
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলুর সঙ্গে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের অপেশাদার আচারণের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী প্রেসক্লাব।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের কাছ এই স্মারকলিপি প্রদান করা হয়। একইসঙ্গে অনুলিপি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বরাবর প্রেরণ করা হয়।
রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর যুগ্ম-মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক শাহ্ সুফি মহিব্বুল আরেফিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, কোষাধ্যক্ষ ওমর ফারুক, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান, সিনিয়র সাংবাদিক ও সদস্য সুজা উদ্দীন ছোটন ও জাহিদ হাসান, ফারুক আহম্মেদসহ অন্যান্য সদস্যরা।
এ সময় সুজা উদ্দীন ছোটন বলেন, ‘নগরীর আইনশৃংখলা পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। দিনে-দুপুরে ডাক্তারকে অপহরণ, বাড়িসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দাখলবাজি, চাঁদাবাজি, ফুটপাত দখল আর সন্ত্রাসী কর্মকানণ্ড এখন নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাতে করে নগরীর আইন- শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি কারণে নগরবাসী চরম নিরাপত্তাহীনতার মাঝে রয়েছে।
তিনি আরও বলেন, বিভাগীয় শহর রাজশাহীর শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তার অপশোদার আচরণ আমাদের সমাজের জন্য অগ্রহণযোগ্য এবং এটি আইন-শৃঙ্খলার প্রতি অবমাননা। এ ধরনের কর্মকাণ্ড পুলিশ প্রশাসনের ওপর জনগণের আস্থা ও বিশ্বাসকে সংকটাপন্ন করে। আমরা মনে করি, পুলিশ কমিশনারের এ ধরনের আচরণ কর্তৃপক্ষের প্রতি জনগণের আস্থা নষ্ট করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। অবিলম্বে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কে অপসারণ করার পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।
পরে রাজশাহী প্রেসক্লাবের নেতৃত্বে প্রতিনিধি দল পুলিশ সুপার ফারজানা ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা নিশ্চিতের জন্য কঠোর অবস্থানে থেকে জনগণের বন্ধু হিসেবে কাজ করবেন বলে জানান। পাশাপাশি তিনি রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রেসক্লাবের সভাপতি বলেন, ‘মহানগরী ও জেলার আইন-শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে রাজশাহী প্রেসক্লাব সব সময় সোচ্চার রয়েছে। একই সঙ্গে তিনি কথিত কার্ডধারী ও হলুদ সাংবাদিকদের ব্যপারে সতর্ক থাকার বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
এনায়েত করিম/নাবিল/এমএ/