দুর্নীতিবাজদের সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়ালে) প্রকাশ্যে চাবুক মারার আইন করার পরামর্শ দিয়েছেন দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি ও সাবেক বিচারপতি এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেন, এই আইনে ২ বছরের মধ্যে ৩ বার চাবুক মারার পর কোনো দুর্নীতিবাজ সংশোধন হলে তাকে দায়মুক্তি দেওয়া হবে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ‘দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত প্রথম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়াকে আহ্বায়ক ও আবুল কালাম আজাদকে সদস্যসচিব ঘোষণা করে ৩৩ সদস্যের ঢাকা মহানগর উত্তরের কমিটি গঠন করা হয়।
কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তারা হলেন- দেলোয়ার হোসেন, উইং কমান্ডার (অব.) মীর আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের মণ্ডল, শওকত আলী খান, এস কে ইসলাম, সৈয়দ আবদুল মুয়ীদ, প্রকৌশলী ড. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা ড. শফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, অধ্যাপক ড. শরীফ সাকি ও মনোয়ার শামস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, অধ্যাপক ড. মো. শামসুদ্দিন, ড. আবদুল হক তালুকদার, উইং কমান্ডার (অব.) আমিনুল ইসলাম, লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর।
এ সময় উপস্থিত ছিলেন পারভীন নাসের খান ভাসানী, দেলোয়ার হোসেন, নুরুল হুদা মিলু চৌধুরী, মো. হাবিবুর রহমান, শওকত আলী খান, আদিনা খান, সেলিনা আক্তার শ্যামলী, এ্যানী, এম এম সাদ প্রমুখ।
এলিস/মেহদী/এমএ/