ঢাকা ৮ মাঘ ১৪৩১, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

বিপিসি দেশের সবচেয়ে অস্বচ্ছ প্রতিষ্ঠান: ড. ম তামিম

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম
বিপিসি দেশের সবচেয়ে অস্বচ্ছ প্রতিষ্ঠান: ড. ম তামিম
ছায়া সংসদে বিজয়ী দলের সঙ্গে ড. ম. তামিম ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) দেশের সবচেয়ে অস্বচ্ছ প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম তামিম।

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর এফডিসিতে বিগত সরকারের আমলে জ্বালানি ও বিদ্যুতখাতের দুর্নীতি নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ম তামিম বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) দেশের সবচেয়ে অস্বচ্ছ একটি প্রতিষ্ঠান। এই অস্বচ্ছতার পেছনে বিগত সরকারের স্বার্থ জড়িত ছিল। লস দেখিয়ে দেখিয়ে উচ্চমূল্য নির্ধারণের জন্যই প্রতিষ্ঠানটিকে অস্বচ্ছ রাখা হতো। বর্তমান সরকার এসেও এখন পর্যন্ত প্রক্রিয়াটিকে স্বচ্ছ করতে পারেনি।

তিনি বলেন, রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী; এই তিন পক্ষের যোগসাজশেই জ্বালানি ও বিদ্যুৎখাতে দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক ও অর্থনৈতিক বিনিময় ছাড়া কোনো বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়নি। তৎকালীন প্রধানমন্ত্রী ও তার কার্যালয়ের একক ক্ষমতার কারণেই এসব দুর্নীতির বিস্তার হয়েছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হলে দুর্নীতি কমানো সম্ভব হবে।

তিন দিনের মধ্যে কোন আলাপ আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে আদানির সঙ্গে বিদ্যুৎচুক্তি করা হয় জানিয়ে ড. ম তামিম বলেন, আদানির সঙ্গে চুক্তিটি অসম। এক্ষেত্রে শতভাগ ক্যাপাসিটি চার্জ পেমেন্টের পরেও ৪০ ভাগ আরও অতিরিক্ত বিদ্যুতের মূল্য দিতে হয়। এই চুক্তিটি পুনর্বিবেচনা করা দরকার।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে মাফিয়াদের আইনের আওতায় না আনলে মাফিয়াতন্ত্র দমন হবে না জানিয়ে তিনি বলেন, নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উত্তোলন না করে কমিশনের লোভেই এলএনজির দিকে ঝুঁকে পড়া ছিল ভুল উদ্যোগ। জবাবদিহিতাকে এড়ানোর জন্য বিগত সরকার গণশুনানির পরিবর্তে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করত, যা ছিলো অস্বচ্ছ। 

ছায়া সংসদটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতির জন্য বিগত সরকারের রাজনীতিবিদ অপেক্ষা আমলারাই বেশি দায়ী’ শীর্ষক ছায়া সংসদে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক শাহনাজ বেগম, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক রফিকুল বাসার, সাংবাদিক রিশান নসরুল্লাহ।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। 

অমিয়/

বৈষম্যবিরোধীদের দুই গ্রুপের মারামারি, আইনি প্রক্রিয়ায় যাবেন আহতরা

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম
বৈষম্যবিরোধীদের দুই গ্রুপের মারামারি, আইনি প্রক্রিয়ায় যাবেন আহতরা
সংবাদ সম্মেলনে কথা বলেন জুলাই আন্দোলনে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সহ-সমন্বয়ক তানযীদ মোহাম্মদ সোহরাব রেজা। ছবি: খবরের কাগজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের সামনে দুই গ্রুপের মারামারিতে নারী শিক্ষার্থীসহ আহত হন সাতজন। হামলার নিন্দা জানিয়ে আইনি প্রক্রিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন এই আন্দোলনের সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান জুলাই আন্দোলনে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সহ-সমন্বয়ক তানযীদ মোহাম্মদ সোহরাব রেজা।

তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার সমন্বয়কদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো আমাদের ওপর হামলা হলো। তাদের মধ্যে ছাত্রলীগের প্রেতাত্মা ভর করেছে। তারা তাদের বাইরে ভিন্ন মত নিতে পারছেন না। আওয়ামী লীগের জায়গায় তারা তাদের রিপ্লেস করতে চায় কি না, সেটা তাদের পরিষ্কার করতে হবে। মনে রাখতে হবে, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম কারও বাপের না। যদি তাই মনে করা হয়, বুঝতে হবে তারাও টিকতে পারবে না।’

সোহরাব রেজা বলেন, ‘জুলাই আন্দোলনের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমাদের ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদের ট্যাগ লাগানো হচ্ছে। আমরা নাকি সেখানে (কেন্দ্রীয় কার্যালয়) হামলা করতে গিয়েছি। আমরা হাসপাতালে প্রেস ব্রিফিং করার পর আমাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকে যোগাযোগ করেন। আমাদের বলা হয়, যাতে মামলা না করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠকের জন্য বসতে বলা হয়। আমরা বোরহানউদ্দিন কলেজে বসতে চেয়েছি। পরে তারা রাত ১১টায় বোরহানউদ্দিন কলেজে আসবেন বলে জানান। তারা আসেন রাত ১২টার দিকে। ওই বৈঠকে আসার কথা কেন্দ্রীয় সমন্বয়কদের। আসেন আন্দোলনের সেল সম্পাদক জাহিদ, স্বাস্থ্য কমিটির তরিকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কমিটির মুন্না। আমরা তাদের সঙ্গে আলোচনায় বসতে না চাওয়ায় সেই বৈঠক হয়নি। আমরা এখন আইনিভাবে লড়াই করে যাব।’

ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অর্নব হোসেন বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে এর বিচার চাইব না। আমরা থানায় মামলা করব। যদি থানা মামলা না নেয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।’ 

আহত আন্তা মীম, হাসিব মল্লিক, আল-আমীন তালুকদার এ সময় উপস্থিত ছিলেন। 

শিক্ষা কমিশন নয়, উপদেষ্টা পরিষদ হতে পারে: শিক্ষা উপদেষ্টা

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম
শিক্ষা কমিশন নয়, উপদেষ্টা পরিষদ হতে পারে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

শিক্ষা সংস্কার কমিশন নয়, শিক্ষা উপদেষ্টা পরিষদ হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিমত প্রকাশ করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষা প্রশাসনকে আগে অন্তত দুর্নীতি কমাতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পোনেন্টে বহু কিছু মেরামত করতে হবে। তারপর আমি যদি থাকি তখন আমার শেষ দিকে সবগুলো মিলে একটা ‘শিক্ষা উপদেষ্টা পরিষদ’ হয়তো তৈরি করে দেব। তবে ‘শিক্ষা কমিশন’ বললেই আগের ব্যর্থ শিক্ষা কমিশনের কথা মনে হয়। তাই আমি এটাকে শিক্ষা কমিশন বলতে চাচ্ছি না।”

শিক্ষা প্রশাসনের দুর্নীতি এক দিনে সমাধান করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘আমি মন্ত্রণালয়ে একবার বলেছি, সেটাকে দুর্নীতি মুক্ত করতে চাই। মন্ত্রণালয়ের সবাই তা শুনেছে। কিন্তু শিক্ষার অধিদপ্তরগুলোতে যায়নি। সেখানে গিয়ে প্রথমে একটি সতর্কবার্তা দিতে হবে। তারপর দুর্নীতির কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি উদাহরণ তৈরি করতে হবে।’

এ সময় গুচ্ছ পদ্ধতির ভর্তি থেকে বের হয়ে যাওয়া ১০ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত আয় সরকার ফিরিয়ে নেবে বলেও জানান তিনি।

গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ, পরিবহনে আগুন

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম
গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ, পরিবহনে আগুন
বিকাল পাঁচটা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়কে শ্রমিকদের এই তাণ্ডব চলে। ছবি: খবরের কাগজ

গাজীপুর মহানগরীর সারাব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারখানা চালুর দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় সড়ক অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে এবং এক পর্যায়ে একটি মাল ভর্তি ট্রাক ও তিনটি বাসে অগ্নিসংযোগ করে তারা।

বুধবার (২২ জানুয়ারি) বিকালে চন্দ্রা-নবীনগর সড়কে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলের ছবি তুলতে গিয়ে দুই সংবাদকর্মী হামলার শিকার হন। পাশাপশি সড়ক অবরোধের কারণে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন ওই পথে চলাচলকারীরা।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গেল মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর দুইটায় শ্রীপুর এলাকায় সান সিটির মাঠে প্রতিষ্ঠানটির ৪২ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার জীবন ও জীবিকার সুরক্ষার স্বার্থে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণভাবে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতার বুধবার বিকালে শ্রমিকরা সানসিটি মাঠে আবারও সমাবেশ শুরু করে। এ সময় শ্রমিকদেরই একটি পক্ষ চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে গাছের গুড়ি, কাঠের লাকড়ি রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয়।

উত্তেজিত শ্রমিকরা সড়কের চলাচলরত অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে। এক পর্যায়ে একটি মাল ভর্তি ট্রাক ও তিনটি বাসে অগ্নিসংযোগ করে। বিকাল পাঁচটা পর্যন্ত শ্রমিকদের এই তাণ্ডব চলে। সড়ক অবরোধের খবর সংগ্রহ করতে গেলে দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি আবু সাইদ এবং বাংলা ভিশনের চিত্র সাংবাদিক আমির হোসেন হামলার শিকার হন। শ্রমিকরা তাদের একটি মোটরসাইকেল ভাংচুর করে।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের প্রথমে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোমরা-নবীনগর সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে এর আগে বিভিন্ন সময়ে কয়েক দফায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সর্বশেষ গত ২১ ডিসেম্বর বিক্ষোভে শ্রমিকদের কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তারা আর কোনো বিক্ষোভ না করে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় দাবি আদায়ে গণসমাবেশের আয়োজন করেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধের কারণ হিসেবে, কারখানাগুলোতে ক্রয়াদেশ না থাকা ও ব্যাংকে ঋণখেলাপি থাকায় প্রতিষ্ঠান পরিচালনা সম্ভব হচ্ছে না বলে জানায় সরকার।

পলাশ/সিফাত/

কর কর্মকর্তা ফয়সাল ও তার স্ত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম
কর কর্মকর্তা ফয়সাল ও তার স্ত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
কাজী আবু মাহমুদ ফয়সাল

অবৈধ উপায়ে ১৭ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৩১৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব ও অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার স্ত্রী আফসানা জেসমিনসহ পরিবারের ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাকি আসামিরা হলেন ফয়সালের শ্যালক আফতাব আলী, শাশুড়ি মমতাজ বেগম, শ্বশুর আহম্মেদ আলী, ফয়সালের ভাই কাজী খালিদ হাসান, মামাশ্বশুর শেখ নাসির উদ্দিন, খালাশাশুড়ি মাহমুদা হাসান, শ্যালিকা ফারহানা আফরোজ, খালা রওশন আরা খাতুন, বোন ফারহানা আক্তার, মা কারিমা খাতুন, ঘনিষ্ঠ আত্মীয় খন্দকার হাফিজুর রহমান ও কাজী নূর-ই আলম ছিদ্দিকী।

বুধবার (২২ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন উপপরিচালক গোলাম মাওলা। 

দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আসামিদের বিরুদ্ধে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও দখলে রেখে অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন ও ছদ্মাবৃত্ত করার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে।’

গত বছরের জুনে ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। এরপর একই বছর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা-নারায়ণগঞ্জে ৫ কাঠার দুটি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে ১০ কাঠার প্লট জব্দ এবং ৮৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩২

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১০:১০ পিএম
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩২
খবরের কাগজ গ্রাফিকস

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ভর্তিদের মধ্যে বরিশালে ৫, চট্টগ্রামে ৬, ঢাকা বিভাগে ৬, ঢাকা উত্তরে ১, ঢাকা দক্ষিণে ৯, খুলনায় ১, ময়মনহিংহে ৩ ও রাজশাহীতে ১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ জন। 

২০২৪ সালে দেশে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন।