ঢাকা ৩০ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
English
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

বেনাপোল সীমান্তে সন্ত্রাসী হামলা রোধে বিজিবির সতর্কতা জারি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ পিএম
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম
বেনাপোল সীমান্তে সন্ত্রাসী হামলা রোধে বিজিবির সতর্কতা জারি
বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি সর্তকতা জারি। ছবি: সংগৃহীত

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, অপতৎপরতা ও সন্ত্রাসী হামলা প্রতিহত করতে যশোরের বেনাপোলের পুটখালী, সাদিপুর, দৌলতপুর, রঘুনাথপুর, ধান্যখোলাসহ বিভিন্ন সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ বিষয়টি নিশ্চিত করেন।

সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে রক্ষায় এবং  সীমান্তের যেকোনো অনাকাঙ্ক্ষিত ও প্রাণহানিকর পরিস্থিতি এড়াতে অনুপ্রবেশ বন্ধে বিজিবি সদর দপ্তর থেকে ইতোমধ্যে যে নির্দেশনা দিয়েছে, তারই প্রেক্ষিতে সব ইউনিটকে বার্তা দেওয়া হয়েছে। বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। 

এর আগে বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ২ ডিসেম্বর দুপুরের দিকে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর করে বিজেপি সমর্থকরা। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়া হয়। এ কারণে বাংলাদেশ ও ভারতে বেশ উত্তেজনা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করেছে বিজিবি। 

একই দিনে বেনাপোলের ওপারে পেট্রাপোল  বন্দর এলাকায় বিজেপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসকন সদস্যরা। তারা বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধের হুমকি দিলেও তা কার্যকর হয়নি।

এদিকে সীমান্তে বসবাসরত জনসাধারণও বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্তে পাহারা দিচ্ছেন। জনগণও সতর্কতায় রয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবিলায়। 
বিজিবি সন্ধ্যার পর জনগণকে সীমান্ত এলাকায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে এবং সীমান্ত এলাকায় সড়কগুলোতে ও বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়িয়েছে।

নজরুল/তাওফিক/পপি/ 

আয়নাঘরের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে: উপদেষ্টা আসিফ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ পিএম
আয়নাঘরের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে: উপদেষ্টা আসিফ
‘তারুণ্য উৎসব ২০২৫’-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি: খবরের কাগজ

আয়নাঘর ও জুলাই মাসের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ আয়নাঘরে যে নৃশংসতা চালিয়েছে সেটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে। ফ্যাসিস্টদের সমর্থকরা তাদের এই অপকর্ম অস্বীকার করতে পারবে না। তবুও ফ্যাসিবাদের সমর্থকরা নির্লজ্জভাবে এটাকে অস্বীকার করছে। আয়নাঘরের নথি আন্তর্জাতিকভাবে প্রকাশ করা হবে।’

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে তিন দিনব্যাপী ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই মাসের নৃশংসতা নথিভুক্তকরণের প্রসঙ্গ উল্লেখ করে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘হত্যা ও গুমের মতো অপরাধ করে ক্ষমতায় অধিষ্ঠিত ফ্যাসিবাদী শক্তিগুলি জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনসাধারণের শত্রু হিসেবে স্থায়ীভাবে বিবেচিত হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফ জাওয়াদ/এমএ/

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের বিমান ভাড়া কমল

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম
সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের বিমান ভাড়া কমল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমান ভাড়া কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সৌদি আরব ও মালয়েশিয়াগামী শ্রমিকদের জন্য নতুন কর্মী ভিসা এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে ‘ওয়ার্কার ফেয়ার’ নামে টিকিট মূল্য হ্রাস করেছে। বর্তমানে কর ছাড়া বিমান ভাড়া সৌদি আরবের জেদ্দায় ৪৮০ ডলার (প্রায় ৫৮ হাজার টাকা, ডলারপ্রতি ১২১ টাকা ধরে), রিয়াদ ও দাম্মামে ৪০০ ডলার (প্রায় ৪৮ হাজার ৫০০ টাকা), মদিনায় যাওয়ার জন্য ৪৩০ ডলার (প্রায় ৫২ হাজার টাকা) নির্ধারণ করা ছিল। সেটি কমিয়ে এসব রুটের ভাড়া ৩৬০ ডলার (প্রায় ৪৩ হাজার ৫০০ টাকা) করা হয়েছে। অপরদিকে ঢাকা টু কুয়ালালামপুর রুটে ১৭৫ ডলারের (প্রায় ২১ হাজার টাকা) পরিবর্তে কমিয়ে ১৫০ ডলার (প্রায় ১৮ হাজার টাকা) করা হয়েছে।

এই ভাড়া আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত প্রযোজ্য হবে এবং যাত্রীকে বিএমইটি কার্ডধারী শ্রমিক হতে হবে।

সংশ্লিষ্টরা জানান, ‘ওয়ার্কার ফেয়ার’ নামের এই সুবিধা পেতে যাত্রীদের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি সত্যায়িত ভিসা থাকতে হবে। ওমরাহ, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারীরা এই বিশেষ ছাড় পাবেন না। এ ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোনো বিক্রয় কেন্দ্র, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনোনীত যেকোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তিথি/মাহফুজ

কীর্তনখোলায় ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৪ জন জাতীয় বার্নে

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম
কীর্তনখোলায় ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৪ জন জাতীয় বার্নে
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাদের এ হাসপাতালে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন রুবেল (২২), মানিক (৩০), মান্না (২৫) ও সম্পদ আলী (২৮)।

জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় বরিশালের কীর্তনখোলায় যমুনা অয়েলের একটি ডিপোতে তেল আনলোড করার সময় ট্রলারটিতে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় চারজন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্নের জরুরি বিভাগে আনা হয়।

ডা. শাওন বলেন, দগ্ধদের মধ্যে রুবেলের শরীরের ৬৫ শতাংশ, মানিকের শরীরের ৬০ শতাংশ, মান্নার শরীরের ৬৬ শতাংশ ও সম্পদ আলীর শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এইচডিইউতে ভর্তি করা হয়েছে। 

আপনার মতো ব্যক্তির কাছ থেকে শিখি, ড. ইউনূসকে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম
আপনার মতো ব্যক্তির কাছ থেকে শিখি, ড. ইউনূসকে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস।

সম্মেলনে যোগ দেওয়ায় ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনার উপস্থিতি এই সমাবেশকে আরও উজ্জ্বল করেছে। আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে শিখি।’

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয় নেতা ডব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মোহাম্মদ আল ওয়াইস বলেন, ‘ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে।’

তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আরব আমিরাতের স্বাস্থ্য খাতের উন্নতি এবং প্রধানতম রোগগুলো প্রতিরোধে দেশটির অগ্রগতিতে মুগ্ধ হওয়ার কথা জানান। 

তিনি ১০ লাখেরও বেশি বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য ইউএই সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

সালমান/

 

ঢাকা দক্ষিণের নতুন প্রশাসক শাহজাহান মিয়া

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৫ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম
ঢাকা দক্ষিণের নতুন প্রশাসক শাহজাহান মিয়া
মো. শাহজাহান মিয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহজাহান মিয়া। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজ দায়িত্বের অতিরিক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বও পালন করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মো. শাহজাহান মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। চীন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, ভারতসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।