চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সমৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (১১ নভেম্বর) চসিক কার্যালয়ে স্থানীয় সরকারের গঠিত কমিটির সদস্যদের এক সভায় চট্টগ্রামকে ঘিরে তার পরিকল্পনা তুলে ধরেন মেয়র।
ডা. শাহাদাত বলেন, বাংলাদেশের জিডিপি মূলত তিনটি সেক্টরের ওপর নির্ভরশীল। পর্যটন খাতকে গুরুত্ব দিলেই জাতীয় আয়ের একটি নতুন খাত তৈরি হবে।
দেশের বেশিরভাগ পর্যটনকেন্দ্র চট্টগ্রামে অবস্থিত উল্লেখ করে তিনি জানান, চট্টগ্রামের পর্যটন খাতের দিকে নজর দিলে সার্কভুক্ত অন্যান্য দেশের মতো বাংলাদেশও পর্যটন থেকে আয় করতে পারবে। ভৌগোলিক কারণে চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
শহরকে পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ঘোষণা দিয়ে শাহাদাত জানান, ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাটের বর্জ্যের অব্যবস্থাপনা নগরীকে ভোগাচ্ছে। প্রতিষ্ঠানের বর্জ্য পানি নিষ্কাশনের নালায় ফেলা যাবে না।
এ ছাড়া বিপ্লব উদ্যানসহ চসিকের স্থাপনাগুলোর আয় যাচাই করার ঘোষণা দেন মেয়র। বেদখল হওয়া স্থাপনাগুলো পুনরুদ্ধার ও অসম চুক্তি যাচাই করে চসিকের আয় নিশ্চিত করতে আগ্রহী বলেও জানান তিনি।
এ ছাড়া নগরীর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, সিটি গভর্নমেন্ট না থাকায় যে সমস্যা হচ্ছে তা দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিক হতে হবে।
সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, চসিকের বিভাগীয় ও শাখাপ্রধানরা এবং নগরীর বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নাইমুর/অমিয়/