ঢাকা ৩০ পৌষ ১৪৩১, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
নাটোরে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য রাখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: খবরের কাগজ

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্যদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে আয়োজিত সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে প্রধান অতিথি ওয়াকার-উজ-জামান এই কোরের সব অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 

এ সময় তিনি এই কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কাজের বিষয়ে মতবিনিময় করেন। 

সেনাপ্রধান কোর অব ইঞ্জিনিয়ার্সের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় এ কোরের অবদানের কথা স্মরণ করেন। 

দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসাও করেন তিনি।

সম্মেলনে সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্সের সিনিয়র সেনা কর্মকর্তা এবং সব ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।

কামাল/পপি/

অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম
অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
খবরের কাগজ গ্রাফিকস

বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকার-নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা অর্জন না করলে তাদের বিরুদ্ধে ফরেন অ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীর সই করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন। এমতাবস্থায় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বা কর্মরত বিদেশি নাগরিক যারা ইতোপূর্বে জারি করা সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবেন না, তাদের বিরুদ্ধে দ্য ফরেন অ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: ইউএনবি

এমএ/

দলীয় প্রতীকে হচ্ছে না আগামী স্থানীয় সরকার নির্বাচন: ড. তোফায়েল

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম
দলীয় প্রতীকে হচ্ছে না আগামী স্থানীয় সরকার নির্বাচন: ড. তোফায়েল
মানিকগঞ্জে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিশন প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। ছবি: খবরের কাগজ

আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. তোফায়েল বলেন, ‘সরকারের ভিত্তি হচ্ছে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি। নির্বাচনে জনপ্রিয় ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে ভোটাররা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন।’

কমিশন প্রধান আরও বলেন, ‘এরশাদ সরকার দল গঠনের জন্য উপজেলা পরিষদ শুরু করেছিলেন। আগামীতে উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদকে আলাদা করা হবে। তিনটি ইউনিয়ন নিয়ে উপজেলা পরিষদের একটি ওয়ার্ড গঠন করা হবে।’

স্থানীয় সরকার সংস্কার কমিশন ও সিংগাইর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংস্কার কমিশনের সদস্য আব্দুর রহমান, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, ড. মাহফুজ কবির, মাশহুদা খাতুন শেফালী, অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, ইলোরা দেওয়ান, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু প্রমুখ।

আসাদ/নাবিল/এমএ/

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সচিব

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম
প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সচিব
ছবি : খবরের কাগজ

নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরি, টেকনিক্যাল সাপোর্ট ও প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা করবে ইউএনডিপি। তাছাড়া কমিশনের চাহিদা অনুযায়ী সব ধরনের সহায়তাও দেবে ইউএনডিপি।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি। তবে জাতীয় নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে কি না এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতেই নির্বাচন কমিশনের সঙ্গে এ বৈঠক করে ইউএনডিপির প্রতিনিধি দল।

এর আগে বেলা ১১টায় ইউএনডিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশন ভবনে। 

ইসিকে কারিগরি সহায়তা দিতে নির্বাচন ভবনের তৃতীয় তলার একটি রুমে নিয়মিত অফিস করবে সংস্থার সদস্যরা।

এ বিষয়ে ইসি সচিব বলেন, ইউএনের কাছ থেকে কারিগরি সহযোগিতা নিতে ইসিতে তাদের বসার ব্যবস্থা করা হয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আরও জানান, ইউএনডিপির কাছে ভোটার তালিকা প্রস্ততির কার্যক্রম, হার্ডওয়ার, সফটওয়ার-বিষয়ক টেকনিক্যাল ও প্রশিক্ষণ-বিষয়ক সাপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। তাই তারা ইসিতে অফিস করবেন। ইউএনডিপির সদস্যরা ১০ দিনের মধ্যে প্রস্তাবনা নিয়ে আবার আসবেন।

এলিস/অমিয়/

বিশ্ব ইজতেমা শুরু ৩১ জানুয়ারি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম
বিশ্ব ইজতেমা শুরু ৩১ জানুয়ারি
খবরের কাগজ ফাইল ছবি।

বিশ্ব ইজতেমা আয়োজনে টঙ্গীর তুরাগ নদীর তীরে মাঠ প্রস্তুতির কাজ চলছে। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে শূরায়ী নেজামের (বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ অনুসারীদের) ইজতেমার প্রথম পর্ব। এ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। মাঝে চারদিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি (মাওলানা সা’দ কান্ধলভী অনুসারীদের) দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষে আশপাশের জেলা থেকে বিনাশ্রমে ময়দানের প্রস্তুতিকাজ করছেন স্বেচ্ছাসেবীরা। ১৬০ একর বিশাল ময়দানে সামিয়ানা টানানো, খিত্তায় খিত্তায় বাঁশের খুঁটি, ছাতা মাইক, টয়লেট পরিস্কার, বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন কাজ করছেন তারা। এছাড়া ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি নিবাসের পাশে মূল বয়ানমঞ্চ প্রস্তুত করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি অতিথিদের থাকার জায়গা ও বয়ান মঞ্চের পূর্ব, উত্তর ও দক্ষিণ পাশের জায়গাটুকুতে সামিয়ানা টানানো হচ্ছে। মূল বয়ানমঞ্চের কাজ এগিয়ে চলছে। আগামী সপ্তাহের মধ্যে ময়দান প্রস্তুতির কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা।  

মেহেদী

তাপমাত্রা কমার আভাস

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৬ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম
তাপমাত্রা কমার আভাস
ছবি : খবরের কাগজ

দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা আবারও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত বৃহস্পতি ও শুক্রবার দেশের কয়েকটি জেলায় বয়ে যায় মৃদু শৈত্যপ্রবাহ। এরপরই আবার ধাপে ধাপে বাড়ে তাপমাত্রা। 

সোমবার (১৩ জানুয়ারি) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার থেকে আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা কমতে পারে। 

এদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর জেলায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী চার দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে।