বিকাল পাঁচটা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়কে শ্রমিকদের এই তাণ্ডব চলে। ছবি: খবরের কাগজ
গাজীপুর মহানগরীর সারাব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারখানা চালুর দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় সড়ক অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে এবং এক পর্যায়ে একটি মাল ভর্তি ট্রাক ও তিনটি বাসে অগ্নিসংযোগ করে তারা।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে চন্দ্রা-নবীনগর সড়কে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলের ছবি তুলতে গিয়ে দুই সংবাদকর্মী হামলার শিকার হন। পাশাপশি সড়ক অবরোধের কারণে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন ওই পথে চলাচলকারীরা।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গেল মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর দুইটায় শ্রীপুর এলাকায় সান সিটির মাঠে প্রতিষ্ঠানটির ৪২ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার জীবন ও জীবিকার সুরক্ষার স্বার্থে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণভাবে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতার বুধবার বিকালে শ্রমিকরা সানসিটি মাঠে আবারও সমাবেশ শুরু করে। এ সময় শ্রমিকদেরই একটি পক্ষ চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে গাছের গুড়ি, কাঠের লাকড়ি রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয়।
উত্তেজিত শ্রমিকরা সড়কের চলাচলরত অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে। এক পর্যায়ে একটি মাল ভর্তি ট্রাক ও তিনটি বাসে অগ্নিসংযোগ করে। বিকাল পাঁচটা পর্যন্ত শ্রমিকদের এই তাণ্ডব চলে। সড়ক অবরোধের খবর সংগ্রহ করতে গেলে দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি আবু সাইদ এবং বাংলা ভিশনের চিত্র সাংবাদিক আমির হোসেন হামলার শিকার হন। শ্রমিকরা তাদের একটি মোটরসাইকেল ভাংচুর করে।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের প্রথমে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোমরা-নবীনগর সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে এর আগে বিভিন্ন সময়ে কয়েক দফায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সর্বশেষ গত ২১ ডিসেম্বর বিক্ষোভে শ্রমিকদের কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তারা আর কোনো বিক্ষোভ না করে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় দাবি আদায়ে গণসমাবেশের আয়োজন করেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধের কারণ হিসেবে, কারখানাগুলোতে ক্রয়াদেশ না থাকা ও ব্যাংকে ঋণখেলাপি থাকায় প্রতিষ্ঠান পরিচালনা সম্ভব হচ্ছে না বলে জানায় সরকার।
পলাশ/সিফাত/