ঢাকা ৪ মাঘ ১৪৩১, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য আবারও সতর্কবার্তা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
অবৈধ বিদেশি নাগরিকদের জন্য আবারও সতর্কবার্তা
স্বরাষ্ট্র মন্ত্রণালয় (খবরের কাগজ গ্রাফিকস)

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জারি করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী।

এর আগে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব দপ্তর/প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। 

অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাজারীবাগে ইডেনের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:১২ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:২১ পিএম
হাজারীবাগে ইডেনের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুষ্পিতা বিশ্বাস

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ  উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

পুষ্পিতার গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাক পাড়া গ্রামে। তার বাবার নাম রঞ্জিত বিশ্বাস।

হাসপাতালে নিয়ে আসা জগদীশ বলেন, শুক্রবার রাতে পুষ্পিতাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ভোর চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘পুষ্পিতা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত রাতে হাজারীবাগের রোড ৭/এ বাসা৯১/কে মহিলা হোস্টেলের একটি রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল সে। পরে অন্য ছাত্রীরা এটা দেখে আমাদেরকে খবর দেয়। কী কারণে সে আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টার জন্য তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রীনা তুলি/সুমন/

লেবানন থেকে আরও ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:২৫ পিএম
লেবানন থেকে আরও ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন
শুক্রবার (১৭ জানুয়ারি) লেবানন থেকে দেশে ফেরা বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৪৭ বাংলাদেশি প্রবাসী দেশে ফিরছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ফেরত আসা এসব নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা।

আইওএমের পক্ষ থেকে অভিবাসী প্রত্যেককে পাঁচ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ পর্যন্ত ১৯ ফ্লাইটে সর্বমোট এক হাজার ২৪৬ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। সূত্র: ইউএনবি

সুমন/

বিস্ফোরণে জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম
বিস্ফোরণে জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী

রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধ হয়েছেন। 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। 

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বাবুল কাজী শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সকালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে, অবস্থা আশঙ্কাজনক।’  

বাবুল কাজীর চিকিৎসায় আজ (শনিবার) দুপুর ১২টায় মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।   

পপি/

আবহাওয়ার পূর্বাভাস: কমতে পারে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ পিএম
আবহাওয়ার পূর্বাভাস: কমতে পারে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা
ছবি: সুমন বিশ্বাস। খবরের কাগজ

রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমার পাশাপাশি দেশের অন্যান্য জায়গায় তা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সুমন/

ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল পুড়িয়ে পদত্যাগ দাবি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:৪৫ এএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৪১ পিএম
ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল পুড়িয়ে পদত্যাগ দাবি
গণআন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল পোড়াচ্ছে ঢাবির একদল শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুতুল পুড়িয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন নামের একটি সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

এ সময় গণ-আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

এ বিষয়ে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের আহ্বায়ক তাসনিম বিন মাহফুজ বলেন, ‘আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার নিঃশর্ত পদত্যাগ চাই। তার কারণ হিসেবে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার অপরাধই যথেষ্ট। পুলিশ এর আগেও প্রথম আলো অফিসের সামনে নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া সম্প্রতি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে তারা নির্বিচারে হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘পুলিশ জুলাইয়ের ব্যর্থতার ক্ষোভ এখনো মিটাচ্ছে। এসব দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। এখনো কোনো পদক্ষেপ না নিয়ে তিনি সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে।’

সংগঠনটির জেনারেল সেক্রেটারি এস এম তানিম বলেন, ‘পুলিশ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। অথচ তাদের কাছেই মানুষ অনিরাপদ। জুলাইয়ে ছাত্র-জনতার ওপর পুলিশি হামলার কোনো বিচার এখনো হয়নি। এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে।’

এ ছাড়া সংগঠনটির নির্বাহী সদস্য তৌকির উদ্দিন বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী আজও জনগণের কল্যাণে কাজ না করে শক্র হয়ে কাজ করছে।’

কুশপুতুল পোড়ানোর সময় মোয়াজ আব্দুল্লাহ বলেন, ‘আজ থেকে চার মাস আগে পুলিশ সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করেছি। আজও তা চলমান। কিন্তু কোনো ফল পাইনি। পুলিশের বিপক্ষে অভিযোগের শেষ নেই। দেশজুড়ে এখনো নানা অপরাধের সঙ্গে জড়িত হচ্ছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায় নিয়ে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।’ সূত্র: ইউএনবি