ঢাকা ২৯ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১১:০০ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১১:০৩ পিএম
জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে
ছবি: বাসস

সম্প্রতি সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠন করলেই নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যাবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। 

শফিকুল আলম বলেন, ছাত্র-জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। রাজনৈতিক দলগুলো সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্যও বলছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন সংস্কারে কমিশন গঠন করেছে। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার কারা হবেন, ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে যাবতীয় প্রস্তুতি নিতে সার্চ কমিটি গঠন করা হয়েছে। এসব প্রস্তুতি শেষ হলেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সার্চ কমিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য যা যা করা দরকার সব করবে। এই কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। আশা করি, এর ফলে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। 

প্রেস সচিব আরও বলেন, সার্চ কমিটি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার খুঁজে বের করবে। সমাজে যারা নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য আছেন তাদের আমরা চিনি। নির্বাচন করার যাদের অভিজ্ঞতা আছে, সার্চ কমিটি তাদের খুঁজে বের করবে।

সাত কলেজের জন্য আলাদা ব্যবস্থা 

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, সাত কলেজ দেখভালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা ব্যবস্থা থাকবে। যেখানে আলাদা রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তা-কর্মচারী থাকবেন। তবে এ কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকবে।

প্রেস সচিব বলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এই সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা বৈঠক করেছেন, কথা বলেছেন। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই একটি জায়গা ঠিক করা হবে, যেখানে সাত কলেজের প্রশাসনিক কাজকর্মগুলো করা যাবে। তাদের বিষয়টি আলাদাভাবে দেখা হবে, আলাদা রেজিস্ট্রারসহ সুনির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারী থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শফিকুল আলম বলেন, যেকোনো ইস্যু হলে সেটা নিয়ে কথা বলার যথেষ্ট সুযোগ আছে। কথা বলার মাধ্যমে আমরা একটা সুন্দর সুফল পাব। শিক্ষার্থীদের আজকের আলোচনা খুবই ফলপ্রসূ ছিল। আমার মনে হয় আজকেই (বৃহস্পতিবার) আন্দোলনের শেষ দিন। তারাও (উপদেষ্টারা) আশা করছেন এ সিদ্ধান্তের ফলে আন্দোলন আজ থেকে শেষ হয়ে যাবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল। এই সাতটি কলেজ নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে। সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এখন আন্দোলন কর্মসূচি পালন করছেন এসব কলেজের শিক্ষার্থীরা। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হলো।

সালাউদ্দিনের কারণে বেতন হয়নি 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাফুফের সাবেক সভাপতি সালাউদ্দিনের দুর্নীতির কারণে নারী খেলোয়াড়দের বেতন হয়নি। এখন থেকে আর সমস্যা থাকবে না। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। 

তিনি বলেন, সাফ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি পত্রিকায় নারী ফুটবল দলের দুই মাসের বেতন বকেয়া থাকার বিষয়টি উঠে এসেছে। সেটি সালাউদ্দিনের আমলের সমস্যা। নারী ফুটবল দলের বেতন সমস্যা দ্রুত সময়ে সমাধান করা হবে।

যানজট নিরসনে 

যানজট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, ট্রাফিক সমস্যা অবশ্যই জনজীবনের সঙ্গে সম্পৃক্ত। এটা সমাধানের জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। প্রফেসর ইউনূস অভিজ্ঞদের সঙ্গে কথা বলছেন। উপদেষ্টা পরিষদেও এই বিষয় নিয়ে আলাপ হচ্ছে। অন্যতম কারণ হচ্ছে যে, গত ১৫ বছর যে ধরনের কুশাসন ছিল। যার ফলে অনেক গ্রুপ, সেই গ্রুপগুলো গত ১৫ বছর আন্দোলন করতে পারেনি। এখন ওনারা ভাবছেন যে অন্তর্বর্তী সরকার তাদের সরকার। তাদের কথাগুলো এই সরকার শুনবে। আমরাও তাদের কথা শুনছি। অনেক ক্ষেত্রে তারা রাস্তায় আন্দোলন করছেন, এটা একটা বিষয়। সব বিষয়ে আমাদের মনোযোগ আছে। আমরা চেষ্টা করছি নাগরিকের দুর্ভোগ কীভাবে কমানো যায়।

গাড়ির তথ্য চাওয়া হবে

প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের সব প্রতিষ্ঠানের কাছে সরকারি গাড়ির তথ্য চাওয়া হবে। গাড়ি বিষয়ে দুর্নীতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শ্রমিক আন্দোলনের পিছনে ষড়যন্ত্র কি না

মিরপুরে শ্রমিক, সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষের পিছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আমরা এসব বিষয়ে কোনো ষড়যন্ত্র দেখছি না। কয়েকটা কারখানার মালিক পালিয়ে গেছেন। অনেকে শ্রমিকদের বেতন দিতে পারছেন না। সেই ক্ষেত্রে শ্রমিকরা আন্দোলন করছেন। আমরা খুব শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’

জনশক্তি রপ্তানি

প্রেস সচিব বলেন, মালয়েশিয়ায় যে ১৮ হাজার মানুষ যেতে পারেননি তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সবাই যেতে পারবেন। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে কথা হয়েছে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের নিয়মিত ভিসা বাড়ানোর অনুরোধ

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের ভিসা বাড়ানোর অনুরোধ করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হচ্ছে। 

স্পিকারের দায়িত্বে আসিফ নজরুল 

প্রেস সচিব শফিকুল আলম বলেন, স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক কাজ আছে। এখন যেহেতু স্পিকারের পদটি শূন্য, সেই কাজটি কে করবে? সেই বিষয়ে উপদেষ্টা পরিষদে একটা সিদ্ধান্ত হয়েছে যে, আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা দেখবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।

চার বার বিসিএস পরীক্ষা 

প্রেস সচিব বলেন, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ মোট ৪ বার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।

 

সাংবাদিকদের স্বাধীনতা এক ইঞ্চিও আটকাবে না সরকার: প্রেস সচিব

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম
সাংবাদিকদের স্বাধীনতা এক ইঞ্চিও আটকাবে না সরকার: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

সাংবাদিকদের স্বাধীনতায় অন্তর্বর্তী সরকার এক ইঞ্চিও আটকাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে ফ্রিডম অব প্রেস, স্পিচ, অ্যাসোসিয়েশন যেন নিশ্চিত করা হয়। কারো স্বাধীনতায় আমরা এক ইঞ্চি আটকাবো না। এরকম স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে হয়নি। কেউ বলতে পারবে না কাউকে আমরা একটা নিউজের ক্ষেত্রে মাথা ঘামিয়েছি। অনেকে বলছেন, আমাদের সময়ে মামলা হচ্ছে, কিন্তু গিয়ে দেখেন আমরা কেউ এর মধ্যে আছে কি না।’

তিনি বলেন, ‘জুলাইয়ের ১৪ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত একটা ভয়াবহ সময় পার করেছি। আমরা ট্রমার মধ্যে ছিলাম। মুখটাকে বন্ধ করতে যা ইচ্ছে তাই করেছে। অনেকে তাদের দালাল হিসেবে কাজ করেছে। সাংবাদিকতা করতে গিয়ে দালালি করেছেন। অনেক সাংবাদিক কিন্তু স্বৈরাচারের সঙ্গে তেলযুদ্ধে পারেননি। কম তেল হলেই আউট। ১৫টি বছর আমরা এভাবে কাটিয়েছি।’

প্রেস সচিব বলেন, ‘এমন বাংলাদেশ চাই যেখানে কোনো গণমাধ্যমকর্মী আহত হবেন না। যারা সংবাদপত্র চালান তাদের একটা বড় দায় রয়েছে। মালিকপক্ষ সাংবাদিকদের সেফটি ইকুইপমেন্ট পর্যাপ্তভাবে দেন না। কোনো প্রতিবেদককে যেন সেফটি গিয়ার বাদে সংবাদ কভার করতে না হয়। বাংলাদেশের সবাই যেন প্রত্যেকটা ঘটনা রিস্ক ফ্রি ওয়েতে কভার করেন।’

পপি/

ভারতের সঙ্গে সম্পর্ক হবে স্বার্থের ভিত্তিতে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম
ভারতের সঙ্গে সম্পর্ক হবে স্বার্থের ভিত্তিতে: পররাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দু’দেশের স্বার্থের ভিত্তিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেছেন, ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে।

শনিবার (১৪ ডিসেম্বর) নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব, তারা দেশ চালাবেন। তবে সবারই দায়িত্ব নিতে হবে পুনরায় যেন ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়, ছেলে-মেয়েদের প্রাণ যেন আর না ঝরে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এমআরডিআইয়ের উপদেষ্টা মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডোর মো. খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসার প্রমুখ।

অমিয়/পপি/

আবহাওয়ার পূর্বাভাস: তাপমাত্রা আরও কমবে

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম
আবহাওয়ার পূর্বাভাস: তাপমাত্রা আরও কমবে
ছবি : খবরের কাগজ

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ শনিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলায় সর্বনিম্ন।

সুমন/পপি/অমিয়/

বেড়েছে সামাজিক বৈষম্য, বিস্তার ঘটেছে সাম্প্রদায়িকতার: সংখ্যালঘু ঐক্যমোর্চা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম
বেড়েছে সামাজিক বৈষম্য, বিস্তার ঘটেছে সাম্প্রদায়িকতার: সংখ্যালঘু ঐক্যমোর্চা
শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনাসভায় মতামত দেন সংখ্যালঘু ঐক্যমোর্চার বক্তারা। ছবি:খবরের কাগজ

স্বাধীনতার ৫৩ বছর অতিক্রান্ত হলেও ক্ষমতায় থাকা কোনো রাজনৈতিক দলই দেশে প্রকৃত গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও বৈষম্যবিলোপ নিশ্চিত করতে পারেনি বলে অভিমত প্রকাশ করেছে সংখ্যালঘু ঐক্যমোর্চা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এই মতামত দেন শিক্ষক ও অধিকারকর্মীরা।

তারা বলেন, ‘বাস্তবে সামাজিক বৈষম্য যেমন বেড়েছে তেমনি বিস্তার ঘটেছে সাম্প্রদায়িকতার।’

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংখ্যালঘু ঐক্যমোর্চার যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ। 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পরে দেশের নানা এলাকায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতার একটি পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশে ২০১০টি সহিংসতার ঘটনা ঘটেছে। ২০ আগস্টের পরেও এ ধরণের সহিংসতা বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে হলেও আজও তা অব্যাহত আছে। দুঃখজনকভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং কিছু রাজনৈতিক দল এ ঘটনাগুলোকে রাজনৈতিক সহিংসতার প্রলেপ লাগিয়ে পাশ কাটিয়ে যেতে চাইছে। নিপীড়নের ঘটনাকে লঘু করে দেখা বা যথারীতি অতীতের ন্যায় বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া প্রবণতা লক্ষ্য করা যায়।’

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংস ঘটনাগুলোর প্রতিবাদ করতে গেলে কোনো কোনো পক্ষ নানা ধরনের ট্যাগ লাগিয়ে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বেড়াচ্ছে বলে উল্লেখ করেন মনীন্দ্র নাথ।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্ড্ররিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মামলার প্রসঙ্গও আসে লিখিত বক্তব্যে।

মনীন্দ্র কুমার নাথ বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসকে সংবিধান স্বীকৃত আইনের আশ্রয়লাভের অধিকার থেকে বঞ্চিত করে তার মৌলিক মানবাধিকারকে অস্বীকার করা হচ্ছে না? চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা কতটুকু যৌক্তিক সে ব্যাপারে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন দেখা দিয়েছে।’

এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের নানা এলাকায় সংখ্যালঘু নিপীড়নের ঘটনায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘এমন বাস্তবতায় ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষিত হচ্ছে কিনা তা বিরাট প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে।’

হাইকোর্টে সংবিধানের পঞ্চম সংশোধনীর প্রশ্নে রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিদ্যমান সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া প্রসঙ্গ তুলেছেন। 

এর প্রতিক্রিয়ায় মনীন্দ্র নাথ বলেন, ‘সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিতে বলা মুক্তিযুদ্ধের মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চেতনার সঙ্গে অসামঞ্জ্যপূর্ণ নয় কি?’

অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনগুলোতে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব না থাকায় ক্ষোভ প্রকাশ করে সংখ্যালঘু ঐক্যমোর্চা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, হাফিজুর রহমান কার্জন, জোবায়দা নাসরীন; জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান, ঢাকার সেন্ট মেরিস ক্যাথেড্রালের পাল পুরোহিত অ্যালবার্ট ডি রোজারিও পাল পুরোহিত, কারিতাস ডেভেলপমেন্টের পরিচালক থিও থিল নকরেকসহ আরও অনেকে।

জয়ন্ত সাহা/সাদিয়া নাহার/

কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম
কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন
বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা। ছবি: খবরের কাগজ

কবি হেলাল হাফিজের প্রথম জানাজা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় কবির পরিবার, ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

জানা যায়, আজ বাদ জোহর কবির দ্বিতীয় জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়বেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন তিনি।

কবির মরদেহ গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টায় নেওয়া হবে না বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কবির বড়ভাই দুলাল এ হাফিজ।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। পরে কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

অমিয়/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });