ঢাকা ২ ফাল্গুন ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
English
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

চট্টগ্রামে চিন্ময় সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আইনজীবী নিহত

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম
চট্টগ্রামে চিন্ময় সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আইনজীবী নিহত
নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় আদালত এলাকায় তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) লোহাগাড়ার চুনতির জামাল উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক। 

তিনি বলেন, ‘ইসকনের হামলায় আমাদের সহকর্মী অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন।’

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. তসলিম উদ্দিন বলেন, ‘সাইফুল ইসলাম নামে এক আইনজীবীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘ইসকনের সদস্যরা আলিফকে গলির ভেতরে টেনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। আমরা আগামীকাল কোর্ট কার্যক্রম থেকে বিরত থাকব। আমরা তাদের এমন সন্ত্রাসী তাণ্ডবের নিন্দা জানাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ বলেন, ‘এই মুহূর্তে পরিস্থিতি থমথমে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। একজন আইনজীবী নিহত হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত এখন বলতে পারছি না।’

এর আগে, দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানির পর ইসকন নেতাকে বহনকারী পুলিশের প্রিজনভ্যান আটকে বিক্ষোভ করেন সনাতনীরা। তারা প্রায় তিন ঘণ্টা প্রিজনভ্যান আটকে রাখার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

মনির/সাত্তার/সালমান/ 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শনিবার

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শনিবার
ছবি: বাসস

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে।

কমিশনের সদস্য সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বৈঠকে অংশ নেবেন।

এই কমিশনের মেয়াদ ছয় মাস। কমিশন নির্বাচনকে সামনে রেখে পুলিশের কার্যক্রমসহ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে।

এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়। কমিশনের কার্যালয় সরকার নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।

সূত্র: ইউএনবি

সিফাত/

অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ১৪৫৭

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম
অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ১৪৫৭
প্রতীকী ছবি

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ৯৪৮ জনসহ মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, ২৪ ঘণ্টায় একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, ১০টি রামদা, একটি চাইনিজ ছুরি, একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, দুইটি চাইনিজ চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি কাঠের বাটযুক্ত দা, চারটি ধামা ও দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত কুড়াল উদ্ধার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে।

সুমন/ 


 
 
 

 

ড. ইউনূসকে ডি.লিট ডিগ্রি দেবে চবি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ পিএম
ড. ইউনূসকে ডি.লিট ডিগ্রি দেবে চবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডক্টরেট অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি দেওয়া হবে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি. লিট. সম্মাননার মধ্য দিয়ে চবি শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে।’ 

উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, ‘‘আমি প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেছি। দুইজন সিন্ডিকেট সদস্য এবং দুইজন উপ-উপাচার্য আমার সঙ্গে ছিলেন। আমরা প্রধান উপদেষ্টার কাছে কিছুই চাইনি। আমরা সেখানে গিয়ে শুধু একটা কথাই বলেছি তা হলো, ‘আপনাকে যথাযোগ্য সম্মান দিয়ে আমাদের ক্যাম্পাসে নিয়ে যেতে চাই এবং সেখানে একটি সমাবর্তনের মাধ্যমে আপনাকে ডি. লিট সম্মাননা দিতে চাই।’’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনে খুশি হয়েছেন। এ বিশ্ববিদ্যালয় নিয়ে ওনার একটা আলাদা ভালো লাগা কাজ করে। তিনি আমাদের কথায় রাজি হয়েছেন। আমরা দুই ধরনের সমাবর্তনের কথা উনাকে জানিয়েছিলাম। একটি প্রধান উপদেষ্টাকে পুরস্কৃত করার মাধ্যমে। আরেকটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে যে সমাবর্তন হয় সেটা। তিনি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের নিয়ে যে সমাবর্তনটি হয়, সেটাকেই প্রাধান্য দিয়েছেন।’

উপাচার্য আরও বলেন, ‘তিনি রাজি হয়েছেন, আমরা কাজ শুরু করে দিয়েছি। এ বিষয়ে বেশ কিছু কমিটিও তৈরি করা হয়েছে।’ 

সুমন/

যেমন থাকবে শনিবারের আবহাওয়া

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
যেমন থাকবে শনিবারের আবহাওয়া
ছবি: খবরের কাগজ

সারা দেশে শনিবার (১৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বর্ধিত ৫ দিনের পরে সারা দেশে তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

সুমন/

শেখ হাসিনার বিচার না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না: ড. ইউনূস

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
শেখ হাসিনার বিচার না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না: ড. ইউনূস
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয় হবে না। সাবেক প্রধানমন্ত্রী ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে। তাদের আইনের মুখোমুখি করা হবে।’

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ড. ইউনূস বলেন, ‘তার (শেখ হাসিনা) বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে। এ ছাড়া জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানেও তার বিভিন্ন অপরাধের তথ্য রয়েছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা যা করেছেন, জাতিসংঘের প্রতিবেদন আমাদের জন্য একটি প্রমাণ। শেখ হাসিনা ও তার আমলের সব অপরাধের তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ।’

ড. ইউনূস বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে। আর এটা না করলে বাংলাদেশের জনগণ আমাদের (অন্তর্বর্তী সরকার) ক্ষমা করবে না। ইতোমধ্যে আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি। এটি অব্যাহত থাকবে। তাকে (শেখ হাসিনা) আমরা আইনের আওতায় আনব। আর এটা হতেই হবে।’

সিফাত/