ঢাকা ২ ফাল্গুন ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
English
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

চিন্ময় দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে: জাতিসংঘে বাংলাদেশ

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৮:২৩ এএম
আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
চিন্ময় দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে: জাতিসংঘে বাংলাদেশ
জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের ১৭তম অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো.আরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেনেভায় জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের ১৭তম অধিবেশনে জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে ইসলাম বলেন, ‘আমরা অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে শ্রী চিন্ময় দাসের গ্রেপ্তারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করেছেন, তাকে আসলে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।’ 

বিষয়টি আদালত মাধ্যমে মীমাংসা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে, তখন আমরা অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদন এবং সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহলের ইচ্ছাকৃত ভুল তথ্য ও বিভ্রান্তির ছড়াছড়ি লক্ষ্য করছি। দুঃখজনকভাবে আমরা এই ফোরামেও এটি দেখেছি।’

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, বৈশ্বিক মিডিয়া এই ধরনের অনেক প্রোপাগান্ডা নাকচ করে দিয়েছে এবং অন্তর্বর্তী সরকার সরেজমিন পরিস্থিতি দেখার জন্য বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, ‘প্রত্যেক বাংলাদেশির, ধর্মীয় পরিচয় নির্বিশেষে, নিজ নিজ ধর্ম পালন করার বা স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়সহ প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মূল ভিত্তি।’

রাষ্টদূত ইসলাম বলেন, শীর্ষ নেতৃত্ব সংখ্যালঘু ধর্মীয় নেতাদের ধর্মের অধিকার বিষয়ে বারবার আশ্বস্ত করেছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনে বারবার প্রমাণ করেছে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে দুজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। 

রাষ্ট্রদূত বলেন, একজন মুসলিম আইনজীবীর সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সকল ধর্মের নেতাদের সমর্থন পরিস্থিতি শান্ত রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সাহায্য করেছে।

তিনি আরও বলেন, ‘আমাদের সরকার সজাগ রয়েছে এবং যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে তাৎক্ষণিকভাবে কাজ করে যাবে।’

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে ৫ আগস্টের পরের সহিংসতার মূলে ছিল রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ, সাম্প্রদায়িক নয়। এই সহিংসতা জনগণকে প্রভাবিত করেছে বেশিরভাগ ক্ষেত্রে দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে। তাদের প্রায় সকলেই মুসলিম, কেবল মুষ্টিমেয় কিছু অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর।

সংখ্যালঘুদের ওপর কোনো পরিককল্পিত আক্রমণ হয়নি উল্লেক করে তিনি বলেন, ‘বরং জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর বিশ্ব দেখেছে কীভাবে বাংলাদেশের গোটা সমাজ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য মেনে চসংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে এসেছে।’

তিনি বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের সব ধর্মের মানুষের কাছ থেকে অভূতপূর্ব ও নজিরবিহীন ম্যান্ডেট উপভোগ করছে। সূত্র: বাসস

অমিয়/

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শনিবার

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শনিবার
ছবি: বাসস

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে।

কমিশনের সদস্য সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বৈঠকে অংশ নেবেন।

এই কমিশনের মেয়াদ ছয় মাস। কমিশন নির্বাচনকে সামনে রেখে পুলিশের কার্যক্রমসহ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে।

এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়। কমিশনের কার্যালয় সরকার নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।

সূত্র: ইউএনবি

সিফাত/

অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ১৪৫৭

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম
অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ১৪৫৭
প্রতীকী ছবি

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ৯৪৮ জনসহ মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, ২৪ ঘণ্টায় একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, ১০টি রামদা, একটি চাইনিজ ছুরি, একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, দুইটি চাইনিজ চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি কাঠের বাটযুক্ত দা, চারটি ধামা ও দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত কুড়াল উদ্ধার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে।

সুমন/ 


 
 
 

 

ড. ইউনূসকে ডি.লিট ডিগ্রি দেবে চবি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ পিএম
ড. ইউনূসকে ডি.লিট ডিগ্রি দেবে চবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডক্টরেট অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি দেওয়া হবে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি. লিট. সম্মাননার মধ্য দিয়ে চবি শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে।’ 

উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, ‘‘আমি প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেছি। দুইজন সিন্ডিকেট সদস্য এবং দুইজন উপ-উপাচার্য আমার সঙ্গে ছিলেন। আমরা প্রধান উপদেষ্টার কাছে কিছুই চাইনি। আমরা সেখানে গিয়ে শুধু একটা কথাই বলেছি তা হলো, ‘আপনাকে যথাযোগ্য সম্মান দিয়ে আমাদের ক্যাম্পাসে নিয়ে যেতে চাই এবং সেখানে একটি সমাবর্তনের মাধ্যমে আপনাকে ডি. লিট সম্মাননা দিতে চাই।’’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনে খুশি হয়েছেন। এ বিশ্ববিদ্যালয় নিয়ে ওনার একটা আলাদা ভালো লাগা কাজ করে। তিনি আমাদের কথায় রাজি হয়েছেন। আমরা দুই ধরনের সমাবর্তনের কথা উনাকে জানিয়েছিলাম। একটি প্রধান উপদেষ্টাকে পুরস্কৃত করার মাধ্যমে। আরেকটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে যে সমাবর্তন হয় সেটা। তিনি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের নিয়ে যে সমাবর্তনটি হয়, সেটাকেই প্রাধান্য দিয়েছেন।’

উপাচার্য আরও বলেন, ‘তিনি রাজি হয়েছেন, আমরা কাজ শুরু করে দিয়েছি। এ বিষয়ে বেশ কিছু কমিটিও তৈরি করা হয়েছে।’ 

সুমন/

যেমন থাকবে শনিবারের আবহাওয়া

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
যেমন থাকবে শনিবারের আবহাওয়া
ছবি: খবরের কাগজ

সারা দেশে শনিবার (১৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বর্ধিত ৫ দিনের পরে সারা দেশে তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

সুমন/

শেখ হাসিনার বিচার না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না: ড. ইউনূস

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
শেখ হাসিনার বিচার না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না: ড. ইউনূস
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয় হবে না। সাবেক প্রধানমন্ত্রী ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে। তাদের আইনের মুখোমুখি করা হবে।’

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ড. ইউনূস বলেন, ‘তার (শেখ হাসিনা) বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে। এ ছাড়া জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানেও তার বিভিন্ন অপরাধের তথ্য রয়েছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা যা করেছেন, জাতিসংঘের প্রতিবেদন আমাদের জন্য একটি প্রমাণ। শেখ হাসিনা ও তার আমলের সব অপরাধের তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ।’

ড. ইউনূস বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে। আর এটা না করলে বাংলাদেশের জনগণ আমাদের (অন্তর্বর্তী সরকার) ক্ষমা করবে না। ইতোমধ্যে আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি। এটি অব্যাহত থাকবে। তাকে (শেখ হাসিনা) আমরা আইনের আওতায় আনব। আর এটা হতেই হবে।’

সিফাত/