
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও উন্মুক্ত বয়সসীমা প্রত্যাশী শিক্ষার্থীরা। সমাবেশে ৩৫ প্রত্যাশীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করায় তার প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছেন। এছাড়া বয়সসীমা ৩৫ বাস্তবায়নে সাত দিনের আলটিমেটাম বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা।
রবিবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এ ঘোষণা দেন তারা।
এসময় ৩৫ প্রত্যাশী আন্দোলনের অন্যতম সংগঠক রাসেল আল মাহমুদ বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিচ্ছি। আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয়, আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সরকারের সিদ্ধান্তের আলোকে আমরা ওইদিন সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
এদিকে ওই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২১ ডিসেম্বর ৩৫ বাস্তবায়নে মহাসমাবেশ করবেন আন্দোলনকারীরা। বিষয়টি নিশ্চিত করে ৩৫ প্রত্যাশী আন্দোলনের অন্যতম নেতা আল-আমিন রাজু সন্ধ্যায় খবরের কাগজকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে আন্দোলন করে আসছি। ৩০ নভেম্বর পর্যন্ত আমরা সরকারকে আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে দাবি পূরণ না হলে আমরা ওইদিন মশাল মিছিল করব। এর পরেও যদি দাবি মানা না হয় ২১ ডিসেম্বর দাবি বাস্তবায়ন মহাসমাবেশ করা হবে।’
এর আগে রবিবার সকাল থেকে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। সেখানে সমাবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়। পরে আন্দোলনকারীরা শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশ করেন।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তিতে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের কথা জানানো হয়।
ওই বৈঠকে বিসিএসে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবে। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। ওইদিন সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্ত প্রত্যাখান করে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
আরিফ জাওয়াদ/মাহফুজ/এমএ/