ঢাকা ১৮ অগ্রহায়ণ ১৪৩১, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
English

অক্টোবরে প্রতিদিন সড়কে ঝরেছে ১৫ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম
অক্টোবরে প্রতিদিন সড়কে ঝরেছে ১৫ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

সড়কে মৃত্যুর মিছিল কমছে না; একের পর এক দুর্ঘটনায় সড়ক ব্যবস্থাপনার ত্রুটি আর গাফিলতিকে বড় করে তুলে ধরছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে, গত অক্টোবর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৪৩টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৬৯ জন এবং আহত হয়েছেন ৮৩৭ জন। 

রবিবার (১০ নভেম্বর) গবেষণা প্রতিষ্ঠানটি এই পরিসংখ্যান প্রকাশ করে। 

বেসরকারি এই প্রতিষ্ঠানের তথ্য বলছে, গত সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় ৪২৬ জন নিহত হয়েছিল। এই হিসাবে অক্টোবরে দুর্ঘটনার হার বেড়েছে ১১ দশমিক শূণ্য ১ শতাংশ; মৃত্যুর হার বেড়েছে ১০ দশমিক শূণ্য ৯ শতাংশ। 

সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছিল ১৪ দশমিক ২ জন। অক্টোবর মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছে ১৫ দশমিক ১২ জন।

গত সেপ্টেম্বর মাসে পথচারী নিহত হওয়ার ঘটনা কিছুটা কমে এলেও অক্টোবরে সেই সংখ্যা ফের শতকের ঘর ছাড়িয়েছে। পরিসংখ্যানে বলা হয়েছে, গত অক্টোবর মাসে দুর্ঘটনায় ১০২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ দশমিক ৭৪ শতাংশ। এ বছর জুন মাসে সর্বোচ্চ ১২৮ জন পথচারী সড়কে প্রাণ হারান; সেপ্টেম্বরে যা ছিল ৯৭ জন। এর আগের তিন মাসে এই সংখ্যাটি শতকের ঘর ছাড়িয়ে গিয়েছিল। পরিসংখ্যানে বলা হয়েছে, গত অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় ৫৩ জন শিশু ও ৫৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

গত অক্টোবর মাসে ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৯৬ জন, যা মোট নিহতের ৪১.৭৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৬.৯৫ শতাংশ। দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়- অক্টোবর মাসে দুর্ঘটনায় ৩১ জন বাস যাত্রী, ২০ জন ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি লরি আরোহী ২০ জন, ১২ জন প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১২ জন, ৯৪ জন ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-টমটম যাত্রী ৯৪ জন, ১০ জন নসিমন-করিমন যাত্রী নিহত হয়েছেন। 

দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭৩টি জাতীয় মহাসড়কে, ১৬২টি আঞ্চলিক সড়কে, ৬৪টি গ্রামীণ সড়কে এবং ৩৮টি শহরের সড়কে এবং ৬টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে। এসব দুর্ঘটনার মুখোমুখি সংঘর্ষে ১১২টি, নিয়ন্ত্রণ হারিয়ে ১৭১টি, পথচারীকে চাপ বা ধাক্কা দিয়ে ১০৪টি, যানবাহনের পেছনে আঘাত করে ৪২টি এবং অন্যান্য কারণে ১৪টি ঘটনা ঘটেছে।

পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ২৬ দশমিক ১৮ শতাংশ দুর্ঘটনা ঘটেছে মধ্যরাতে; সকালে এই হার ২৬ দশমিক ৬৩ শতাংশ। সবচেয়ে কম ৫ দশমিক ৪১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে ভোরে।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, গত অক্টোবর মাসে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩১টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় ৩৪টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত হয়েছে। সবচেয়ে কম মাগুরা, ঝালকাঠি, বরগুনা ও পঞ্চগড় জেলায়। এই ৪টি জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ২৯টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারী এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ দরকার। বেপরোয়া যানবাহন এবং পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে। তাই সরকারি উদ্যোগে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবনমুখি সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।’

সড়ক দুর্ঘটনা রোধ করতে সড়ক পরিবহন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার করে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শও দিয়েছেন তিনি।

জয়ন্ত সাহা/এমএ/ 

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২২ ডিসেম্বর

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পিএম
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২২ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২২ ডিসেম্বর। মঙ্গলবার (৩ ডিসেম্বর) পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে কারিগরি/পেশাগত ক্যাডারের ৫৪৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের [www.bpsc.gov.bd] ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

৪৪তম বিসিএস এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্থগিত করা হয়। গত ১৮ জুলাই পর্যন্ত ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর পরীক্ষা নেওয়া হয়। তবে সরকার পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া নতুন কমিশন সেটি বাতিল করে। নতুন করে সবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর সবার পরীক্ষা নেওয়া হবে।

কবির/এমএ/

৫ বছরে সড়ক দুর্ঘটনায় দেড় শতাধিক পরিবার নিশ্চিহ্ন: রোড সেফটি ফাউন্ডেশন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
৫ বছরে সড়ক দুর্ঘটনায় দেড় শতাধিক পরিবার নিশ্চিহ্ন: রোড সেফটি ফাউন্ডেশন
ছবি : খবরের কাগজ গ্রাফিকস

মোটরবাইক, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় গত পাঁচ বছরে দেড় শতাধিক পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে পুরো পরিবার নিহতের প্রবণতা বাড়ছে। ২০২০ থেকে ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনাগুলো পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই প্রতিবেদন প্রকাশ করে রোড সেফটি ফাউন্ডেশন। 

প্রতিবেদন বলছে, গত পাঁচ বছরে ১২৩টি বাইক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে ২৪৬ জন এবং ৮৪টি দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত হয়েছে ১৬৮ জন। ৩৫২ অটোরিকশা দুর্ঘটনায় ১ হাজার ১৭৯ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ৭৫টি পরিবারের ২৮০ জন, এবং প্রাইভেটকার দুর্ঘটনায় ৭৬টি পরিবারের ২৪৯ জন নিহত হয়েছে। অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ১৮টি পরিবারের ৭০ জন নিহত হয়েছে। 

এসব দুর্ঘটনার পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে। এগুলোর মধ্যে রয়েছে- মহাসড়কে অটোরিকশা চলাচল, অধিকাংশ মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকা, চালকদের অদক্ষতা ও বিশ্রামহীন ড্রাইভিং করা, ট্রাফিক আইন না মেনে বেপরোয়া মোটরযান চালনা।

জয়ন্ত সাহা/মাহফুজ/এমএ/

 

তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন তিনি। 

ভারতীয় হাইকমিশনারকে তলব করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ।

প্রসঙ্গত, গতকাল সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা হাইকমিশন প্রাঙ্গণ থেকে পতাকা খুলে নিয়ে আগুন ধরিয়ে দেয়। 

পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতিতে দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সালমান/

ডিসি সম্মেলন ১৬-১৮ ফেব্রুয়ারি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম
ডিসি সম্মেলন ১৬-১৮ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

আগামী বছরের ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ডিসি (জেলা প্রশাসক) সম্মেলন অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সকাল সাড়ে ১০টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে গত সপ্তাহে ডিসি সম্মেলনের আয়োজন করার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবের সারসংক্ষেপ পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাব পাঠানো হয়েছে। গতকাল সোমবার সারসংক্ষেপ অনুমোদন করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

মন্ত্রিপরিষদ বিভাগের উর্ধ্বতন এক কর্মকর্তা এ প্রসঙ্গে জানান, এটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এখন শুধু তারিখ আর উদ্বোধনের সময় অনুমোদন হয়েছে। অধিবেশনের বিস্তারিত কার্যসূচি পরে নির্ধারিত হবে।

জানাগেছে, এই বিভাগ সারসংক্ষেপে ডিসি সম্মেলনের সাধারণ রেওয়াজগুলো (বিভিন্ন অধিবেশন) সম্পর্কে প্রধান উপদেষ্টাকে ধারণা দেওয়ার কাজটি করা হয়ে থাকে। সারসংক্ষেপের জবাবে প্রধান উপদেষ্টার কার্যালয় তারিখ নির্ধারণসহ সম্মেলনের বিভিন্ন অধিবেশন(কার্যসূচি) ও অন্যন্য বিষয়ে নির্দশনা দিয়ে থাকেন।

ডিসিরা মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। সরকারের নীতিনির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য বিষয়ে মাঠপর্যায়ে বাস্তবায়নে সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন ডিসিরা। এ জন্য এ সম্মেলন ও তাদের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

উল্লেখ্য গত বছর জেলা প্রশাসক সম্মেলন (ডিসি সম্মেলন) ৩ থেকে ৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে।

আনিসুর রহমাম তপন/এমএ/

১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা
বিবিসির জরিপে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের একমাত্র নারী রিক্তা আক্তার বানু। ছবি: সংগৃহীত

বিশ্বের ১০০ জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। এতে জায়গা পেয়েছেন বাংলাদেশের একমাত্র নারী রিক্তা আক্তার বানু।

পেশায় নার্স রিক্তা কুড়িগ্রামের চিলমারীতে ‘রিক্তা আক্তার বানু লার্নিং ডিজেবিলিটি স্কুল’ নামে  প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন।

তিনি নিজের অটিস্টিক এবং সেরিব্রাল পালসি আক্রান্ত মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে পারেননি। এরপর তিনি নিজের জমি বিক্রি করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এই স্কুল প্রতিষ্ঠা করেন। এখন স্কুলটিতে ৩০০ শিক্ষার্থী পড়াশুনা করে।

স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক বা শেখার প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য করা হলেও এখন এটি বিভিন্ন ধরণের বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশুদের সেবা দিয়ে থাকে। সূত্র: বিবিসি

সুমন/অমিয়/