
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।
সোমবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল বের করে। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।
এ সময় নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে একদল যুবক। এতে জানালার গ্লাস ভেঙে অনেক যাত্রী আহত হন।
ফেইসবুকে রেলওয়ে ফ্যান পেইজে পোস্ট করা কিছু ছবি ও ভিডিওতে আহত শিশু ও নারীদের আর্তনাদ দেখা যায়।
এদিকে, সড়ক পথ অবরোধ থাকায় বনানীর সঙ্গে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দুপাশে বাড়ছে যানবাহনের সারি।
রেলওয়ে কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ঢাকার কমলাপুরে ফিরিয়ে আনা হয়েছে। ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস টঙ্গী স্টেশনে আটকে রয়েছে। ঢাকা থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শফিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করছে রেলওয়ে। সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে না এলে কোনো ট্রেন কমলাপুর ছেড়ে যাবে না।’
চলতি বছরের ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তিতুমীরের শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন তারা। এতে মহাখালী, বনানী, গুলশান এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বিকেল চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, বিকেল ৪টা ১০মিনিটে আমরা আইনশৃঙ্খলা বাহিনী থেকে ট্রেন চলাচলের বিষয়ে নির্দেশনা পেয়েছি। বিকেল সাড়ে চারটায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে। প্রতিটি ট্রেনই কয়েক ঘণ্টা দেরিতে যাচ্ছে। তবে কোনো ট্রেনের যাত্রা বাতিল হবে না।
জয়ন্ত সাহা/সাদিয়া নাহার/