ঢাকা ২৫ মাঘ ১৪৩১, শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
English
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

এইচএমপি ভাইরাসে মহামারির শঙ্কা নিয়ে যা জানালেন ডা. সায়েদুর

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:৩৬ পিএম
এইচএমপি ভাইরাসে মহামারির শঙ্কা নিয়ে যা জানালেন ডা. সায়েদুর
অধ্যাপক ডা. সায়েদুর রহমান

হিউম্যান মেটানিউমো (এইচএমপি) ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, ‘মহামারি হওয়ার শঙ্কা নেই। এজন্য সীমান্তে সতর্কতার কিছু নেই। তবে সরকারের প্রস্তুতি আছে।’

সোমবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। 

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে অ্যালার্ট দেয়নি। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এইচএমপিভি কোভিডের মতো ভয়ংকর না। শুধু শ্বাসযন্ত্রে সংক্রমণের ক্ষেত্রে মিল আছে। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে না। তবে সতর্কতা হিসেবে শিশু ও বয়স্কদের মাস্ক পরা প্রয়োজন বলে মনে করি। এটার চিকিৎসা সাধারণ ফ্লুর মতো।’ 

সরকারের সব ধরনের প্রস্তুতি আছে জানিয়ে তিনি বলেন, ‘এক্ষেত্রে আলাদা চিকিৎসা গাইডলাইন করা হবে। তবে এখন যে গাইডলাইন আছে, এর সঙ্গে বেশি পার্থক্য থাকবে না।’ 

সম্প্রতি চীন ও জাপানে অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতেও দুইজনের শনাক্ত হয়েছে। গতকাল ১২ জানুয়ারি দেশেও এক নারীর শরীরে এই ভাইরাস শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে ওই নারীর পরিবারের কারও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। দেশ থেকেই তিনি আক্রান্ত হয়েছেন। 

২০১৭ সাল থেকেই দেশে এই ভাইরাস শনাক্তে পরীক্ষা করে আসছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডসিআর)। তখন থেকেই রোগী পাওয়া যাচ্ছে। এর আগে ২০১৫ সালে এক গবেষণা চালাতে গিয়ে তখনও ২৬ শিশুর শরীর এই ভাইরাস পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সতর্কতামূলক নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায়। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা যেমন- হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনাবি ডিজিজ, গর্ভবর্তী মহিলা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে।

এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৭টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সেগুলো হলো- মাস্ক ব্যবহার করা; হাঁচি-কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখা; ব্যবহৃত টিস্যু অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার বুড়িতে ফেলা এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলা; আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা; ঘনঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া (অন্তত ২০ সেকেন্ড); অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ না করা; জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকা, প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যাওয়া।

আরিফ/সালমান/

গাজীপুরে হামলায় জড়িতদের বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১২ পিএম
গাজীপুরে হামলায় জড়িতদের বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : সংগৃহীত

গাজীপুরে হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে মারামারিতে আহত হয়েছে অন্তত ১৫ জন।

এর মধ্যে ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

আহতরা হলেন- শুভ শাহরিয়া (১৬),  ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭), হাসান (২২), রৌহান আহমেদ (২২), ওমর হামজা (২২), ছাব্বির খান মিলন (২২), নাঈম (২১), ইয়াকিব (২৩)।

হাসপাতলে আহতদের মধ্যে সৌরভের বন্ধু পিয়াস জানায়, রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে যায়। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের ওপর হামলা চালায়। এতে তার বন্ধুসহ অনেকেই আহত হয়।

অমিয়/

গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলায় আহত ১১ জন ঢামেকে

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম
গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলায় আহত ১১ জন ঢামেকে
গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত ১১ জনকে ঢামেকে আনা হয়েছে। ছবি: খবরের কাগজ

গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার সময় প্রতিপক্ষের হামলায় আহত ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

আহতরা হলেন- শুভ শাহরিয়া(১৬),  ইয়াকুব(২৪), সৌরভ (২২),কাশেম (১৭), হাসান (২২), রৌহান আহমেদ (২২),ওমর হামজা (২২), ছাব্বির খান মিলন(২২) নাঈম (২১) ও ইয়াকিব (২৩)।

আহত সৌরভের বন্ধু পিয়াস জানান, রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে যান। এর পর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের উপরে হামলা চালান। এতে তার বন্ধুসহ আহত হন অনেকেই। এদের মধ্যে পাঁচজনকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আনা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক জানান, গাজীপুর থেকে শনিবার সকাল পর্যন্ত আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। এর মধ্যে সাতজনকে ভর্তি দেওয়া হয়েছে।

ঢামেকের উপ-পরিচালক ডা. আশরাফুল আলম বলেন, ভর্তি সাতজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। আহতেরর দেখতে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে আসেন।

পলাশ/পপি/

আবহাওয়ার পূর্বাভাস: ৬ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ পিএম
আবহাওয়ার পূর্বাভাস: ৬ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে
ছবি: খবরের কাগজ

রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

সুমন/

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশের ডাক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২ পিএম
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশের ডাক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৮ ফেব্রয়ারি) বেলা ১১টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছে নেতা-কর্মীরা।

এর আগে আজ ভোর চারটার দিকে তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ওই পোস্টে বলা হয়, ‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারাদেশের আপামর ছাত্রজনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।’

অমিয়/

জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার লড়াই: ফারুক ই আজম

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৮ এএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম
জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার লড়াই: ফারুক ই আজম
ছবি : খবরের কাগজ

ত্রাণ ও দুর্যোগবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল এক ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার লড়াই। যেখানে তরুণরা স্বৈরাচারী দমননীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তোলে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিটি চট্টগ্রাম শিল্পকলা অ্যাকাডেমির আর্ট গ্যালারিতে দুই দিনব্যাপী আর্ট এক্সিবিশন 'দ্য আর্ট অব ডেমোক্রেসি, ইউনিটিতে- জার্নি অব ইউনিটি' শুরু হয়। আর্ট এক্সিবিশন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ফারুক ই আজম বলেন, 'জুলাই বিপ্লবে ইতিহাস ধরে রাখার তরুণদের এমন উদ্যোগ যেন পূর্ণতা পায়। ইতোমধ্যে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারদের পাশে দাঁড়িয়েছে সরকার। আহতদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অনেককে বিদেশে চিকিৎসা করানো হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারটা যেন তাড়াতাড়ি হয়। আমরা আশাবাদী। আর বৈষম্য করা যাবে না। পুরো রাষ্ট্রকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে।'

মঞ্চে উঠে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থাপন করেন রাষ্ট্রীয় ক্ষমতার পক্ষ থেকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চিরকালীন প্রচেষ্টার বিষয়টি।

তিনি বলেন, '৫২ ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ; সব সংগ্রামই বৈষম্যের বিরুদ্ধে। জুলাই বিপ্লব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দ্বারা সৃষ্টি হলেও এটি মূলত ক্ষমতার বিরুদ্ধে মানুষের লড়াই। আর সেই বিপ্লবের ইতিহাস ধারণ করে এখন চলবে বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াই। এই স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়কে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছে এবং আমরা এই ঐক্য ধরে রাখব।' 

‘দ্য আর্ট অব ডেমোক্রেসি, ইউনিটিতে- জার্নি অব ইউনিটি’ প্রকল্পের পরিচালক মিনহাজ উদ্দিন বলেন, 'রক্তাক্ত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস ধরে রাখার গুচ্ছ প্রয়াস ‘দ্য আর্ট অব ডেমোক্রেসি, ইউনিটিতে জার্নি অব ইউনিটি’। বছরজুড়ে বিভিন্ন ক্যাম্পাসে চিত্রপ্রদর্শনী, তথ্যচিত্র নির্মাণ, আর্কাইভ বুক, ডাটাবেইজ ওয়েবসাইট থাকছে এ প্রকল্পে। 

প্রকল্পের উপদেষ্টা ওয়াহিদ জামান জানান, জুলাই বিপ্লবের ইতিহাসকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অপশক্তির বিরুদ্ধে ঐক্যের বার্তা পৌঁছে দিতে ডকুমেন্টারি নির্মাণ, আর্কাইভ বুক, ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত আজকে জুলাই বিপ্লবের বিভিন্ন ঘটনাপ্রবাহের চিত্রপ্রদর্শনীর মধ্য দিয়ে পুরো প্রকল্পটির উদ্বোধন করা হয়েছে।

‘ঐক্যের গণজোয়ারে আবারও এক হই'- এ স্লোগানে শুরু হওয়া প্রদর্শনী উদ্বোধনের পর আগত অতিথি ও দর্শনার্থীরা শিল্পকলার আর্ট গ্যালারি দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রদর্শনীস্থল ঘুরে দেখেন। ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬০টি ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে। 

এর আগে জুলাই বিপ্লবের ইতিহাসভিত্তিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক ই আজম।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে গণ-অভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি, আন্দোলনকারীদের স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ আন্দোলনের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

প্রদর্শনীটি শুক্র ও শনিবার দুই দিন চলবে।

জোবাইদা/