ঢাকা ৮ মাঘ ১৪৩১, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

উপস্থিতি ছাড়া ভিসা দিতে নারাজ দিল্লিতে ৪ ইউরোপীয় মিশন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পিএম
উপস্থিতি ছাড়া ভিসা দিতে নারাজ দিল্লিতে ৪ ইউরোপীয় মিশন
পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশি শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতি ছাড়া ভিসা দিতে রাজি হয়নি দিল্লিতে চার ইউরোপীয় মিশন। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম।

ব্রিফিংয়ে জানানো হয়, দিল্লিতে অবস্থিত ইউরোপের চার দেশের কাছে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য বিকল্প ব্যবস্থার অনুরোধ করা হয়েছিল। তবে সশরীরে উপস্থিতি ছাড়া তারা ভিসা দিতে অপারগতা প্রকাশ করেছেন। ইউরোপের অধিকাংশ দেশের দূতাবাস দিল্লিতে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা বর্তমানে ভারতের ভিসা না পেয়ে বিপাকে পড়েছেন। তবে ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৩টি দূতাবাস ঢাকায় রয়েছে। উচ্চশিক্ষার জন্য ইউরোপ যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা অন্য দেশের পাশাপাশি ফিনল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল ও গ্রিস- এই ৪ দেশের ভিসার জন্য আবেদন করেছেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকার বিষয়ে ব্রিফিংয়ে মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশই তাদের ভিসা প্রক্রিয়া উন্নতকরণের লক্ষ্যে ভিসা বন্ধ রাখেন। আমিরাত সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। সে দেশে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হবে। ইতোমধ্যে ৫০ হাজার বাংলাদেশি সাধারণ ক্ষমার আওতায় সেখানে বৈধকরণ হয়েছেন। শেষ সময়ের আগে আরও বাংলাদেশি সাধারণ ক্ষমার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে। এরপর হয়তো নতুন করে বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু করতে পারে।

কর কর্মকর্তা ফয়সাল ও তার স্ত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম
কর কর্মকর্তা ফয়সাল ও তার স্ত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
কাজী আবু মাহমুদ ফয়সাল

অবৈধ উপায়ে ১৭ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৩১৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব ও অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার স্ত্রী আফসানা জেসমিনসহ পরিবারের ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাকি আসামিরা হলেন ফয়সালের শ্যালক আফতাব আলী, শাশুড়ি মমতাজ বেগম, শ্বশুর আহম্মেদ আলী, ফয়সালের ভাই কাজী খালিদ হাসান, মামাশ্বশুর শেখ নাসির উদ্দিন, খালাশাশুড়ি মাহমুদা হাসান, শ্যালিকা ফারহানা আফরোজ, খালা রওশন আরা খাতুন, বোন ফারহানা আক্তার, মা কারিমা খাতুন, ঘনিষ্ঠ আত্মীয় খন্দকার হাফিজুর রহমান ও কাজী নূর-ই আলম ছিদ্দিকী।

বুধবার (২২ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন উপপরিচালক গোলাম মাওলা। 

দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আসামিদের বিরুদ্ধে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও দখলে রেখে অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন ও ছদ্মাবৃত্ত করার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে।’

গত বছরের জুনে ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। এরপর একই বছর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা-নারায়ণগঞ্জে ৫ কাঠার দুটি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে ১০ কাঠার প্লট জব্দ এবং ৮৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩২

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১০:১০ পিএম
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩২
খবরের কাগজ গ্রাফিকস

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ভর্তিদের মধ্যে বরিশালে ৫, চট্টগ্রামে ৬, ঢাকা বিভাগে ৬, ঢাকা উত্তরে ১, ঢাকা দক্ষিণে ৯, খুলনায় ১, ময়মনহিংহে ৩ ও রাজশাহীতে ১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ জন। 

২০২৪ সালে দেশে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। 

আগামী ২০ বছর দেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে: উপদেষ্টা নাহিদ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম
আগামী ২০ বছর দেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে: উপদেষ্টা নাহিদ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের ফলস্বরূপ আগামী দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ব্যাপক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে।’

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্বদানকারী নাহিদ বলেন, অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সব উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়।

তিনি বলেন, ‘দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে, তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে।’

ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালনকারী নাহিদ বলেন, ‘তারা (তরুণ) দায়িত্ব গ্রহণ করতে ও ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে প্রস্তুত।’

তিনি আশা প্রকাশ করেন, তাদের ওপর অর্পিত জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় সারা দেশে প্রায় দুই মাসব্যাপী তারুণ্যের উৎসব, ২০২৫ উদযাপনের প্রাক্কালে নাহিদ এ সাক্ষাৎকার দিয়েছেন।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক এই উৎসবের লক্ষ্য ঐক্য গড়ে তোলা এবং স্থানীয় বীর ও পরিবর্তনের কারিগরদের অবদানকে সমর্থন করার পাশাপাশি সামনে নিয়ে এসে সহযোগিতার নীতি প্রচার করা।

তথ্য উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদ উৎখাতের জন্য ২০২৪ সালে তরুণদের ত্যাগ ও প্রতিরোধ কেবল বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ স্থাপন করেছে।’

নাহিদ আরও বলেন, ‘সরকার তরুণদের সঙ্গে কাজ করতে এবং তাদের রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায়।’

তিনি বলেন, ‘আমরা নিজেরাই সেই তরুণ সমাজের প্রতিনিধি। আমরা তরুণ প্রজন্মকে এমন একটি রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই, যারা ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’

তিনি বলেন, ‘ঐতিহাসিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ছাত্ররা অব্যাহতভাবে নেতৃত্বদানে ভূমিকা পালন করে জাতিকে এগিয়ে নিয়ে গেছে এবং ২০২৪ বিপ্লব দীর্ঘদিনের এই উত্তরাধিকারের সর্বশেষ উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে।’

উপদেষ্টা বলেন, ‘বিশ্বজুড়ে মানুষ আশা করছে যে, বাংলাদেশি তরুণরা গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্যমুক্ত সমাজ গঠন ও মানবিক মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

নাহিদ বলেন, ‘তরুণদের কর্মসংস্থানের বিষয়টি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং তাই সরকার গণ-অভ্যুত্থানের আহ্বানের সঙ্গে সংগতিপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

তিনি স্মরণ করিয়ে দেন যে, চাকরি ও কর্মসংস্থান-সম্পর্কিত দাবির মাধ্যমে এই গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল।

নাহিদ বলেন, ‘সঠিক শিক্ষাব্যবস্থার অভাবে বিগত ১৬ বছরে জাতি সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য পতন প্রত্যক্ষ করেছে এবং তাই সরকারকে দেশের শিক্ষা খাতের উন্নতির দিকেও মনোযোগ দিতে হবে।’

পাকিস্তানি নম্বর থেকে বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম
পাকিস্তানি নম্বর থেকে বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি
ছবি: সংগৃহীত

‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোমফেরত একটি উড়োজাহাজে বোমা বা বিস্ফোরক দ্রব্য আছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে।’ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কন্ট্রোল রুমে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এই মেসেজ দেওয়া হয়। তবে অবতরণের পর অভিযান চালিয়ে শঙ্কাজনক কোনো কিছুই পাওয়া যায়নি।

বুধবার (২২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এসব তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বিস্ফোরক থাকার তথ্য প্রথম আসে এপিবিএনের কাছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আমরা এ খবর পাই। সেখান থেকে অপারেশন কন্ট্রোল রুমে জানানো হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করি। আমি এয়ার চিফকে বিষয়টি জানানোর পর পরই সেখান থেকে সব ধরনের সহযোগিতা পেয়েছি। সকাল ৯টা ২০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানটিকে নিরাপদ দূরত্বে নিয়ে আমরা যাত্রীদের কোনো প্রকার লাগেজ বা হ্যান্ডব্যাগ ছাড়াই বিমান থেকে নামিয়ে নিয়ে আসি। পরে তল্লাশি চালানোসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে যখন আমরা নিশ্চিত হতে পেরেছি যে কিছুই নেই, তখন যাত্রীদের তাদের ব্যাগ ও লাগেজ বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক যাত্রী সহযোগিতা করেছেন। তাদের কোনো কিছু খোয়া যায়নি। খুব সুন্দরভাবে এই কার্যক্রম আমরা পরিচালনা করেছি।’

তিনি বলেন, এভিয়েশন সিকিউরিটি ফোর্সসহ বিমানবন্দরে কর্মরত অন্য সব সংস্থা অত্যন্ত আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে কাজ করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এটিকে আমরা হুমকি বলছি না। আমাদের কাছে তথ্য এসেছিল। এপিবিএনের কন্ট্রোল রুমে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এই মেসেজ দেওয়া হয়। সম্ভাব্য লাগেজের ছবিও পাঠায় ওই নম্বর থেকে। আমাদের সঙ্গে খুদে বার্তায় কথা হয়, তবে কল দিলে অপর প্রান্ত থেকে কল রিসিভ করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের তথ্য দিয়ে আমাদের একদিকে ব্যস্ত রেখে অন্যদিকে কেউ যেন কোনো অঘটন ঘটাতে না পারে, সে কারণে বিমানবন্দরজুড়ে রেড অ্যালার্ট জারি ছিল। এ সময় ইমিগ্রেশন-কাস্টম সবকিছুই সচল ছিল। বিমান ওঠানামাও স্বাভাবিক ছিল। আমরা আমাদের এই বিমানবন্দরকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, সিকিউরিটি প্রসিডিউর অনুযায়ী উড়োজাহাজটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামানো হয় এবং সব যাত্রী ও ব্যাগেজসহ এয়ারক্রাফট তল্লাশি করা হয়। নিরাপত্তা তল্লাশিতে কোনো কিছু না পাওয়ায় ‘সিকিউরিটি থ্রেট ক্লিয়ার’ ঘোষণা করা হয় দুপুর সাড়ে ১২টায়। এরপর যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে বেলা দেড়টার মধ্যে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ছাড়েন। বিমানবন্দরে অবস্থানের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে যাত্রীদের দুপুরের খাবারসহ সর্বোচ্চ সেবা দেওয়া হয়।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ঢাকার উদ্দেশে ইতালির রোম থেকে ছেড়ে আসা বাংলাদেশি এক ফ্লাইটে বিস্ফোরক দ্রব্য আছে বলে বুধবার সকালে তথ্য আসে। পরে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা যাত্রীদের নিরাপদে বের করে আনেন। সেই সঙ্গে বিমানে তল্লাশি চালানো হয়। প্রায় ৬ ঘণ্টা এই অভিযান চললেও কিছু পাওয়া যায়নি।

সরকারকেও স্বচ্ছতা-জবাবদিহিতার অধীন আনা হবে: আইসিটি সচিব

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম
সরকারকেও স্বচ্ছতা-জবাবদিহিতার অধীন আনা হবে: আইসিটি সচিব
ছবি: সংগৃহীত

ডজনের বেশি নতুন সঙ্গা যুক্ত করে এবং ৪টি অপরাধকে অজামিনযোগ্য করে হালনাগাদ করা হলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫। রহিত করা হয়েছে বিতর্কিত ৯টি ধারা। জনপরিসরে আপত্তির প্রতি সম্মান জানিয়ে এই আইন থেকে বুলিংকে বাদ দেওয়া হয়েছে। এতে সরকারকেও স্বচ্ছতা ও জবাবদিহিতার অধীনে আনার পাশাপাশি অধ্যাদেশের ২৫ এর ৩ এ নারী ও শিশু সাইবার অপরাধকে শাস্তিযোগ্য করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) আইসিটি বিভাগের সচিবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। 

তিনি বলেন, টিআইবিসহ বিভিন্ন নাগরিক সমাজের পরামর্শে সাইবার সুরক্ষা অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার পর এই হালনাগাদ করা হয়েছে। স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ এই অধ্যাদেশ নিয়েও অনলাইনে মতামত দেয়া যাবে। মতামত দিতে হবে [email protected] এবং [email protected] মেইলে। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এরপরও যদি কারো কোনো অভিযোগ থাকে তবে তা জানালে আইন পাশের আগে সংশোধন, পরিমার্জনের সুযোগ থাকছে। তবে সংস্কারের মানসিকতায় এটি নিয়মিত হালনাগাদ হতে পারবে। পেনালকোডে যেসব বিষয় আছে তা এখানে অন্তর্ভূক্ত করা হয়নি।

সংবাদ সম্মেলনে আইসিটি নীতি উপদেষ্টা ফয়েজ আহমেদ তাইয়্যেব ও আইসিটি অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা উপস্থিত ছিলেন। 

তিথি/এমএ/