ঢাকা ৩০ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
English
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে আলটিমেটাম

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম
আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে আলটিমেটাম
শাহবাগে চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও উন্মুক্ত বয়সসীমা প্রত্যাশী শিক্ষার্থীরা সমাবেশ করছে। ছবি: খবরের কাগজ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও উন্মুক্ত বয়সসীমা প্রত্যাশী শিক্ষার্থীরা। সমাবেশে ৩৫ প্রত্যাশীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করায় তার প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছেন। এছাড়া বয়সসীমা ৩৫ বাস্তবায়নে সাত দিনের আলটিমেটাম বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা।

রবিবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এ ঘোষণা দেন তারা।

এসময় ৩৫ প্রত্যাশী আন্দোলনের অন্যতম সংগঠক রাসেল আল মাহমুদ বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিচ্ছি। আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয়, আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সরকারের সিদ্ধান্তের আলোকে আমরা ওইদিন সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

এদিকে ওই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২১ ডিসেম্বর ৩৫ বাস্তবায়নে মহাসমাবেশ করবেন আন্দোলনকারীরা। বিষয়টি নিশ্চিত করে ৩৫ প্রত্যাশী আন্দোলনের অন্যতম নেতা আল-আমিন রাজু সন্ধ্যায় খবরের কাগজকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে আন্দোলন করে আসছি। ৩০ নভেম্বর পর্যন্ত আমরা সরকারকে আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে দাবি পূরণ না হলে আমরা ওইদিন মশাল মিছিল করব। এর পরেও যদি দাবি মানা না হয় ২১ ডিসেম্বর দাবি বাস্তবায়ন মহাসমাবেশ করা হবে।’

এর আগে রবিবার সকাল থেকে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। সেখানে সমাবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়। পরে আন্দোলনকারীরা শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশ করেন।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তিতে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের কথা জানানো হয়। 

ওই বৈঠকে বিসিএসে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবে। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। ওইদিন সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্ত প্রত্যাখান করে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

আরিফ জাওয়াদ/মাহফুজ/এমএ/

 

পরিবার পরিকল্পনা ক্যাডার পুনর্গঠনের দাবি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম
পরিবার পরিকল্পনা ক্যাডার পুনর্গঠনের দাবি

বিসিএস পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডারের সদস্যদের নিয়ে ‘বাংলাদেশ পরিবার কল্যাণ সার্ভিস’ নামে একটি স্বতন্ত্র সার্ভিস গঠন করার দাবি জানিয়েছে বিসিএস পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশন। পাশাপাশি জনপ্রশাসন সংস্কার পরিকল্পনায় বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডার সার্ভিস পুনর্গঠনের কোনো সুপারিশ না থাকায় হতাশা প্রকাশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিসিএস পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ দাবি জানায়।

বিবৃতিতে জানানো হয়, অন্যান্য সাধারণ ক্যাডারের মতো এই ক্যাডার সার্ভিসের কাঠামোগত সংস্কার ও উন্নয়নমূলক পরিবর্তনের প্রত্যাশা থাকলেও কমিশনের প্রতিবেদনে এ বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই।

বিবৃতিতে উল্লেখ করা হয়, পরিবার পরিকল্পনা ক্যাডার দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য এবং পুষ্টি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাই এই খাতে নেতৃত্বদানকারী ক্যাডারের ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া জরুরি।
একটি স্বতন্ত্র সার্ভিস গঠন করার দাবি জানিয়ে সংগঠনটি জানায়, এটা সম্ভব না হলে এই ক্যাডার কর্মকর্তাদের অন্য কোনো সাধারণ ক্যাডারের সঙ্গে একীভূত করা হোক।

বিবৃতিতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অফিসপ্রধানের পদমর্যাদা পুনর্নির্ধারণ, ব্যাচভিত্তিক পদোন্নতি নিশ্চিত করা এবং সার্ভিস লেন্থ অনুযায়ী গ্রেড উন্নীতকরণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদবি থেকে পরিবার পরিকল্পনা শব্দটি বাদ দেওয়া, সিলেকশন গ্রেড পুনর্বহাল করা, বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের জন্য পৃথক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সঙ্গে প্রাইমারি হেলথ কেয়ার কার্যক্রম সংযুক্ত করার দাবি জানানো হয়েছে।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা আছে

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম
ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা আছে
দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ প্রস্তুত করে সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে এবং এরপর এ বছরের ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) প্লেনারি সেশনে এ কথা বলেন। সিএনএনের সাংবাদিক বেকি এন্ডারসন ওই সেশনটি পরিচালনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রথম দায়িত্ব হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। তারপর দেশ, সমাজ ও প্রতিষ্ঠানগুলোকে পুনরায় তৈরি করা। এগুলো করার জন্য আমাদের সংস্কারের মতো প্রক্রিয়া হাতে নিতে হয়েছে। আমরা ১৫টি সংস্কার কমিশন গঠন করেছি। কমিশনগুলো তাদের সুপারিশ ইতোমধ্যে দিয়েছে। এখন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সুপারিশগুলো নিয়ে আলোচনা করব।’ তিনি আরও বলেন, ‘আমার কাজ যখন শেষ হয়ে যাবে, তখন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। আমি যে কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করি, সেই কাজেই ফিরে যাব।’

সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের এক একটি টুকরো গেঁথে নতুন করে তৈরি করতে হবে। যেমন- আমাদের ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। ব্যাংক থেকে ১৬ বিলিয়ন ডলার চুরি করা হয়েছে। বছরে ১৭ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়। অর্থনীতি ভেঙে পড়েছিল, আমাদের নতুন করে সেগুলো করতে হয়েছে, রিজার্ভ ছিল নিম্নমুখী।’

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কাছ থেকে কোনো সাড়া মিলেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। হত্যা, গুম, নির্যাতন, কীভাবে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের গুলি করে মারা হয়েছে, সবকিছু প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। সবকিছু রেকর্ডে আছে এখন। সুতরাং আমাদের এখন কারও কাছে গিয়ে কী কী হয়েছে জানানোর প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের সুপারিশগুলো নিয়ে কাজ করব, যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা বিশ্বের কাছ থেকে ব্যাপক সহায়তা পেয়েছি। সবাই আমাদের আশ্বস্ত করেছেন সহায়তা করার। তারা আমাদের সঙ্গে মিলে নতুন বাংলাদেশ গড়তে চান। পুরো দেশ ধ্বংস করে দেওয়া হয়েছে, বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। আমরা সেগুলো ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু প্রক্রিয়া অনেক জটিল।’

ইংরেজি ভাষাতেও মিলবে ৯৯৯ সেবা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম
ইংরেজি ভাষাতেও মিলবে ৯৯৯ সেবা
জাতীয় জরুরি সেবা-৯৯৯

জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বর বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও সেবা দেওয়া শুরু করেছে। মোবাইল কিংবা ল্যান্ডফোন থেকে ফোন করে এই সেবা নিতে পারবেন বাংলাদেশে অবস্থিত বিদেশি নাগরিকরাও। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরের প্রধান ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি বা বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা এখন বাংলাদেশের মোবাইল অপারেটরদের সিম বা ল্যান্ডফোন ব্যবহার করে ইংরেজি ভাষায় ৯৯৯-এ কল করে জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। 

এতে আরও বলা হয়, পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১২ জানুয়ারি থেকে এই সেবাটি চালু হয়েছে। ইংরেজি ভাষাভাষী জরুরি সেবাপ্রার্থীদের সহায়তার জন্য প্রতিদিন তিনটি ডিউটি শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক বরাদ্দ করা হয়েছে। ৯৯৯ নম্বরে ডায়াল করার পর ইংরেজি ভাষায় সেবা পেতে ২ চাপতে হবে। 

উল্লেখ্য, ২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বর। বাংলাদেশ পুলিশ দ্বারা পরিচালিত একটি জাতীয় জরুরি হেল্পডেস্কের অধীনে পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসসংক্রান্ত পরিষেবাগুলো দেওয়া হয়।

এনআইওএইচসি সভাপতির দায়িত্ব নিল নৌবাহিনী

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৯ পিএম
এনআইওএইচসি সভাপতির দায়িত্ব নিল নৌবাহিনী
নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের (এনআইওএইচসি) সভাপতির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের (এনআইওএইচসি) সভাপতির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। 

গত ১১-১৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এনআইওএইচসির ২৪তম সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর দুই সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। 

আইএসপিআর জানায়, এই সভায় বাংলাদেশ ছাড়াও কমিশনের সদস্যরাষ্ট্র মিসর, ভারত, ইন্দোনেশিয়া, মায়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের পাশাপাশি ছয়টি সহযোগী সদস্যরাষ্ট্র ও তিনটি পর্যবেক্ষক দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় হাইড্রোগ্রাফি কর্মকাণ্ডের মানোন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, সুনীল অর্থনীতি প্রসারে হাইড্রোগ্রাফির ভূমিকা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নিরাপদ নৌচলাচলে হাইড্রোগ্রাফির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়াও সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১৪ (জলজ জীবন) অর্জনে হাইড্রোগ্রাফির ভূমিকা বিষয়ে আলোচনা হয়। 

আইএসপিআর আর জানায়, কমিশনের ২৪তম সভার সমাপনী দিনে সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ সালের জন্য থাইল্যান্ড নৌবাহিনীর কাছ থেকে এনআইওএইচসির সভাপতির দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী। এনআইওএইচসির সভাপতি হিসেবে বাংলাদেশ নৌবাহিনী নির্বাচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, নিরাপদ ও কার্যকর নৌপরিবহন নিশ্চিত করতে হাইড্রোগ্রাফিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

অপারেশন ডেভিল হান্ট: পাঁচ দিনে গ্রেপ্তার ৩৪১৫

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম
অপারেশন ডেভিল হান্ট: পাঁচ দিনে গ্রেপ্তার ৩৪১৫
খবরের কাগজ গ্রাফিকস

অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত) আরও ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিনের অভিযানে মোট ৩ হাজার ৪১৫ জনকে গ্রেপ্তার করা হলো। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে বৃহস্পতিবার ৫৬৬ জন এবং নিয়মিত মামলার অভিযানে আরও ১ হাজার ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্টের অভিযানে এ সময় জব্দ করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছোরা ও একটি রামদা।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ডেভিল হান্ট অভিযানে গতকাল বুধবার ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়। তার আগে মঙ্গলবার ৬০৭ জন, সোমবার ৩৪৩ জন ও রবিবার গ্রেপ্তার করা হয় ১ হাজার ৩০৮ জনকে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

ময়মনসিংহ: ময়মনসিংহে ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন। 

তিনি বলেন, জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ টি এম মনিরুল হাসান টিটুও রয়েছেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে জেলায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১২ জন ও বিভিন্ন মামলার অভিযুক্ত ৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) আরও সাতজন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার এসএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। 

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাই (ঢাকা): ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানার পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে পাঠানোর সময় তাদের স্বজনরা থানা প্রাঙ্গণে আসেন এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

এ ছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকায় এক আওয়ামী লীগ নেতাকে ও সিংড়া উপজেলা পৌর শহরের শোলাকুড়া এলাকা থেকে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে চাঁদপুর সদর উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মাগুরার শালিখায় আল আমিন কাজী নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, বন্দুকের গুলি, ১২টি রামদা, ১টি চায়নিজ কুড়াল জব্দ করা হয়েছে।