ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

কিডনি ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলনে বক্তারা দেশে প্রায় ২ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম
দেশে প্রায় ২ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত
কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা। ছবি: সংগৃহীত

দেশে কিডনি রোগে ভুগছে প্রায় দুই কোটি মানুষ। কিডনি রোগের নানাধরন ও ধাপ রয়েছে। এর চিকিৎসা বেশ ব্যয়বহুল, যা বহন করার মতো আর্থিক সামর্থ্য নেই ২৫ ভাগ রোগীর। কিডনি বিকল অনেক রোগীর হেমোডায়ালাইসিস ও কিডনি ট্রান্সপ্লান্ট প্রয়োজন হলেও এই চিকিৎসা নিতে পারছে না প্রায় ৭০ ভাগ রোগী। ভবিষ্যতে এ রোগে মহামারিও হতে পারে। তাই কিডনি রোগ প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক পদক্ষেপ নেওয়াসহ চিকিৎসা ব্যয় কমিয়ে আনতে আশু উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 

কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের (বিআরএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল লন্ডন হাসপাতাল, যুক্তরাজ্যের নেফ্রোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক মুহাম্মদ মাগদী ইয়াকুব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি অধ্যাপক ডা. এম মহিবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. রুহুল আমিন রুবেল, ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ প্রমুখ। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ কিডনি রোগ ও প্রতিরোধ, ডায়ালাইসিস, কিডনি সংযোজন, সিএপিডি ইত্যাদি নিয়ে আলোচনা করেন। 

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সরকারি অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, কিডনি রোগীদের ৮০ ভাগের বেশি যখন কিডনি কার্যকারিতা হারিয়ে ফেলে, তখন কিডনি রোগের উপসর্গগুলো দেখা দেয়। তত দিনে বেশ বিলম্ব হয়ে যায়, চিকিৎসার ব্যয়ও বাড়ে। দুঃখজনক যে, বেশির ভাগ রোগীকে বাঁচানোও সম্ভব হয়ে ওঠে না।

তিনি  আরও বলেন, কিডনি রোগের প্রধান কারণ হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও গ্লোমেরুনেফ্রাইটিস। তাই প্রাথমিকভাবে কিডনি রোগ শনাক্ত করার জন্য স্ক্রিনিং প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি কমিউনিটি ক্লিনিকগুলোতে এই স্ক্রিনিংয়ের ব্যবস্থা করে রোগীদের রোগ শনাক্ত করার প্রচেষ্টা করা উচিত। এতে অনেক রোগীকে কম খরচে চিকিৎসা দিয়ে বাঁচানো সম্ভব হবে।

কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদ বলেন, প্রতিবছর প্রায় ৪০ হাজার লোক কিডনি রোগে মারা যাচ্ছে। খোঁজ নিলে দেখা যায়, তাদের বেশির ভাগই চিকিৎসার খরচ জোগাড় করতে পারেনি। কিডনি ডায়ালাইসিসের রোগীদের প্রায় ৭০ শতাংশ অর্থের অভাবে পূর্ণ চিকিৎসা নিতে ব্যর্থ হয়। এই ব্যয় কমাতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এজন্য চিকিৎসক, নার্স ও নেফ্রোলজিস্ট চিকিৎসকদের আরও সচেতনভাবে চিকিৎসা দিতে হবে।

এমএ/

 

তিন বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ জানাল পিএসসি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৭:১১ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:১৪ পিএম
তিন বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ জানাল পিএসসি
ছবি: সংগৃহীত

বিসিএস নিয়ে জট নিরসনের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে ৪৪তম, ৪৫তম এবং ৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলের তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৩ জুন) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৩০ জুন ৪৪তম বিসিএস, ২২ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন আগামী ১৯ জুন ৪৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রদান করবে। যাদের একই সঙ্গে ৪৫তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএস-এর লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থাকবে তাদের উক্ত পরীক্ষার এক মাস পূর্বে বা এক মাস পর ৪৫তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কোন প্রার্থীর দুটি পরীক্ষা যেন ওভারল্যাপিং না হয় সেই লক্ষ্যে কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

৪৮তম বিসিএস নিয়ে বলা হয়, দেশে সরকারি চিকিৎসক সংকটের কারণে ৪৮তম বিসিএসকে (বিশেষ) সর্বাধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে। ২৭ মে বিশেষ বিসিএস-এর গেজেট প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপণ না করে ২৯ মে ৪৮তম বিসিএস (বিশেষ) বিজ্ঞপ্তি জারি করা হয়। ৪৮তম বিসিএস-এর (বিশেষ) MCQ টাইপ লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। উক্ত বিসিএস-এর MCQ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল ২১ জুলাই প্রকাশ করা হবে এবং চূড়ান্ত ফলাফল ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

এতে আরও জানানো হয়, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, নিয়মিত বিসিএস-এর বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লিখিত পরীক্ষা তারিখসমূহ অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে।


কবির/মেহেদী/

রাজশাহীতে ৯ জনের করোনা শনাক্ত

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৫:১৫ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৫:১৯ পিএম
রাজশাহীতে ৯ জনের করোনা শনাক্ত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজশাহীতে নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্য অধিকাংশই চিকিৎসক।

সোমবার (২ জুন) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। শনাক্তের হার ৬০ শতাংশ।

রামেক অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘আক্রান্তদের মধ্য সাতজন চিকিৎসক বলে ধারণা করা হচ্ছে। সবাই হালকা উপসর্গে ভুগছেন। তবে শারীরিক দুর্বলতা রয়েছে এবং সুস্থ হতে সময় লাগছে। তাদের উপসর্গের মধ্যে রয়েছে- হালকা জ্বর, সর্দি ও কাশি।’

তিনি বলেন, ‘সম্প্রতি নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়েছে। যদিও অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন না। তবে বয়স্ক ও ডায়াবেটিসসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য সংক্রমণ ঝুঁকি রয়েছে।’ 

৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের শরীরে উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তিনি।

জানা গেছে, মাইক্রোবায়োলজি বিভাগে নমুনা জমা দিয়ে পরীক্ষার সুযোগ রয়েছে। এতে সরকারি ফি ১০০ টাকা নির্ধারিত এবং দুপুরের মধ্যে ফল পাওয়া যাচ্ছে। মাস্ক পরে যাওয়া বাধ্যতামূলক।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, বর্তমানে একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এনায়েত/পপি/

সব চাকরিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক চায় ইসি: এনআইডি মহাপরিচালক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৪:৫২ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৫:০০ পিএম
সব চাকরিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক চায় ইসি: এনআইডি মহাপরিচালক
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর

সরকারি বিভিন্ন দপ্তরসহ সব চাকরিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা দরকার বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (৩ জুন) নির্বাচন ভবনে এনআইডি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

এনআইডি মহাপরিচালক বলেন, ‘সরকারি চাকরিজীবী যাদের আইবাসের মাধ্যমে বেতন হয়ে থাকে চাকরিকালীন দেওয়া তথ্যের সঙ্গে তাদের এনআইডির তথ্যের অসঙ্গতির কারণে অনেকের বেতন আটকে আছে বা বেতন ভাতা বন্ধ হয়ে আছে। এতে তারা এনআইডি সংশোধনের আবেদন নিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হচ্ছেন। চাকরি দেওয়ার সময়ে এনআইডি বাধ্যতামূলক থাকলে তাদের এ সমস্যায় পড়তে হতো না। এজন্য চাকরি দেওয়ার ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক করা দরকার বলে আমরা মনে করি।’

এ বিষয়ে সোমবার (২ জুন) সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা অফিসের কর্মকর্তাদের সঙ্গে চাকরিজীবীদের এনআইডি সম্পর্কিত সমস্যা নিয়ে বৈঠক করেছে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। 

এ সময় চাকরির আইনে এনআইডি বাধ্যতামূলক করা না হলেও এনআইডির তথ্য অমিল থাকা বা এনআইডিকে প্রাধান্য দিতে প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দেওয়া হয়েছে। কারণ অনেকের একাডেমিক সার্টিফিকেটের সঙ্গে এনআইডির তথ্য অমিল থাকায় চাকরির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সংশোধনীর জন্য বলা হয়েছে। 

এ সময় এনআইডির হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি জানতে চাইলে মহাপরিচালক জানান, আইনগত কিছু বিষয় থাকায় হালনাগাদের কিছু কাজ স্থগিত রাখা হয়েছে। তবে নতুন ভোটার করার কাজ চলমান। 

তিনি জানান, আগামী জুলাইয়ের ১৫ তারিখের মধ্য জাপানে ভোটার তালিকার কাজ শুরু হবে।

এলিস/পপি/

কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক: সিপিডি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৩:৪৮ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৪:০৭ পিএম
কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক: সিপিডি
জাতীয় বাজেট ২০২৫-২৬ বিশ্লেষণ। ছবি: খবরের কাগজ

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখার প্রস্তাব জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। 

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘জুলাই আন্দোলন বৈষম্যহীন সমাজের জন্য হয়েছিল। বাজেটের প্রত্যয়টা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সঙ্গে এই প্রস্তাব চরমভাবে সাংঘর্ষিক। কেননা এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হোন। যারা নিয়মিত নৈতিকভাবে কর দেন, তাদের নৈতিকতাতে আঘাত করা হয়েছে। এতে বৈধপথে উপার্জনকারীদের সঙ্গে বৈষম্য তৈরি হবে। তা ছাড়া এই পদক্ষেপে সরকারের খুব বেশি রাজস্ব আয় হবে বলেও মনে হয় না। এই সুযোগ থাকলে মধ্য ও নিম্নবিত্ত মানুষের জন্য প্লট বা ফ্ল্যাট কেনা অসম্ভব হয়ে যাবে। এর ফলে সমাজে বৈষম্য আরও বাড়বে।’ 

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর এক হোটেলে প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৫-২৬ বিশ্লেষণ নিয়ে সিপিডির মিডিয়া ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, সিনিয়র রিসার্চ ফেলো গোলাম মোয়াজ্জেমসহ সংশ্লিষ্টরা। 

প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় ড. ফাহমিদা খাতুন বলেন, ‘বাজেটে অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ভবন, অ্যাপার্টমেন্ট কিনতে গেলে সেখানে অপ্রদর্শিত আয় দেখিয়ে বর্ধিত হারে বিশেষ কর দিয়ে সেটি ব্যবহার করা যাবে। কিন্তু আমরা সব সময় বলে এসেছি কালো টাকা সাদা করার প্রস্তাব একেবারেই বন্ধ করা উচিত। এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, আমরা এটা সমর্থন করছি না।’

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ‘প্রস্তাবিত ২০২৫-২০২৬ অর্থবছরের ভৌত অবকাঠামোর পরিবর্তে মানুষের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, এসব উদ্দেশ্যের পেছনে ব্যবস্থা বা পদক্ষেপগুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এ ছাড়া বাজেটের থিম ন্যায়সঙ্গত ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গঠন। কিন্তু এর সঙ্গে কিছু রাজস্ব ব্যবস্থা সাংঘর্ষিক।’

মূল প্রবন্ধে বলা হয়, প্রস্তাবিত বাজেট আকারের দিক থেকে ব্যতিক্রমী, যা আগের অর্থবছরের তুলনায় ছোট। প্রস্তাবিত বাজেটে বেশকিছু ইতিবাচক উদ্যোগ প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে কর ছাড়, বিভিন্ন খাতে বরাদ্দ ও প্রণোদনা এবং ক্ষতিকর কার্যকলাপের ওপর উচ্চহারে কর অন্তর্ভুক্ত রয়েছে। তবে প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে সামগ্রিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে, যা জনগণ ও ব্যবসার জন্য বাস্তবিক স্বস্তি আনতে পারত। 

এতে আরও বলা হয়, বাজেটের থিম একটি ন্যায়সঙ্গত ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গঠন। কিন্তু এর সঙ্গে কিছু রাজস্ব ব্যবস্থা সাংঘর্ষিক।

সিপিডি আশা করে, অর্থ উপদেষ্টা বাজেটের কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব, বিশেষ করে অঘোষিত আয় বৈধ করার মতো বিষয়গুলো পুনর্বিবেচনা ও সংশোধন করবেন। এই কঠিন সময়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন।

মৃত্তিকা/পপি/

রংটং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৩:০৬ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম
রংটং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

ঈদযাত্রায় রং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয় জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক সময় দেখা যায় ফিটনেসবিহীন গাড়িগুলো মালিক ভাইয়েরা রংচং করে রাস্তায় নামান। রংটং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায় একজন ড্রাইভার রাজশাহীতে একটা গাড়ি নিয়ে গেলে সেখান থেকে আবার সঙ্গে সঙ্গে চলে আসতে হয়। আমরা তাদের বলেছি চালকদেরকে যেন পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব ছুটি বাতিল করা হয়েছে। ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য রয়ে গেছেন। কোথাও কোনো ধরনের সমস্যা যেন না হয় এ বিষয়ে আমরা এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সজাগ রয়েছে। পুলিশের জন্য আমরা শুধু জরুরি ছুটিটি রেখেছি, বাকি সব ছুটি বাতিল করা হয়েছে।’

তপন/পপি/