ঢাকা ৪ মাঘ ১৪৩১, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পিএম
নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা
সেমিনারে বক্তব্য রাখেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আগামী পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা প্রকাশের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সঙ্গে ভূমি মন্ত্রণালয়কেও যুক্ত করা হবে।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর পানি ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নির্ধারণবিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন সারা দেশের জেলা প্রশাসকরা। তাদের আগামী তিন মাসের মধ্যে জেলার সব খালের তালিকা রেকর্ড অনুযায়ী যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘মৃত নদী বলতে কোনো নদী নেই, প্রবহহীন বলতে পারেন। প্রবহহীন নদীকে প্রবহমান করার অনেক প্রক্রিয়া বা রাস্তা আছে।’ 

রিজওয়ানা হাসান বলেন, ‘সরকার হাওরের তালিকা চূড়ান্ত করেছে। বিলেরও একটা তালিকা চূড়ান্ত হয়েছে। এবার খালের তালিকা চূড়ান্ত করা হবে।’ 

রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকার ভেতরে থাকা ২১টি খাল দখল ও দূষণমুক্ত করে একটা ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়েছে। দ্রুত এর বাস্তবায়ন শুরু হবে। অচিরেই প্রতিটি জেলায় ১টি করে নদীকে দখল ও দূষণমুক্তের কাজ শুরু করা হবে। 

সেমিনারে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নদ-নদীর ওপর নির্ভরশীল। দুঃখজনক হলেও সত্যি, উন্নয়নের নামে এ দেশে নদ-নদী, খাল-বিল দখল করা হয়েছে। নদীকে বাঁচাতে হলে দূষণ ও অবৈধ দখল থেকে মুক্ত করতে হবে।’ 

লেবানন থেকে আরও ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:২৫ পিএম
লেবানন থেকে আরও ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন
শুক্রবার (১৭ জানুয়ারি) লেবানন থেকে দেশে ফেরা বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৪৭ বাংলাদেশি প্রবাসী দেশে ফিরছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ফেরত আসা এসব নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা।

আইওএমের পক্ষ থেকে অভিবাসী প্রত্যেককে পাঁচ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ পর্যন্ত ১৯ ফ্লাইটে সর্বমোট এক হাজার ২৪৬ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। সূত্র: ইউএনবি

সুমন/

বিস্ফোরণে জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম
বিস্ফোরণে জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী

রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধ হয়েছেন। 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। 

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বাবুল কাজী শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সকালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে, অবস্থা আশঙ্কাজনক।’  

বাবুল কাজীর চিকিৎসায় আজ (শনিবার) দুপুর ১২টায় মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।   

পপি/

আবহাওয়ার পূর্বাভাস: কমতে পারে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ পিএম
আবহাওয়ার পূর্বাভাস: কমতে পারে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা
ছবি: সুমন বিশ্বাস। খবরের কাগজ

রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমার পাশাপাশি দেশের অন্যান্য জায়গায় তা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সুমন/

ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল পুড়িয়ে পদত্যাগ দাবি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:৪৫ এএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৪১ পিএম
ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল পুড়িয়ে পদত্যাগ দাবি
গণআন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল পোড়াচ্ছে ঢাবির একদল শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুতুল পুড়িয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন নামের একটি সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

এ সময় গণ-আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

এ বিষয়ে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের আহ্বায়ক তাসনিম বিন মাহফুজ বলেন, ‘আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার নিঃশর্ত পদত্যাগ চাই। তার কারণ হিসেবে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার অপরাধই যথেষ্ট। পুলিশ এর আগেও প্রথম আলো অফিসের সামনে নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া সম্প্রতি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে তারা নির্বিচারে হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘পুলিশ জুলাইয়ের ব্যর্থতার ক্ষোভ এখনো মিটাচ্ছে। এসব দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। এখনো কোনো পদক্ষেপ না নিয়ে তিনি সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে।’

সংগঠনটির জেনারেল সেক্রেটারি এস এম তানিম বলেন, ‘পুলিশ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। অথচ তাদের কাছেই মানুষ অনিরাপদ। জুলাইয়ে ছাত্র-জনতার ওপর পুলিশি হামলার কোনো বিচার এখনো হয়নি। এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে।’

এ ছাড়া সংগঠনটির নির্বাহী সদস্য তৌকির উদ্দিন বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী আজও জনগণের কল্যাণে কাজ না করে শক্র হয়ে কাজ করছে।’

কুশপুতুল পোড়ানোর সময় মোয়াজ আব্দুল্লাহ বলেন, ‘আজ থেকে চার মাস আগে পুলিশ সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করেছি। আজও তা চলমান। কিন্তু কোনো ফল পাইনি। পুলিশের বিপক্ষে অভিযোগের শেষ নেই। দেশজুড়ে এখনো নানা অপরাধের সঙ্গে জড়িত হচ্ছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায় নিয়ে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।’ সূত্র: ইউএনবি

কারাতেকে বিশ্ব দরবারে নিয়ে যেতে চাই: ফারুকী-ই আযম

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১৫ এএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১৬ এএম
কারাতেকে বিশ্ব দরবারে নিয়ে যেতে চাই: ফারুকী-ই আযম
সিএমপি ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন আয়োজিত সেলিনা আলম মেমোরিয়াল কারাতে প্রতিযোগিতা ও বেল্ট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুক্তিযোদ্ধাবিষয়ক উপদেষ্টা ফারুকী-ই আযম। ছবি: খবরের কাগজ

কারাতেকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন মুক্তিযোদ্ধাবিষয়ক উপদেষ্টা ফারুকী-ই আযম।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে সিএমপি ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন আয়োজিত সেলিনা আলম মেমোরিয়াল কারাতে প্রতিযোগিতা ও বেল্ট প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথি ফারুকী ই আযম বলেন, ‘আমি আশা করি, কারাতের মাধ্যমে আপনারা বিশ্ব দরবারে দেশের সম্মান ও পতাকা তুলে ধরবেন। সেই লক্ষ্যে সবাইকে প্রশিক্ষকদের নির্দেশ মেনে অনুশীলন করতে হবে। শুধু প্রশিক্ষণই খেলোয়াড়দের চুড়ান্ত সফলতা এনে দিতে পারে।’

চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাংবাদিক আবু মোশারফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ ফেরদৌস আলী, এডিসি হেড কোয়াটার পংকজ দও। 

এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ওয়াল্ড অ্যান্ড এশিয়া কারাতে ফেডারেশন বিচারক ও রেফারি এবং প্রতিযোগিতার পরিচালক কাউসার আহামেদ বক্তব্য রাখেন।

অ্যাসোসিয়েশনকে জেলা ক্রীড়া সংস্থায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে উপদেষ্টার সহযোগীতা কামনা করেন 
নিয়াজ মোহাম্মদ খান। 

পরে প্রধান অতিথি বেল্ক বেল্ট প্রাপ্ত ও প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের পদক ও সনদ বিতরণ করেন।

পপি/