আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইনসের ফ্লাইটটি বাকুতে অবতরণ করে।
এর আগে বাংলাদেশ সময় বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে বাকুতে বসছে এ সম্মেলন। এতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন।
এ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বাকুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আজারবাইজানের বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর পক্ষে কথা বলবে। যেহেতু প্রধান উপদেষ্টা যাবেন সে ক্ষেত্রে সম্মেলনে বাংলাদেশের গুরুত্ব যেমন থাকবে, তেমনি বাংলাদেশের এজেন্ডায় গুরুত্বপূর্ণ উপাদানও থাকবে।
সূত্র আরও জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটি তুলে ধরা হবে সম্মেলনে। এ ক্ষেত্রে সম্প্রতি দেশের পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা উপস্থাপন করা হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি তহবিল ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’, প্যারিস চুক্তির তহবিল এবং জলবায়ু উদ্বাস্তুদের কথা তুলে ধরা হবে। এ ছাড়া উন্নত দেশগুলো থেকে গ্রিন প্রযুক্তিতে সহায়তা চাইতে পারে বাংলাদেশ। সম্মেলনে যোগদান শেষে প্রধান উপদেষ্টা আগামী ১৪ নভেম্বর আজারবাইজান থেকে দেশে ফিরবেন।
সালমান/