ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৬০ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯৪ জন। এ নিয়ে চলতি বছরে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ৭৩ হাজার ৫৮৭ জনে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশালে ২ জন, ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালে ২ এবং ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। নারীদের একজনের বয়স ৩৬ থেকে ৪০ বছর, একজনের বয়স ৪৬ থেকে ৫০ বছর। পুরুষ একজনের বয়স ৪১ থেকে ৪৫, একজনের ৬৬ থেকে ৭০ এবং একজনের ৭১ থেকে ৭৫ বছর। এ নিয়ে চলতি মাসের ১০ দিনে ৬৩ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৯০, চট্টগ্রামে ১৪৫, ঢাকা বিভাগে ২৬০, ঢাকা উত্তরে ২৭৯, ঢাকা দক্ষিণে ১৪৮, খুলনায় ১৪০, ময়মনসিংহে ৪৫, রাজশাহীতে ৬৮, রংপুরে ১৬ এবং সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের ১০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৭৭০ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৯০ জন। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৮৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১০৫৫ জন। তার মধ্যে ১৪ জন মারা যান। ফেব্রুয়ারিতে ভর্তি হন ৩৩৯ জন। মারা যান ৩ জন। মার্চে ভর্তি হন ৩১১ জন। মারা যান ৫ জন। এপ্রিলে ভর্তি হন ৫০৪ জন। মারা যান ২ জন। মে মাসে ভর্তি হন ৬৪৪ জন। মারা যান ১২ জন। জুনে ভর্তি হন ৭৯৮ জন। মারা যান ৮ জন। জুলাইয়ে ভর্তি হন ২ হাজার ৬৬৯ জন। তার মধ্যে ১২ জন মারা যান।
আগস্টে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করে। জুলাইয়ের তুলনায় ওই মাসে অনেক বেশি রোগী শনাক্ত হয়। ওই মাসে হাসপাতালে ভর্তি হন ৬ হাজার ৫২১ জন। মারা যান ২৭ জন। এরপর সেপ্টেম্বরে ভর্তি হন ১৮ হাজার ৯৭ জন। মারা যান ৮০ জন। অক্টোবরে হাসপাতালে ভর্তি হন ৩০ হাজার ৮৭৯ জন। মারা যান ১৩৪ জন।
ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয় ২০২৩ সালে। এ বছর ১ হাজার ৭০৫ জন মারা যান। এর আগে ২২ সালে মারা যান ২৮১ জন। ২০২১ সালে মারা যান ১০৫ জন। ২০২০ সালে করোনার কারণে তেমন ডেঙ্গুর প্রভাব বোঝা যায়নি। তবে ২০১৯ সালে ডেঙ্গুতে ৩০০ জনের মৃত্যু হয়।