ঢাকা ২৭ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

আটটি গোপন ‘আটক কেন্দ্রের’ সন্ধান

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১১:২৪ এএম
আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১১:২৬ এএম
আটটি গোপন ‘আটক কেন্দ্রের’ সন্ধান
খবরের কাগজ গ্রাফিকস

আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন আটটি গোপন আটক কেন্দ্রের সন্ধান পেয়েছে। এসব কেন্দ্রে বছরের পর বছর ধরে আটক ব্যক্তিদের নির্যাতন করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। 

কমিশন সভাপতি বলেন, ‘এ পর্যন্ত গুমের প্রায় ১ হাজার ৬০০টি অভিযোগ জমা পড়েছে এবং ৪০০টি অভিযোগের তদন্ত চলছে। ইতোমধ্যে ১৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।’ 

তিনি বলেন, ‘অভিযোগের বেশির ভাগই র‌্যাবের বিরুদ্ধে। পুলিশের বিশেষায়িত এই ইউনিটের (র‌্যাব) বিরুদ্ধে ১৭২টি অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বিরুদ্ধে ৩৭টি, গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে ৫৫টি, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) বিরুদ্ধে ২৬টি, পুলিশের বিরুদ্ধে ২৫টি এবং অন্যদের বিরুদ্ধে রয়েছে ৬৮টি অভিযোগ। 

বিচারপতি মইনুল ইসলাম বলেন, পুলিশ আসামিদের কীভাবে গ্রেপ্তার করবে, তার বিস্তারিত দিক-নির্দেশনা রয়েছে। কিন্তু সেটা অনুসরণ করা হয়নি। আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে নেওয়ার কথা থাকলেও মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আইনের তোয়াক্কা না করে আটক রাখা হতো।

রাজনৈতিক কারণেই বেশির ভাগ ব্যক্তিকে গুম করা হয়েছে জানিয়ে কমিশন সভাপতি বলেন, রাজনৈতিক কারণ ছাড়া স্বপ্রণোদিত হয়ে অভিযোগের বাইরেও অনেককে গুম করা হয়েছে।

গুমের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কতজন সদস্য জড়িত এমন প্রশ্নে কমিশন সভাপতি বলেন, ‘সেই সংখ্যাটা এখনো বলা যাবে না। ৭ নভেম্বর থেকে বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। আমরা সমন ইস্যু করে দিয়েছি। প্রথম দিন সাতজনকে ডাকা হয়েছে। তারপর তিনজন, সাতজন, পাঁচজন এভাবে পর্যায়ক্রমে অভিযুক্ত অন্যদেরও ডাকা হবে। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৬০০-এর বেশি গুম হওয়া মানুষকে এখনো শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি। কমিশন সভাপতি বলেন, ‘আমরা স্বাধীন হয়েছি ৫৩ বছর হলো। কিন্তু দেশে সুশাসন এখনো প্রতিষ্ঠিত হয়নি।’

অভিযোগ দেওয়ার সময় ৩১ অক্টোবর শেষ হয়েছে। তবে এখনো যদি কেউ যৌক্তিক কারণ দেখিয়ে অভিযোগ জমা দিতে চান, সেগুলো দেখা হবে বলে জানান কমিশনের সভাপতি।

কমিশন অভিযোগ করে, গুম হওয়া ব্যক্তিদের যেসব গোপন বন্দিশালায় রেখে নির্যাতন করা হতো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। আলামত নষ্ট করা হয়েছে। তবে যারা আলামত নষ্ট করছেন, তাদের সতর্ক করেছে কমিশন। যারা আলমত ধ্বংস করছেন, তারা গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের সহযোগী হিসেবে বিবেচিত হবেন বলে সতর্ক করা হয়েছে। আলামত ধ্বংস না করার জন্য অনুরোধ জানিয়েছে কমিশন।

আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিশন গঠন করে সরকার। গত ২৭ আগস্ট কমিশন গঠন করা হয়।

সচেতনতাই ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে বাঁচার উপায়: চসিক মেয়র

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম
সচেতনতাই ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে বাঁচার উপায়: চসিক মেয়র
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: খবরের কাগজ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিই সবচেয়ে কার্যকর উপায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চসিকের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

শাহাদাত হোসেন বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম তদারকি করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে এলাকাবাসীকেও সচেতন হতে হবে। ময়লা জমে থাকা বা পানি জমে থাকার বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা জরুরি। প্রতি সপ্তাহে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। নিজেদের ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণই ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তির পথ। আমাদের প্রচেষ্টার সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতা যোগ হলেই সফলতা আসবে। এভাবেই আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তি পেতে পারি।’

র‌্যালিটি মেমন হাসপাতাল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে জিপিওর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মশা নিধনে সিটি করপোরেশন নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে জানিয়ে চসিক মেয়র বলেন, ‘আমরা নিয়মিত মনিটরিং করছি। ওয়ার্ডে ওয়ার্ডে রাজনৈতিক নেতা-কর্মী, মহল্লা কমিটি ও স্থানীয়দের বলেছি পরিচ্ছন্নতা সুপারভাইজার ও পরিচ্ছন্ন কর্মীরা ঠিকমত কাজ করছে কি না, তা দেখবেন। নিজের শহর হিসেবে কিছু দায়িত্ব আপনারাও নেন। যেখানেই মনে করবেন ময়লা-আবর্জনা আছে বা নালা-নর্দমা অপরিচ্ছন্ন আছে, সেখানে প্রতিটি ওয়ার্ডে সুপারভাইজারদের সরাসরি ফোন করবেন। যদি সাড়া না দেন, সেই ব্যবস্থা আমরা করব।’

জ্বর দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘রোগ একবার হয়ে গেলে তো চিকিৎসা নিতে হয় এবং কেউ শক সিনড্রোমে চলে গেলে রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হয়। কারো লক্ষণ থাকলে অবহেলা না করে আমাদের মেমন-২ হাসপাতালের ডেঙ্গু সেন্টারে আসতে পারেন। সেখানে আমরা ডেঙ্গুর এন্টিজেন টেস্ট করে দিই। সেখানে আমরা রোগীও রাখি।’ 

মেয়র বলেন, ‘গতকাল (১১ ডিসেম্বর) একটি শিশু মারা গেছে। তিন থেকে চারদিন ধরে জ্বর নিয়ে ছিল। শিশুটির অভিবাবকরা অবহেলা করে হাসপাতালে যাননি। পরবর্তীতে যখন খুব সিরিয়াস হয়, তখন যায়। দুই থেকে তিনদিনের বেশি জ্বর থাকলে কমপক্ষে একজন ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত। ডেঙ্গুর এখন কসমোপলিটন যে ভ্যারিয়েন্ট আছে, সেটার কারণে এবার রোগী বেশি। ডেঙ্গু নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’ 

জনসচেতনতা সভায় তিনি বলেন, ‘রোগ শনাক্তের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু না করলে পরিস্থিতি জটিল হতে পারে। চিকুনগুনিয়ার লক্ষণ হিসেবে জয়েন্টে ব্যথা হয়, আর ডেঙ্গুর ক্ষেত্রে শরীরের মাংসপেশিতে তীব্র ব্যথা এবং র‌্যাশ দেখা দিতে পারে। এ লক্ষণগুলোর ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।’ 

ডা. শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন ইতোমধ্যে ডেঙ্গু রোগ শনাক্তকরণ ও চিকিৎসার জন্য একটি বিশেষ সেন্টার চালু করেছে। সেন্টারে প্রয়োজনীয় এন্টিজেন পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং সিরিয়াস কেসগুলোতে হসপিটালাইজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই উদ্যোগ জনগণকে সহজেই প্রাথমিক চিকিৎসা নিতে সাহায্য করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. এস এম সরোয়ার আলম, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরীসহ (মারুফ) স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

ইফতেখারুল/পপি/

র‍্যাবের আয়নাঘর ছিল, আছে: ডিজি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম
র‍্যাবের আয়নাঘর ছিল, আছে: ডিজি
সংবাদ সম্মেলন করছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আয়নাঘর ছিল এবং এখনো আছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, ‘র‍্যাবে আয়নাঘর ছিল, আছে। সেটা সেভাবেই রাখা হয়েছে। গুম ও খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘর যে অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। তাই আমরা সেটার কোনো পরিবর্তন বা পরিবর্ধন করিনি।’

তিনি বলেন, ‘আয়নাঘর, গুম, খুনসহ যত ধরণের অভিযোগ র‍্যাবের বিরুদ্ধে ছিল সব তদন্ত করছে কমিশন। আমরা র‍্যাবের পক্ষ থেকে সব ধরণের সহায়তা করছি। আমরা মনে করি, তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘র‍্যাবের পোশাক পরিবর্তনের ব্যাপারেও দাবি উঠেছে। আমরা চিন্তা-ভাবনা করছি। আর র‍্যাবের নিজস্ব কোনো আইন নেই। পুলিশ আইনে র‍্যাব প্রতিষ্ঠিত হয়েছে। র‍্যাবের জন্য আমরা আলাদা একটি আইন করার চিন্তা-ভাবনা করছি। এছাড়া আর কোন কোন বিষয় সংস্কার করা যায় সে বিষয়ে গণমাধ্যম ও জনসাধারণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের এডিজি (অপারেশন্স) কর্নেল ইফতেখার আহমেদ, পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।
 
সুমন/অমিয়/

শৈত্যপ্রবাহ শুরু হতে পারে শনিবার থেকে

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
শৈত্যপ্রবাহ শুরু হতে পারে শনিবার থেকে
ছবি : খবরের কাগজ

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলে আগামী শনিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আবহাওয়াবিদ শাহানা সুলতানা বলেন, ‘১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং এর পরে তাপমাত্রা বাড়তে পারে।’

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অমিয়/

র‍্যাবের ৫৮ কর্মকর্তা ও ৪২৪৬ সদস্যের শাস্তি হয়েছে: ডিজি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পিএম
র‍্যাবের ৫৮ কর্মকর্তা ও ৪২৪৬ সদস্যের শাস্তি হয়েছে: ডিজি
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। ছবি : খবরের কাগজ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৫৮ জন কর্মকর্তা ও চার হাজার ২৪৬ সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

তাছাড়া ৫ আগস্টের পর বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‍্যাবের ১৬ সদস্যকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাবের ৫৮ জন কর্মকর্তা ও ৪ হাজার ২৪৬ সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে। 

তাছাড়া, গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলে র‍্যাবের সদস্যরা তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ কাজ করতে গিয়ে র‍্যাবের ১৬ জন সদস্য বিভিন্ন অপরাধে সঙ্গে জড়িয়ে পড়েন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধের কারণে এসব সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চলছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিদ্রোহ, গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীল, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে র‍্যাব। সাড়ে ১৪ হাজার আসামিসহ এ পর্যন্ত অবৈধ ২০ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব ডিজি বলেন, আমি যতদিন দায়িত্ব পালন করব ততদিন র‍্যাব গুম, খুনে জড়িত হবে না বলে নিশ্চিয়তা দিচ্ছি।

অমিয়/

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পিএম
যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে (প্রতীকী ছবি)

দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার (১৩ ডিসেম্বর)। সাভারের আমিনবাজার সিজিএসের মোডিফিকেশনের জন্য এই সেবা ব্যাহত হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ বিষয়ে এক বার্তায় বলা হয়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত সাভার, আমিনবাজার, হেমায়েতপুর এবং মিরপুর ও আশেপাশের এলাকাসহ ফার্মগেট, ধানমন্ডি, আদাবর, শ্যামলী, মোহাম্মদপুর, আগারগাঁও, লালমাটিয়া, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, কেরাণীগঞ্জ, হাতিরপুল, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। এ ছাড়া কিছু এলাকার গ্যাসের চাপ শূন্যেও নামতে পারে।

মেহেদী/অমিয়/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });