গণআন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল পোড়াচ্ছে ঢাবির একদল শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুতুল পুড়িয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন নামের একটি সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।
এ সময় গণ-আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।
এ বিষয়ে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের আহ্বায়ক তাসনিম বিন মাহফুজ বলেন, ‘আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার নিঃশর্ত পদত্যাগ চাই। তার কারণ হিসেবে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার অপরাধই যথেষ্ট। পুলিশ এর আগেও প্রথম আলো অফিসের সামনে নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া সম্প্রতি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে তারা নির্বিচারে হামলা চালিয়েছে।’
তিনি বলেন, ‘পুলিশ জুলাইয়ের ব্যর্থতার ক্ষোভ এখনো মিটাচ্ছে। এসব দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। এখনো কোনো পদক্ষেপ না নিয়ে তিনি সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে।’
সংগঠনটির জেনারেল সেক্রেটারি এস এম তানিম বলেন, ‘পুলিশ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। অথচ তাদের কাছেই মানুষ অনিরাপদ। জুলাইয়ে ছাত্র-জনতার ওপর পুলিশি হামলার কোনো বিচার এখনো হয়নি। এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে।’
এ ছাড়া সংগঠনটির নির্বাহী সদস্য তৌকির উদ্দিন বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী আজও জনগণের কল্যাণে কাজ না করে শক্র হয়ে কাজ করছে।’
কুশপুতুল পোড়ানোর সময় মোয়াজ আব্দুল্লাহ বলেন, ‘আজ থেকে চার মাস আগে পুলিশ সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করেছি। আজও তা চলমান। কিন্তু কোনো ফল পাইনি। পুলিশের বিপক্ষে অভিযোগের শেষ নেই। দেশজুড়ে এখনো নানা অপরাধের সঙ্গে জড়িত হচ্ছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায় নিয়ে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।’ সূত্র: ইউএনবি