সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করানো একটি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া পিস্তল ছাড়াও ২টি ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি রয়েছে।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর মণিপুরি এলাকা থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, বুধবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানাধীন মণিপুরিপাড়ার ১৩২ ও ১৩৯ নম্বর বাড়ির মধ্যবর্তী রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ পাওয়া যায়। শপিং ব্যাগ তল্লাশি করে পুলিশ একটি প্লাস্টিকের অস্ত্রের বাক্স থেকে ১টি ৩২ বোর ৭.৬২ মিমি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন, ২৫ রাউন্ড পিস্তলের গুলি ও আরও একটি পিস্তলের লাইসেন্স জব্দ করা হয়।
পুলিশ প্রাথমিক অনুসন্ধান ও প্রাপ্ত লাইসেন্স পর্যালোচনায় জানতে পারে, ওই অস্ত্রের মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিধিমোতাবেক উদ্ধারকৃত অস্ত্র-গুলি তেজগাঁও থানা হেফাজতে রয়েছে।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
৫ আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। এ ছাড়া যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কয়েক দিন আগে একটি স্যাটেলাইট টিভিতে তাকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। তবে তিনি কিভাবে দেশত্যাগ করেছেন তা জানে না আইন শৃঙ্খলাবাহিনী।