বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের হয়তো চাকরির ব্যবস্থা হবে না কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, তারা যাতে নিজেরাই আয় করতে পারেন সেই চেষ্টা করা হবে। এটা আমাদের অঙ্গীকার।
মঙ্গলবার (১২ নভেম্বর) সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এসডিএফ সদস্য পরিবারভুক্ত শহিদ এবং আহতদের পরিবারকে এসডিএফের পক্ষ থেকে অনুদান ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ।
অনুষ্ঠানে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে, গুরুতর আহতদের এক লাখ টাকা করে এবং ৩৩ জন আহতদেরকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
অর্থ উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধের ছাত্র আন্দোলনকারীদের বিনিময়ে অর্জন হয়েছে এ বিজয। ১৯৭১ সালেও এভাবে আমরা সবাইকে অংশগ্রহণ করতে দেখেছি। তাদের ঋণ সবসময় মনে রাখা হবে।
তিনি বলেন, অর্থের সংস্থান করা খুবই কঠিন। তার পরও বিশ্ব ব্যাংক নেগোসিয়েট করেছে এসডিএফকে সহাতা করার। জন্য। সেই অর্থ যাতে যথাযথ ব্যবহার করি, যাতে খেয়ে না ফেলি, যাতে সবাই উপকার পাই।
সিডিএফ চেয়ারম্যান ড. মো. আব্দুল মজিদ বলেন, জীবন বাজি রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতরা জীবন বাজি রেখে মুক্তির সংগ্রামের ঝাঁপিয়ে পড়েছিলেন। এই আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এসডিএফ।
জাহাঙ্গীর আলম/অমিয়/