রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকস দল।
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাদের শ্রদ্ধা জানানোর পরপরই শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করতে ঢল নামে সাধারণ মানুষের। বিভিন্ন দলীয় ও অঙ্গ সংগঠনের ব্যানারে দলবদ্ধভাবে এসে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে সর্বস্তরের মানুষকে।
এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দলীয় বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
শহিদ বুদ্ধিজীবী দিবসে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।
রাষ্ট্রপতি তার বাণীতে বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন দেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করে নির্মমভাবে। দিনটিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান তিনি।
অমিয়/