ঢাকা ৪ মাঘ ১৪৩১, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস

বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ তালিকায় ৭ নম্বরে রয়েছে ড. ইউনূসের নাম।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) নেচারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ২০২৪ সালে বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রাখা ব্যক্তিদের এ খেতাব প্রদান করা হয়।

প্রতিবেদন অনুসারে তালিকায় শীর্ষে রয়েছেন একহার্ড পেইক। তাকে ফাদার টাইম বলে খেতাব দেওয়া হয়েছে। ড. একহার্ড পেইক কোয়ান্টাম অপটিকস এবং পারমাণবিক পদার্থবিজ্ঞান সেক্টরে সেরাদের একজন। তিনি লেজার-কুলড অ্যাটম এবং আয়ন নিয়ে কাজ করেছেন। তালিকার ৭ নম্বরে থাকা ড. ইউনূসকে ‘নেশন বিল্ডার’ আখ্যা দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট বাংলাদেশে স্বৈরাচার সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানান। এরপর তার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে।

নেচারের প্রতিবেদনে ইউনূস সম্পর্কে বলা হয়েছে, ছয় দশকের কর্মজীবনে ড. ইউনূস দারিদ্র্য বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং অবস্থা বুঝে সমস্যার সমাধান করা ইউনূসের কাজের মূল ভিত্তি।

চট্টগ্রামে জন্ম নেওয়া ইউনূস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সত্তরের দশকে তার প্রবর্তিত ক্ষুদ্রঋণ মডেল ন্যায্য ব্যবস্থাপনায় দরিদ্র মানুষের জীবন বদলে দেয়।

পরে ১৯৮৩ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং একই সঙ্গে দারিদ্র্য দূরীকরণে একটি বৈশ্বিক আন্দোলন শুরু করেছিলেন। তবে এখন তার সামনে ১৭ কোটি মানুষের একটি দেশ সংস্কারের বড় চ্যালেঞ্জ। জনগণ জানতে চায়, তিনি কীভাবে দুর্নীতি দূর করবেন, ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং নাগরিক অধিকার রক্ষা করবেন।

বিএফআইইউয়ের সাবেক প্রধান গ্রেপ্তার

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৪১ পিএম
বিএফআইইউয়ের সাবেক প্রধান গ্রেপ্তার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন । ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

শনিবার (১৮ জানুয়ারি) সকালে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, গত ২ জানুয়ারি দুদক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

মামলার উল্লেখ করা হয়েছে, মাসুদ বিশ্বাস নিজের নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। সেগুলো ভোগদখল করায় তিনি অন্যায় করেছেন এবং যা শাস্তিযোগ্য অপরাধ। আর এ কারণে দুদক তার বিরুদ্ধে মামলা করেছে।

এদিকে গত বছরের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ পাওয়ার পর দুদক চার সদস্যদের একটি কমিটি গঠন করে এবং অনুসন্ধানে নামে সংস্থাটি। 

তাওফিক/ 

হাজারীবাগে ইডেনের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:১২ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:২১ পিএম
হাজারীবাগে ইডেনের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুষ্পিতা বিশ্বাস

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ  উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

পুষ্পিতার গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাক পাড়া গ্রামে। তার বাবার নাম রঞ্জিত বিশ্বাস।

হাসপাতালে নিয়ে আসা জগদীশ বলেন, শুক্রবার রাতে পুষ্পিতাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ভোর চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘পুষ্পিতা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত রাতে হাজারীবাগের রোড ৭/এ বাসা৯১/কে মহিলা হোস্টেলের একটি রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল সে। পরে অন্য ছাত্রীরা এটা দেখে আমাদেরকে খবর দেয়। কী কারণে সে আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টার জন্য তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রীনা তুলি/সুমন/

লেবানন থেকে আরও ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:২৫ পিএম
লেবানন থেকে আরও ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন
শুক্রবার (১৭ জানুয়ারি) লেবানন থেকে দেশে ফেরা বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৪৭ বাংলাদেশি প্রবাসী দেশে ফিরছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ফেরত আসা এসব নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা।

আইওএমের পক্ষ থেকে অভিবাসী প্রত্যেককে পাঁচ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ পর্যন্ত ১৯ ফ্লাইটে সর্বমোট এক হাজার ২৪৬ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। সূত্র: ইউএনবি

সুমন/

বিস্ফোরণে জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম
বিস্ফোরণে জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী

রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধ হয়েছেন। 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। 

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বাবুল কাজী শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সকালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে, অবস্থা আশঙ্কাজনক।’  

বাবুল কাজীর চিকিৎসায় আজ (শনিবার) দুপুর ১২টায় মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।   

পপি/

আবহাওয়ার পূর্বাভাস: কমতে পারে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ পিএম
আবহাওয়ার পূর্বাভাস: কমতে পারে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা
ছবি: সুমন বিশ্বাস। খবরের কাগজ

রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমার পাশাপাশি দেশের অন্যান্য জায়গায় তা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সুমন/