ভুইয়া ভ্রমণে থাকায় সভায় অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কমিশনপ্রধান অধ্যাপক আলী রীয়াজের ফেসবুকে পোস্ট করা এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার শুরুতে গৃহীত শোক প্রস্তাবে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-উত্তরকালে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও গত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনামলে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহিদ এবং আহত ও নির্যাতিতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

কমিশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহিদদের আত্মদানকে স্মরণ করে গভীর শোক প্রকাশ করে বলেছে, তাদের আত্মত্যাগ ও বীরত্ব বাংলাদেশের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।

কমিশন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে।

সভায় কমিশনের কর্মপরিধি ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কমিশনের সঙ্গে যোগাযোগের জন্যে খুব শিগগিরই একটি ই-মেইল এবং একটি ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত হয়।

সরকারের পক্ষ থেকে সংসদ ভবন এলাকায় কমিশনের জন্যে কার্যালয় স্থাপনের কাজ চলছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের পরবর্তী বৈঠক আগামী ২১ অক্টোবর ঢাকায় কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বাসস/অমিয়/

বিমানযাত্রীর পেটে ৩ হাজার ইয়াবা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:৩১ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ এএম
বিমানযাত্রীর পেটে ৩ হাজার ইয়াবা
ইয়াবাসহ গ্রেপ্তার জুয়েল মিয়া। ছবি: সংগৃহীত

বিশেষ কৌশলে পেটের ভেতরে তিন হাজার পিস ইয়াবা নিয়ে বিমানে করে কক্সবাজার থেকে ঢাকায় আসেন জুয়েল মিয়া (৩৩)। কিন্তু এমন কৌশল খাটিয়েও পার পাননি মাদকচক্রের এই সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটকের পর হাসপাতালে নিয়ে পেটের ভেতর থেকে বের করা হয়েছে তিন হাজার ৮০ পিস ইয়াবা। 

রবিবার (১০ নভেম্বর) রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ তথ্য জানিয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মাদ সিহাব কায়সার খান জানান, জুয়েল মিয়া রবিবার কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। অভিনব কৌশলে ইয়াবা পাচারের গোপন খবর থাকায় জুয়েলকে সন্দেহ করেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জুয়েল জানান, কলার সঙ্গে বিশেষ কায়দায় ছোট ছোট প্যাকেটে ভরে ইয়াবাগুলো গিলে ফেলেছেন তিনি। পরবর্তীতে তাকে একটি হাসপাতালে নিয়ে এক্স-রে করে সত্যতা পাওয়া যায়। পরে চিকিৎসকদের সহায়তায় তার পেটের ভেতর থেকে ইয়াবা বের করা হয়।

গ্রেপ্তারের পর জুয়েল মিয়াকে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। 

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, ‘সুযোগসন্ধানী অপরাধীরা নিত্য-নতুন কৌশলের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংঘটনে এয়ারপোর্ট ব্যবহার করার অপচেষ্টা আগে থেকেই করে আসছে। এ জাতীয় অপরাধ দমনের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’

আলমগীর/অমিয়/

৭ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১১:৫০ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পিএম
৭ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন
মন্ত্রিপরিষদ বিভাগ। খবরের কাগজ গ্রাফিকস

অন্তর্বর্তী সরকারে শপথ নিলেন নতুন আরও তিন উপদেষ্টা। তাদের মধ্যে দুজন দপ্তর পেয়েছেন। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেওয়ার পর পরই উপদেষ্টা পরিষদের নতুন এই সদস্যদের দায়িত্ব বণ্টন করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

উপদেষ্টা পরিষদের নতুন সদস্যদের মধ্যে সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো দপ্তর দেওয়া হয়নি।

আদেশে প্রধান উপদেষ্টাসহ কিছু সদস্যের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়। সালেহউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়।

ড. আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রাণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেদিন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৪ জন উপদেষ্টা দায়িত্ব নেন। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। ১৬ আগস্ট আরও চার উপদেষ্টা শপথ নেন।

দুদক চেয়ারম্যান-কমিশনার নিয়োগে বাছাই কমিটি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
দুদক চেয়ারম্যান-কমিশনার নিয়োগে বাছাই কমিটি
দুর্নীতি দমন কমিশন। খবরের কাগজ গ্রাফিকস

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সুপারিশ দিতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করেছে সরকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে এই কমিটির সভাপতি করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) বাছাই কমিটি গঠন করে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ অনুযায়ী তিনজন কমিশনারের সমন্বয়ে কমিশন কমিটি গঠিত হয়। তাদের মধ্য থেকে একজন হন চেয়ারম্যান। কমিশনারদের মেয়াদকাল পাঁচ বছর।

আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের সুপারিশ দিতে আইনের ৭ ধারা অনুযায়ী এই বাছাই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে থাকবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম ও মো. মাহবুব হোসেন (সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব)।

বাছাই কমিটি কমিশনার নিয়োগে সুপারিশ দিতে উপস্থিত সদস্যদের কমপক্ষে ৩ জনের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে ২ জন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করবে। এরপর আইনের ধারা ৬-এর অধীনে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, কমপক্ষে ৪ জন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম হবে। এই বাছাই কমিটির কার্য-সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ২৯ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন পদত্যাগ করেন। তারা আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন।

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৩৭

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:২২ পিএম
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৩৭
খবরের কাগজ গ্রাফিকস

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৭ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ৭২ হাজার ৩৯৩ জনে দাঁড়িয়েছে। 

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে একজন, ঢাকা উত্তর সিটিতে দুইজন ও দক্ষিণ সিটিতে দুইজন রয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। পুরুষ একজনের বয়স ১৬ থেকে ২০ বছর, একজনের বয়স ৫১ থেকে ৫৫ বছর, দুইজনের ৫৬ থেকে ৬০ বছর। নারীর বয়স ২৬ থেকে ৩০ বছর।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১০১, চট্টগ্রামে ১৬২, ঢাকা বিভাগে ৩৫১, ঢাকা উত্তরে ২৫৭, ঢাকা দক্ষিণে ১৭২, খুলনায় ১৩৯, ময়মনসিংহে ৪৮, রাজশাহীতে ৬৯, রংপুরে ৩৩ এবং সিলেটের ৫ জন রয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৬৯ জন। এ নিয়ে চলতি বছরে ৬৭ হাজার ৬৪২ জন ছাড়পত্র পেয়েছেন।

এ ছাড়া চলতি মাসের ৯ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৫৭৬ জন। মারা গেছেন ৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে- চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১০৫৫ জন। তার মধ্যে ১৪ জন মারা যান। ফেব্রুয়ারিতে ভর্তি হন ৩৩৯ জন। মারা যান ৩ জন। মার্চে ভর্তি হন ৩১১ জন। মারা যান ৫ জন। এপ্রিলে ভর্তি হন ৫০৪ জন। মারা যান ২ জন। মে মাসে ভর্তি হন ৬৪৪ জন। মারা যান ১২ জন। জুনে ভর্তি হন ৭৯৮ জন। মারা যান ৮ জন। জুলাইয়ে ভর্তি হন ২ হাজার ৬৬৯ জন। মারা যান ১২ জন।

আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করে। জুলাইয়ের তুলনায় ওই মাসে অনেক বেশি রোগী শনাক্ত হয়। ওই মাসে হাসপাতালে ভর্তি হন ৬ হাজার ৫২১ জন। মারা যান ২৭ জন। এরপর সেপ্টেম্বরে ভর্তি হন ১৮ হাজার ৯৭ জন। মারা যান ৮০ জন। অক্টোবরে হাসপাতালে ভর্তি হন ৩০ হাজার ৮৭৯ জন। মারা যান ১৩৪ জন।

ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয় ২০২৩ সালে। এ বছর ১ হাজার ৭০৫ জন মারা যান। এর আগে ২২ সালে মারা যান ২৮১ জন। ২০২১ সালে মারা যান ১০৫ জন। ২০২০ সালে করোনার কারণে তেমন একটা ডেঙ্গু প্রভাব বোঝা যায়নি। তবে ২০১৯ সালে ৩০০ জনের মৃত্যু হয়।

আগামী দিনে খেলোয়াড়রাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে: আমিনুল হক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম
আগামী দিনে খেলোয়াড়রাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে: আমিনুল হক
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

আগামী দিনে খেলোয়াড়রাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার আমিনুল হক। তিনি বলেন, আমাদের প্রত্যাশা, আমরা একটা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়া। আমাদের লক্ষ্যে জিয়া ক্রিকেট টুর্নামেন্টসহ খেলাধুলার মাধ্যমে দেশের প্রতিটি জেলা ও উপজেলা থেকে আমরা ভালো খেলোয়াড় বাছাই করে তুলে নিয়ে আসতে পারব।  

রবিবার (১০ নভেম্বর) সকালে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আমিনুল হক বলেন, জিয়া ক্রিকেট টূর্নামেন্টের আজকের উদ্বোধন বগুড়া থেকে শুরু হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে প্রত্যেকটি বিভাগে খেলা সম্পন্ন হওয়ার পর ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।  

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের সফলতায় গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র, সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশে জনগণ আজ তাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছেন।  

জিয়া ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল ও তামিম ইকবাল খান। এসময় আরও উপস্থিত ছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল, টুর্নামেন্টের উপদেষ্টা মাহবুব আলম শামীম, মীর শাহে আলম, মোশাররফ হোসেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবারের সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আন্দোলনে সব শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শফিকুল ইসলাম/এমএ/