সম্প্রতি সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠন করলেই নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যাবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
শফিকুল আলম বলেন, ছাত্র-জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। রাজনৈতিক দলগুলো সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্যও বলছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন সংস্কারে কমিশন গঠন করেছে। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার কারা হবেন, ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে যাবতীয় প্রস্তুতি নিতে সার্চ কমিটি গঠন করা হয়েছে। এসব প্রস্তুতি শেষ হলেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সার্চ কমিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য যা যা করা দরকার সব করবে। এই কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। আশা করি, এর ফলে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রেস সচিব আরও বলেন, সার্চ কমিটি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার খুঁজে বের করবে। সমাজে যারা নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য আছেন তাদের আমরা চিনি। নির্বাচন করার যাদের অভিজ্ঞতা আছে, সার্চ কমিটি তাদের খুঁজে বের করবে।
সাত কলেজের জন্য আলাদা ব্যবস্থা
সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, সাত কলেজ দেখভালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা ব্যবস্থা থাকবে। যেখানে আলাদা রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তা-কর্মচারী থাকবেন। তবে এ কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকবে।
প্রেস সচিব বলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এই সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা বৈঠক করেছেন, কথা বলেছেন। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই একটি জায়গা ঠিক করা হবে, যেখানে সাত কলেজের প্রশাসনিক কাজকর্মগুলো করা যাবে। তাদের বিষয়টি আলাদাভাবে দেখা হবে, আলাদা রেজিস্ট্রারসহ সুনির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারী থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শফিকুল আলম বলেন, যেকোনো ইস্যু হলে সেটা নিয়ে কথা বলার যথেষ্ট সুযোগ আছে। কথা বলার মাধ্যমে আমরা একটা সুন্দর সুফল পাব। শিক্ষার্থীদের আজকের আলোচনা খুবই ফলপ্রসূ ছিল। আমার মনে হয় আজকেই (বৃহস্পতিবার) আন্দোলনের শেষ দিন। তারাও (উপদেষ্টারা) আশা করছেন এ সিদ্ধান্তের ফলে আন্দোলন আজ থেকে শেষ হয়ে যাবে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল। এই সাতটি কলেজ নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে। সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এখন আন্দোলন কর্মসূচি পালন করছেন এসব কলেজের শিক্ষার্থীরা। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হলো।
সালাউদ্দিনের কারণে বেতন হয়নি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাফুফের সাবেক সভাপতি সালাউদ্দিনের দুর্নীতির কারণে নারী খেলোয়াড়দের বেতন হয়নি। এখন থেকে আর সমস্যা থাকবে না। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সাফ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি পত্রিকায় নারী ফুটবল দলের দুই মাসের বেতন বকেয়া থাকার বিষয়টি উঠে এসেছে। সেটি সালাউদ্দিনের আমলের সমস্যা। নারী ফুটবল দলের বেতন সমস্যা দ্রুত সময়ে সমাধান করা হবে।
যানজট নিরসনে
যানজট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, ট্রাফিক সমস্যা অবশ্যই জনজীবনের সঙ্গে সম্পৃক্ত। এটা সমাধানের জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। প্রফেসর ইউনূস অভিজ্ঞদের সঙ্গে কথা বলছেন। উপদেষ্টা পরিষদেও এই বিষয় নিয়ে আলাপ হচ্ছে। অন্যতম কারণ হচ্ছে যে, গত ১৫ বছর যে ধরনের কুশাসন ছিল। যার ফলে অনেক গ্রুপ, সেই গ্রুপগুলো গত ১৫ বছর আন্দোলন করতে পারেনি। এখন ওনারা ভাবছেন যে অন্তর্বর্তী সরকার তাদের সরকার। তাদের কথাগুলো এই সরকার শুনবে। আমরাও তাদের কথা শুনছি। অনেক ক্ষেত্রে তারা রাস্তায় আন্দোলন করছেন, এটা একটা বিষয়। সব বিষয়ে আমাদের মনোযোগ আছে। আমরা চেষ্টা করছি নাগরিকের দুর্ভোগ কীভাবে কমানো যায়।
গাড়ির তথ্য চাওয়া হবে
প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের সব প্রতিষ্ঠানের কাছে সরকারি গাড়ির তথ্য চাওয়া হবে। গাড়ি বিষয়ে দুর্নীতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিক আন্দোলনের পিছনে ষড়যন্ত্র কি না
মিরপুরে শ্রমিক, সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষের পিছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আমরা এসব বিষয়ে কোনো ষড়যন্ত্র দেখছি না। কয়েকটা কারখানার মালিক পালিয়ে গেছেন। অনেকে শ্রমিকদের বেতন দিতে পারছেন না। সেই ক্ষেত্রে শ্রমিকরা আন্দোলন করছেন। আমরা খুব শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’
জনশক্তি রপ্তানি
প্রেস সচিব বলেন, মালয়েশিয়ায় যে ১৮ হাজার মানুষ যেতে পারেননি তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সবাই যেতে পারবেন। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে কথা হয়েছে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের নিয়মিত ভিসা বাড়ানোর অনুরোধ
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের ভিসা বাড়ানোর অনুরোধ করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হচ্ছে।
স্পিকারের দায়িত্বে আসিফ নজরুল
প্রেস সচিব শফিকুল আলম বলেন, স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক কাজ আছে। এখন যেহেতু স্পিকারের পদটি শূন্য, সেই কাজটি কে করবে? সেই বিষয়ে উপদেষ্টা পরিষদে একটা সিদ্ধান্ত হয়েছে যে, আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা দেখবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।
চার বার বিসিএস পরীক্ষা
প্রেস সচিব বলেন, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ মোট ৪ বার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।