
তরুণদের সম্পৃক্ত করে দুর্নীতিবিরোধী আন্দোলন এগিয়ে নিতে সব অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নজিরবিহীন রক্ত ও বহুমাত্রিক ত্যাগের বিনিময়ে সূচিত রাষ্ট্রসংস্কার ও নতুন রাজনৈতিক সমঝোতার অন্যতম লক্ষ্য হিসেবে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনকে জোরদার করার কথা বলেছে সংস্থাটি।
রবিবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘নতুন বাংলাদেশ- দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’।
কর্মসূচিতে অংশ নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবারের দুর্নীতিবিরোধী দিবসের প্রেক্ষাপটকে ব্যতিক্রমী বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “‘নতুন বাংলাদেশে’র মূল কারিগর তরুণ প্রজন্ম। সরকার, রাজনৈতিক দল ও সব অংশীজনের কাছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গড়ার উপযোগী রাষ্ট্রকাঠামো ও পরিবেশ তৈরি করা, যা নিশ্চিত করতে দুর্নীতি নির্মূল অপরিহার্য। দুদকের পাশাপাশি রাষ্ট্রকাঠামোর জন্য অপরিহার্য অন্য প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের মাধ্যমে এমন অবকাঠামো তৈরি হবে যাতে ভবিষ্যতে নির্বাচিত সরকার রাজনৈতিক বা আমলাতান্ত্রিক প্রভাব খাটিয়ে দুর্নীতির অনুকূল পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার কেন্দ্রীয় দায়িত্ব রাজনৈতিক নেতৃত্ব ও আমলাতন্ত্রের ওপর।”
বিগত কর্তৃত্ববাদী সরকার দুর্নীতি প্রতিষ্ঠার মাধ্যমে বিচারহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি তৈরি করেছিল উল্লেখ করে ড. জামান বলেন, ‘দুদকের ক্ষমতা গত ১৫ বছরে সম্পূর্ণ খর্ব করে রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রভাব খাটিয়ে ক্ষমতাসীন দলের করায়ত্ত করা হয়েছিল। মনে রাখতে হবে দুদককে সম্পূর্ণ ঢেলে সাজানো হলেও বিদ্যমান রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক দুর্বৃত্তায়নের সংস্কৃতি পরিবর্তন না হলে দুর্নীতিবিরোধী উদ্যোগ কার্যকর হবে না।’
এ বছর দুর্নীতিবিরোধী দিবস পালনের অংশ হিসেবে টিআইবি জাতীয় ও স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ নিয়েছে। দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার অনুষ্ঠানের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ১৯৯৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের নিয়ে গত ৫ ডিসেম্বর একটি মিলনমেলার আয়োজন করা হয়। পাশাপাশি ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৪’ ঘোষণা, আলোচনা সভা ও গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ’ দেওয়া হয়। কিশোর-তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দিতে টিআইবির নিয়মিত আয়োজন দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২টি বয়সভিত্তিক বিভাগ, ডিজিটাল কার্টুন ও কমিক স্ট্রিপ বিভাগ ও কার্টুন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। টিআইবির প্রধান কার্যালয়ে প্রতিযোগিতার সেরা ৬০টি কার্টুন নিয়ে আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) প্রদর্শনী শুরু হচ্ছে। এটি চলবে ২ সপ্তাহ।