‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ প্রতিপাদ্যে নিয়ে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। আগামী ৮ নভেম্বর সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আইডিইবি দেশের সংখ্যাগরিষ্ঠ প্রকৌশলীদের সংগঠন, যা বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবেও পরিচিত ও স্বীকৃত। এ সংগঠনটি সাংবিধানিক রূপ লাভের পর কণ্টকাকীর্ণ ৫৩ বছর অতিক্রম করে ৮ নভেম্বর ৫৪ বছরে পদার্পণ করছে। নানান দিক বিবেচনায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বেশ তৎপর্য বহন করছে। দিবসটি উপলক্ষে ৮ থেকে ১৬ নভেম্বর টানা ৯ দিন নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জানান, কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- ৩ থেকে ৭ নভেম্বর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাদের মাঝে শুভেচ্ছা কার্ড বিতরণ। একই দিনে কেন্দ্রীয় কমিটিসহ সব জেলা কমিটি দিবসটি উপলক্ষে সংবাদ সম্মেলন করবে।
৮ নভেম্বর আইডিইবির প্রয়াত নেতা ও সদস্য এবং ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। একই দিনে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার। ১০ নভেম্বর ঢাকাসহ সারাদেশে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান। ১৪ নভেম্বর আইডিইবি ভবনে ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ প্রতিপাদ্যের আলোকে সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। একই দিনে দেশের সব জেলা শাখায় ফ্রি প্রযুক্তি পরামর্শ, রক্তদান কর্মসূচি করা হবে। আগামী ১৪ নভেম্বর নবীন-প্রবীণদের সম্মিলনের মাধ্যমে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী মো. সোলায়মান, সদস্যসচিব প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, সদস্য প্রকৌশলী মো. জসিম সিকদার রানা, প্রকৌশলী জয়নাল আবেদীন প্রমুখ।
রাজু/এমএ/