ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

বিমানের প্রথম নারী পরিচালক হলেন তাসমিন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:১৭ পিএম
বিমানের প্রথম নারী পরিচালক হলেন তাসমিন
তাসমিন দোজা

প্রথম নারী হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন তাসমিন দোজা। এর আগে তিনি বিমানের ট্রেনিং ফ্লাইট অপারেশন্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সোমবার (১৪ অক্টোবর) এক অফিস আদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন্স পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক পাসের পর বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে ফ্লাইং লাইসেন্স লাভ করেন তাসমিন। তিনি ফকার-২৮-এ প্রশিক্ষক পাইলট, বোয়িং-৭৩৭ এর ফ্লিট প্রধান ও প্রশিক্ষক এবং বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাভারে ১৫ কিলোমিটার জুড়ে যানবাহনে ধীরগতি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৫:০৩ পিএম
সাভারে ১৫ কিলোমিটার জুড়ে যানবাহনে ধীরগতি
সাভারে ১৫ কিলোমিটার জুড়ে যানবাহনে ধীরগতি। ছবি: খবরের কাগজ

ঈদযাত্রায় সাভারের বিভিন্ন সড়কে যানবাহনের অতিরিক্ত চাপে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানবাহনে ধীরগতি দেখা দিয়েছে।

বুধবার  (৪ জুন) দুপুরের পর থেকে সাভারের ঢাকা-আরিচা ও আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। 

পুলিশ বলছে, বুধবার শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করায় সড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথায় যানজট নেই।

ট্রাফিক ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর থেকে হেমায়েতপুর পর্যন্ত সাভারমুখী লেনে ছয় কিলোমিটার ও একই সড়কের ব্যাংকটাউন থেকে গেন্ডা পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে। এ ছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার থেকে নবীনগর পর্যন্ত চার কিলোমিটার উভয়লেনে ও একই মহাসড়কের কবিরপুর থেকে জিরানি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারে যানবাহনে ধীরগতি লক্ষ্য করা গেছে। 

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূইয়া খবরের কাগজকে বলেন, ‘মঙ্গলবার শিল্পাঞ্চলের অনেক কারখানাতে বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। বুধবার প্রায় ৬০ শতাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হবে। অবশিষ্ট কারখানা বৃহস্পতিবার ছুটি হয়ে যাবে। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ বলেন, ‘শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করায় সাভারে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলসহ বেশ কিছু জায়গায় যানবাহনের ধীরগতি থাকলেও কোথাও যানজট নেই।’

ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) গোলাম সারোয়ার খবরের কাগজকে বলেন, ‘ঈদযাত্রায় সাভারের সড়কে এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা নেই, পরিস্থিতি ভালো আছে। তবে সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও কোথাও যানজট নেই ৷ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সড়কে কাজ করছি।’

ইমতিয়াজ উল ইসলাম/সুমন/

মেট্রোরেলে পশুর চামড়া-মাংস বহন করা যাবে না: কর্তৃপক্ষ

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৪:৩৬ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম
মেট্রোরেলে পশুর চামড়া-মাংস বহন করা যাবে না: কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না এবং অন্য যে সব বিধিনিষেধ আগে থেকেই রয়েছে, সেগুলোও বহাল থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বুধবার (৩ জুন) মঙ্গলবার ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়মানুযায়ী মেট্রোরেলের ভেতরে কোনো ধরনের খোলা খাবার বহন বা খাওয়া নিষেধ। পানির বোতল বহন করলে, তা নিজের কাছে রাখতে হবে। মেট্রোরেলে ধূমপান করা নিষেধ। গ্যাস রয়েছে, এমন বেলুন বহন নিষেধ। সূত্র: বাসস

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন দিনব্যাপী মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের পরদিন ৮ জুন রবিবার সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলবে (হেডওয়ে অনুযায়ী)। পরবর্তী দিন, অর্থাৎ ৯ জুন সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

সুমন/

ঢাকার খাল উদ্ধারে ৯০০ কোটি টাকার প্রকল্পের অগ্রগতি সামান্য

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম
ঢাকার খাল উদ্ধারে ৯০০ কোটি টাকার প্রকল্পের অগ্রগতি সামান্য
ছবি: সংগৃহীত

ঢাকার কালুনগর, জিরানি, মাণ্ডা, শ্যামপুর খাল উদ্ধারে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন প্রায় ৯০০ কোটি টাকার প্রকল্প নিলেও তার অগ্রগতি খুব সামান্য। নগর পরিকল্পনাবিদদের এক সভায় জানানো হয়েছে, কামরাঙ্গীরচরে আদি বুড়িগঙ্গা চ্যানেল আবার ভরাট হয়ে যাওয়ায় সরকারের ৩০ কোটি টাকা গচ্চা যাচ্ছে। 

মঙ্গলবার (২ জুন) দুপুরে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) ‘আগাম বর্ষায় নগর এলাকায় জলাবদ্ধতা: আইপিডির পর্যবেক্ষণ’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে। এতে দেশের নানা প্রান্ত থেকে নগর অঞ্চল পরিকল্পনাবিদরা যোগ দেন। 

অনুষ্ঠানের মূল প্রবন্ধে আইপিডি পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ‘ঢাকা শহরেও খাল উদ্ধারে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। বিপরীতে আদি বুড়িগঙ্গা চ্যানেল আবার ভরাট হয়ে যাওয়ায় প্রকল্পের ৩০ কোটি টাকা জলে গেছে। কালুনগর, জিরানি, মাণ্ডা, শ্যামপুর খাল নিয়ে প্রায় ৯০০ কোটি টাকার পরিকল্পনার অগ্রগতি খুবই সামান্য।’

জলাশয় দখলের মহোৎসব এখনো অব্যাহত রয়েছে।

অধ্যাপক আদিল বলেন, ‘পরিকল্পনা ও আইনকানুনকে তোয়াক্কা না করে নিচু এলাকা ও জলাভূমিতে পরিকল্পনাহীন ও স্বেচ্ছাচারী আবাসনের কারণে বিভিন্ন এলাকার পানি নামতে পারছে না। জুলাই গণ-অভ্যুত্থানের পর খাল-জলাশয় দখলের কারণে কাউকে কারাগারে যেতে হয়নি। পরিবেশগত হত্যার মতো বিষয়কে যেন দায়মুক্তি দেওয়া হয়েছে। খাল দখলদাররা এখন আরও প্রবল প্রতাপে অনেক জায়গায় ভিন্ন চরিত্রে ফিরে এসেছে।’

সম্প্রতি অতিবৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণ হিসেবে তিনি অকার্যকর স্থানীয় সরকার ব্যবস্থাকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘মেয়র-কাউন্সিলরের অনুপস্থিতির কারণেও অনেক নগর এলাকায় বর্ষার সঠিক প্রস্তুতির অভাব ছিল। অনেক নগরীতেই নিম্নবিত্ত, প্রান্তিক ও নগরের প্রান্তসীমায় বাস করা নাগরিকরা জলাবদ্ধতায় পর্যুদস্ত হয়েছেন। জলাবদ্ধতার ক্ষেত্রেও নিম্ন আয়ের লোকরা বৈষম্যের শিকার হচ্ছেন, আছে এলাকাভিত্তিক বৈষম্যও। নগরীর জলাবদ্ধতা কমাতে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।’

আইপিডির অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরহাদুর রেজা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহজালাল মিশুক, জুরাইনের পরিবেশ ও সামাজিক আন্দোলনের নেতা মিজানুর রহমান মিজান, পরিবেশ বিশেষজ্ঞ আসিফ ইকবাল, ময়মনসিংহের পরিকল্পনাবিদ ফাহিম আহম্মেদ মণ্ডল, বরিশালের পরিকল্পনাবিদ আব্দুল আহাদ নাফিস, রংপুরের পরিকল্পনাবিদ মো. রেদওয়ানুর রহমান ভার্চুয়াল সেমিনারে যুক্ত ছিলেন।

নগর এলাকায় জলাবদ্ধতা কমাতে আইপিডি বেশ কয়েকটি সুপারিশ করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- পানিপ্রবাহের পথ নিরবচ্ছিন্ন ও নির্বিঘ্ন রাখা, উন্মুক্ত পদ্ধতিতে খালের ব্যবহার, নগর এলাকায় সবুজ এলাকা ২৫ শতাংশ ও জলাশয়-জলাধার এলাকা ১০-১৫ শতাংশ এবং কনক্রিট এলাকা সর্বোচ্চ ৫০ শতাংশ রাখা। জিআইএস-ওয়াটার মডেলিংসহ আধুনিক ড্রেনেজ ও নগর পরিকল্পনার সমন্বয়ের পরামর্শ এসেছে এ সভা থেকে।

এবার রেলের টিকিটে কোনো কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৩:২৪ পিএম
এবার রেলের টিকিটে কোনো কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: খবরের কাগজ

ঈদযাত্রায় এবার রেলের টিকিটে কোনো কালোবাজারি হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৩ জুন) বেলা ২টায় রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে কথা বলেন। 

পরে ব্রিফিংয়ের সময় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার রেলের টিকিটে কোনো কালোবাজারি হয় নাই। কালোবাজারি অনেক কমে গেছে, বলতে গেলে নাই এখন। তাও যে অভিযোগ আসছে না তা নয়। একজন বললেন, তিনি আসনসহ টিকিট কিনেছিলেন। তার টিকিট স্ট্যান্ডিং হয়ে গেছে।’ 

রেলপথের যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

এবার রেলযাত্রায় কেউ যেন ছাদে ভ্রমণ করতে না পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রেনে আসন সংখ্যার অনুপাতে ২৫ শতাংশেরও বেশি স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের চাহিদা তুমুল।’

এ সময় রেলের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কোনোভাবেই ২৫ শতাংশের বেশি স্ট্যান্ডিং টিকিট বিক্রি করবেন না।’ 

বুধবার বেলা ২টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেন মিলিয়ে ৩১টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। এগুলোর মধ্যে ৪-৫টা ট্রেন ৫ মিনিটের মতো দেরি করেছে বলে জানান তিনি। 

জয়ন্ত/পপি/

১৩৬টি মোবাইলসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৩:০০ পিএম
১৩৬টি মোবাইলসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

১৩৬টি মোবাইল ফোন জব্দসহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। 

গত সোমবার (২ জুন) রাতে রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযানে বিভিন্ন মডেলের ছিনতাইকৃত ১৩৬টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. উজ্জল, মো. সোহাগ, মো. সিয়াম, মো. আব্দুল্লাহ আল নোমান ও জাহিদুল ইসলাম।

সিটিটিসি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগরীসহ সারা দেশে ছিনতাইকারীদের সঙ্গে সিন্ডিকেট গড়ে তুলে ছিনতাইকৃত মোবাইল ফোন ঢাকায় এনে গুলিস্তান ও আশপাশের এলাকায় অবৈধভাবে বিক্রি করত। এর আগেও যাত্রাবাড়ী এলাকায় গত ২৭ জানুয়ারি অভিযান চালিয়ে ৫০টি মোবাইল ফোনসহ মো. কাউছার নামে একজনকে গ্রেপ্তার করে সিটিটিসি।