সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী এহিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ ও র্যাব-১।
র্যাব-৯ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালি থানায় নাশকতা ও সহিংসতা মামলা হয় সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও র্যাব-১, সিপিসি-২, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিউর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে এসএমপি সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে পরাজিত হন তিনি। এরপর এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেন। তিনি গত সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
শাকিলা ববি/সালমান/