অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে বিশ্ব নেতা ও বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। নানামুখী চাপের মধ্যেও রাষ্ট্র গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ কাজে গঠন করা হয়েছে একাধিক সংস্কার কমিশন। এসব কাজের পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। অর্থনীতি পুনরুদ্ধারে জনশক্তি রপ্তানি, বিনিয়োগ আহ্বান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও গুরুত্ব দিচ্ছে। ব্যাংক খাত সংস্কারে এবং পাচার করা অর্থ ফেরত আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গত তিন মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে কাজ বণ্টন করে তা ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কি না, সে ব্যাপারে উপদেষ্টা পরিষদ থেকে অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন না হলে তার জন্য কারণ জানতে চাওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে গত তিন মাসের কার্যক্রম এবং পরিকল্পনা উল্লেখ করে গণমাধ্যমে প্রতিবেদন পাঠানো হয়েছে।
এই প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ৪০টির বেশি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। এসব আলোচনায় পাচার করা অর্থ ফেরত আনার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। বিশ্বব্যাংকসহ বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে পুরোনো চুক্তি নবায়ন এবং নতুনভাবে একাধিক চুক্তি হয়েছে। এসব চুক্তির আওতায় প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং আর্থিক সহযোগিতা বাড়বে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো প্রতিবেদনে দাবি করা হয়েছে।
গত তিন মাসে সরকার আয় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদায় বাড়ানোর পাশাপাশি করবহির্ভূত রাজস্ব আদায়েও জোর দিয়েছে।
গত তিন মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়া হয়েছে। পণ্যের দাম কমাতে কঠোর বাজার নজরদারি করা হয়েছে। লাগামছাড়া দামে পণ্য বিক্রির কারণে জরিমানা ও আটক করা হয়েছে।
অনেক খাদ্যপণ্যের শুল্ক কম কমানো ও প্রত্যাহার করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, খাদ্যশস্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও নিম্ন আয়ের মানুষের খাদ্য-সহায়তা নিশ্চিত করতে ওএমএস নীতিমালা ২০১৫ ও খাদ্যবান্ধব নীতিমালা ২০১৭ সংশোধনপূর্বক আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অনেক ওএমএস ডিলার খাদ্যশস্য উত্তোলন ও ভোক্তাদের কাছে খাদ্যসামগ্রী বিক্রি বন্ধ করে দেয়। এ দুটি নীতিমালা অনুসারে ডিলারের কার্যক্রমের মেয়াদ সুনির্দিষ্ট ছিল না। এতে ডিলাররা দীর্ঘদিন নিয়োজিত থাকায় বিভিন্ন অনিয়মে জড়িত হওয়ায় জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাচ্ছিল না। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যমান এ দুটি নীতিমালা সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৪টি জেলার উপজেলার পৌরসভা/ইউনিয়ন পর্যায় পর্যন্ত বন্যা-পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে বিশেষ ওএমএস কার্যক্রমে মোট ২৩০টি কেন্দ্রে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মোট ৪৩ দিনে ৯ হাজার ৮৯০ টন চাল ও ৯ হাজার ৮৯০ টন আটা বিক্রির লক্ষ্যে বিশেষ বরাদ্দ দেওয়া হয়। এর ফলে খাদ্যশস্যের দাম কিছুটা সহনীয় থাকে বলে প্রতিবেদনে বলা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিতরণব্যবস্থা নির্বিঘ্ন রাখতে সাধারণ ওএমএস কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। সাধারণ ওএমএস খাতে বর্তমানে সারা দেশে সর্বমোট ১,১৩৩টি কেন্দ্রে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রমের আওতায় দেশের যেকোনো নাগরিক সপ্তাহে একবার সর্বোচ্চ প্রতি কেজি ৩০ টাকা দরে ৫ কেজি চাল ও প্রতি কেজি ২৪ টাকা দরে ৫ কেজি খোলা আটা সংগ্রহ করতে পারবে। ঢাকা মহানগরীতে ৫ কেজি চালের সঙ্গে খোলা আটার পরিবর্তে ২ কেজির প্যাকেট ৫৫ টাকা দরে ২ প্যাকেট আটা সংগ্রহ করা হয়েছে। খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখতে ধান ও চালের বাজার মনিটরিং করতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর একটি অনলাইন সিস্টেম চালু করেছে। দেশের ২০টি গুরুত্বপূর্ণ ধান ও চালের হাট-বাজারের ধান ও চালের পাইকারি মূল্য একটি কেন্দ্রীয় ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। বাজারে চালের সরবরাহ বৃদ্ধি করে চালের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে বেসরকারিভাবে চাল আমদানি বাড়াতে সব ধরনের শুল্ক প্রত্যাহার এবং অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে হ্রাস করে ২ শতাংশ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সারা দেশে নিহত ও আহত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করা হয়েছে। চলচ্চিত্র আমদানি ও রপ্তানির সুপারিশ প্রদানের জন্য কমিটি, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ট্রাস্টি বোর্ড কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্ক্রিপ্ট বাছাই কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান উপকমিটি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটিসহ বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত তিন মাসে ৬টি অনলাইন নিউজ পোর্টাল সনদ ইস্যু এবং ৮৩টি নিউজ পোর্টালের সনদ নবায়ন করা হয়। তথ্য অধিদপ্তর থেকে গুজব প্রতিরোধে ইকোনটেক্স করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ওপর গ্রাফিতির অ্যালবাম প্রকাশ করা হয়েছে।
অধ্যাদেশ জারির মাধ্যমে ‘শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউট’ এর নামকরণ ‘জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ করা হয়েছে। এরই মধ্যে নেপালকে ৪-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে। ঢাকায় অনুষ্ঠিত ইস্পাহানী চতুর্থ বাংলাদেশ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে। গত তিন মাসে ৫৬ লাখ টাকা যুব ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশের ক্রীড়াবিদদের সামগ্রিক সফলতা অর্জন, ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার যুব ও ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দিয়েছেন।
গত তিন মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন এবং উল্লিখিত সময়ে পদোন্নতিবঞ্চিত হয়েছেন বা অন্য কোনো বঞ্চনার শিকার হয়েছেন এমন কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাযথ সুপারিশ প্রণয়নের জন্য সরকার কর্তৃক কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করার লক্ষ্যে উপদেষ্টা পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে, যা উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত হয়েছে। সরকারি কর্মচারীদের সম্পদবিবরণী দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আশু কর্মপরিকল্পনা সকল শূন্য পদে অগ্রাধিকার ভিত্তিতে জনবল নিয়োগ; পদোন্নতিযোগ্য কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহি আনার জন্য কোম্পানি পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। প্রকৌশল, ভূতত্ত্ব, খনিজ, আইন এবং হিসাব বিষয়ে বিশেষায়িত ছাত্রদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্যাসের মূল্য সমন্বয়ের ক্ষমতা বিইআরসির কাছে পুনর্বহালের লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ সংশোধন করা হয়েছে। অকটেন ও পেট্রলের দাম ৬ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ১.২৫ টাকা কমানো হয়েছে। জ্বালানি তেল আমদানিতে বকেয়া প্রায় ৪৭৮ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ১৬০ মিলিয়ন ডলারে আনা হয়েছে। ভেজাল, পাচার ও অনিয়ম দূর করতে জ্বালানি তেল পরিবহনের কাজে ব্যবহৃত ট্যাংকলরিতে ভেহিকল ট্যাকিং সিস্টেম স্থাপন করা হয়েছে এবং সফটওয়্যার তৈরির কাজ সম্পন্ন হয়েছে।
গত তিন মাসে (আগস্ট থেকে অক্টোবর ২০২৪) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশের সুরক্ষায় গৃহীত বিভিন্ন কার্যক্রমে ছাত্রছাত্রী ও তরুণদের সম্পৃক্ত করা হয়েছে। তথ্যের প্রবাহ অবাধ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে পরিবেশ ছাড়পত্র প্রদান, এনফোর্সমেন্ট, অর্থদণ্ড এবং আপিলের সিদ্ধান্তের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। প্লাস্টিক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকা এবং প্রধান সড়কের উত্তরার স্কলাস্টিকা ক্যাম্পাস থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক-কে ১ অক্টোবর থেকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পলিথিন শপিংব্যাগের ব্যবহার বন্ধে পরিচালিত অভিযান মনিটরিং করার জন্য ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।