ঢাকা ২৭ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে প্রত্যাহারের পর আবারও মহাসড়ক অবরোধ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৫:০১ পিএম
গাজীপুরে প্রত্যাহারের পর আবারও মহাসড়ক অবরোধ
বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত রাস্তায় থাকার ডাক দিয়েছে পোশাকশ্রমিকরা। ছবি: খবরের কাগজ

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ৫৬ ঘন্টা পর টিঅ্যান্ডজেড গ্রুপের পোশাকশ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার সোয়া ঘণ্টা পর আবারও অবরোধ করেছেন।

সোমবার (১১ নভেম্বর) দুপুর সোয়া তিনটার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা বলছেন, ‘আশ্বাস নয়, আমরা বেতন চাই’।

এর আগে টানা ৫৬ ঘন্টা পর অবরোধের পর সোমবার দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে বেলা পৌনে তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর ঘণ্টা না পেরোতেই বেলা সোয়া তিনটার দিকে ‘আশ্বাস নয়, বেতনের দাবিতে’ তারা আবার মহাসড়ক অবরোধ করেন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, ‘অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর বেলা ২টা ৫০ মিনিটের দিকে যানচলাচল স্বাভাবিক হয়। বেলা ৩টা ১৫মিনিটের দিকে ফের মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তারা আশ্বাস মানছেন না। অধিকাংশ শ্রমিক বলছেন, আমরা বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।’

পলাশ প্রধান/অমিয়/

র‍্যাবের আয়নাঘর ছিল, আছে: ডিজি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম
র‍্যাবের আয়নাঘর ছিল, আছে: ডিজি
সংবাদ সম্মেলন করছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আয়নাঘর ছিল এবং এখনো আছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, ‘র‍্যাবে আয়নাঘর ছিল, আছে। সেটা সেভাবেই রাখা হয়েছে। গুম ও খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘর যে অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। তাই আমরা সেটার কোনো পরিবর্তন বা পরিবর্ধন করিনি।’

তিনি বলেন, ‘আয়নাঘর, গুম, খুনসহ যত ধরণের অভিযোগ র‍্যাবের বিরুদ্ধে ছিল সব তদন্ত করছে কমিশন। আমরা র‍্যাবের পক্ষ থেকে সব ধরণের সহায়তা করছি। আমরা মনে করি, তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘র‍্যাবের পোশাক পরিবর্তনের ব্যাপারেও দাবি উঠেছে। আমরা চিন্তা-ভাবনা করছি। আর র‍্যাবের নিজস্ব কোনো আইন নেই। পুলিশ আইনে র‍্যাব প্রতিষ্ঠিত হয়েছে। র‍্যাবের জন্য আমরা আলাদা একটি আইন করার চিন্তা-ভাবনা করছি। এছাড়া আর কোন কোন বিষয় সংস্কার করা যায় সে বিষয়ে গণমাধ্যম ও জনসাধারণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের এডিজি (অপারেশন্স) কর্নেল ইফতেখার আহমেদ, পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।
 
সুমন/অমিয়/

শৈত্যপ্রবাহ শুরু হতে পারে শনিবার থেকে

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
শৈত্যপ্রবাহ শুরু হতে পারে শনিবার থেকে
ছবি : খবরের কাগজ

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলে আগামী শনিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আবহাওয়াবিদ শাহানা সুলতানা বলেন, ‘১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং এর পরে তাপমাত্রা বাড়তে পারে।’

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অমিয়/

র‍্যাবের ৫৮ কর্মকর্তা ও ৪২৪৬ সদস্যের শাস্তি হয়েছে: ডিজি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পিএম
র‍্যাবের ৫৮ কর্মকর্তা ও ৪২৪৬ সদস্যের শাস্তি হয়েছে: ডিজি
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। ছবি : খবরের কাগজ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৫৮ জন কর্মকর্তা ও চার হাজার ২৪৬ সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

তাছাড়া ৫ আগস্টের পর বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‍্যাবের ১৬ সদস্যকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাবের ৫৮ জন কর্মকর্তা ও ৪ হাজার ২৪৬ সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে। 

তাছাড়া, গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলে র‍্যাবের সদস্যরা তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ কাজ করতে গিয়ে র‍্যাবের ১৬ জন সদস্য বিভিন্ন অপরাধে সঙ্গে জড়িয়ে পড়েন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধের কারণে এসব সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চলছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিদ্রোহ, গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীল, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে র‍্যাব। সাড়ে ১৪ হাজার আসামিসহ এ পর্যন্ত অবৈধ ২০ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব ডিজি বলেন, আমি যতদিন দায়িত্ব পালন করব ততদিন র‍্যাব গুম, খুনে জড়িত হবে না বলে নিশ্চিয়তা দিচ্ছি।

অমিয়/

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পিএম
যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে (প্রতীকী ছবি)

দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার (১৩ ডিসেম্বর)। সাভারের আমিনবাজার সিজিএসের মোডিফিকেশনের জন্য এই সেবা ব্যাহত হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ বিষয়ে এক বার্তায় বলা হয়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত সাভার, আমিনবাজার, হেমায়েতপুর এবং মিরপুর ও আশেপাশের এলাকাসহ ফার্মগেট, ধানমন্ডি, আদাবর, শ্যামলী, মোহাম্মদপুর, আগারগাঁও, লালমাটিয়া, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, কেরাণীগঞ্জ, হাতিরপুল, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। এ ছাড়া কিছু এলাকার গ্যাসের চাপ শূন্যেও নামতে পারে।

মেহেদী/অমিয়/

জাতীয়ভাবে বুদ্ধিজীবী দিবস পালন করবে সরকার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পিএম
জাতীয়ভাবে বুদ্ধিজীবী দিবস পালন করবে সরকার

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন দিবসটি উপলক্ষে সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। 

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

সকাল ৭টা ২২ মিনিটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এ ছাড়াও সকাল সাড়ে ৮টা থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী দেবেন। জেলা ও উপজেলা পর্যায়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

শহিদ বুদ্ধিজীবী দিবসের পবিত্রতা রক্ষায় শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় মাইক বা লাউডস্পিকার ব্যবহার না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

অমিয়/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });