
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে আন্দোলনরত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসসহ গ্রেপ্তার হওয়া অন্যান্য সনাতন ধর্মাবলম্বীরা যেন ন্যায়বিচার পান, সে বিষয়ে অনুরোধ জানিয়েছে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) বাংলাদেশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক চিঠিতে এ আবেদন জানানো হয়।
এতে বলা হয়, ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং বাংলাদেশের নাগরিক হিসেবে চিন্ময় কৃষ্ণ দাস এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। একজন নাগরিক হিসেবে তার মতপ্রকাশের স্বাধীনতা এবং অন্যদের এই অধিকার রক্ষায় অনুপ্রাণিত করার অধিকার সুরক্ষিত হওয়া প্রয়োজন।’
এতে আরও বলা হয়, ‘তার প্রতি ন্যায়সঙ্গত আচরণ বাঞ্ছনীয়। দেশের নাগরিক হিসেবে চিন্ময় কৃষ্ণ দাসসহ সনাতনীরা ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন এবং তাদের প্রতি যেকোনো ধরনের বৈষম্যমূলক আচরণ যেন না করা হয়, সেই বিষয়টি আমরা জোরালোভাবে তুলে ধরছি।’
সনাতন সম্প্রদায়ের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলার নিন্দা জানিয়ে ইসকন বাংলাদেশের তাদের চিঠিতে বলছে, ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সনাতনী সম্প্রদায়ের শান্তিপূর্ণ জীবনধারা রক্ষায় প্রশাসনসহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
চিঠিতে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলা হয় ‘দেশের সনাতন সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা, সংখ্যালঘুদের সংবিধান অনুযায়ি সুরক্ষা দেওয়া এবং সমাজে পূর্ণাঙ্গ ও বাধাহীন অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানাই অন্তর্বর্তী সরকারের প্রতি।’
জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্টদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এর আদালত এই আদেশ দেন।
এর আগে সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। পরে তাকে নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। এ ঘটনায় রাজধানীসহ চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর ও দিনাজপুর, ময়মনসিংহসহ সারাদেশে বিক্ষোভ করেছেন সনাতনীরা। এসব সমাবেশে হামলার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে৷
জয়ন্ত সাহা/সুমন/অমিয়/