
ছয় দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করেছে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সহস্রাধিক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি পূরণে সমাবেশে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। এছাড়া ২২ ডিসেম্বরের আগ মুহুর্তে লাগাতার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় খবরের কাগজকে পরবর্তী কর্মসূচি সম্পর্কে নিশ্চিত করেন বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের মহাসচিব রিপন শিকদার।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা আমাদের ছয় দফা দাবি পূরণে লাগাতার কর্মসূচি পালন করে আসছি। শুক্রবার আমরা শহিদ মিনারে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসমাবেশ পালন করেছি। সমাবেশে দাবি পূরণে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এসময়ের মধ্যে দাবি পূরণ না করা হলে আমাদের কর্মসূচি চলমান থাকবে।
লাগাতার কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে রিপন শিকদার বলেন, ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যেও যদি দাবি পূরণ না হয়, আগামী ৮ ও ১০ ডিসেম্বর সারাদেশে একযোগে ১ঘণ্টার কর্মবিরতি এবং ১৮ ডিসেম্বর ২ ঘণ্টা কর্মবিরতি। এর মধ্যে যদি দাবি পূরণে ইতিবাচক সাড়া না পাই, তাহলে ২২ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে দুপুর ২টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হতে থাকেন, পরে বিকেল সাড়ে ৫টায় সাত দিনের আল্টিমেটাম দিয়ে শহিদ মিনার ত্যাগ করেন তারা।
৬ দফা দাবিগুলো হলো মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দক্ষতা উন্নয়ন, মান নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একটি স্বতন্ত্র ‘মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি পরিদপ্তর’ গঠন, দেশের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে (আইএইচটি) মেডিকেল টেকনোলজি কলেজে রূপান্তর করে, ঢাকার আইএইচটিকে কেন্দ্র করে একটি স্বতন্ত্র মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষ বিষয়ভিত্তিক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রভাষক হতে অধ্যাপক পর্যন্ত বিভিন্ন পদে পদায়ন; মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড (দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ) বাস্তবায়ন করে ৫০ হাজার নতুন পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ।
গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নবম গ্রেডের পদ সৃষ্টি করে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন, বিএসসি ও এমএসসি কোর্সে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতা এবং স্কলারশিপ প্রদানসহ সব অনুষদে বিএসসি কোর্স চালু করে শিক্ষা ব্যবস্থায় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ।
আরিফ জাওয়াদ/মাহফুজ/