অন্তর্বর্তী সরকারে শপথ নিলেন নতুন আরও তিন উপদেষ্টা। এ নিয়ে এখন উপদেষ্টা পরিষদের সদস্য দাঁড়াল ২৪ জনে। শপথ নেওয়া উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর পরই বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
নতুন উপদেষ্টারা হলেন শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। মাহফুজ আলম এর আগে সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে কর্মরত থাকলেও এখন মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলেন।
নতুন উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনো জানা যায়নি। তবে বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে গুঞ্জন রয়েছে।
সেখ বশির উদ্দিন খ্যাতিমান ব্যবসায়ী আকিজ উদ্দিনের ছেলে। মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র এবং নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন। ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে আলোচিত হয়েছিলেন তিনি। মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক করা হয়েছিল তাকে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর ৩ দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেন। সে দিন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৪ জন উপদেষ্টা দায়িত্ব নেন। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। ১৬ আগস্ট আরও চার উপদেষ্টা শপথ নেন। আজ রবিবার আরও তিন উপদেষ্টা শপথ নেওয়ার ফলে বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৪ জনে দাঁড়াল।