ঢাকা ২৫ মাঘ ১৪৩১, শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
English
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

'৬৪ শতাংশ নবজাতকই অপরিণত অবস্থায় জন্মাচ্ছে'

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:২২ পিএম
'৬৪ শতাংশ নবজাতকই অপরিণত অবস্থায় জন্মাচ্ছে'
অপরিণত নবজাতক বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম এ মান্নান। ছবি: খবরের কাগজ

দেশে নবজাতকদের মধ্যে অপরিণত জন্মের হার ক্রমশ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। এক গবেষণায় দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হওয়া নবজাতকদের মধ্যে ৬৪ শতাংশই অপরিণত অবস্থায় জন্ম নিয়েছে। বিষয়টি নবজাতক স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুতর চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সোমবার (১২ জানুয়ারি) বিএসএমএমইউর এ-ব্লক অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়টির সেন্ট্রাল সেমিনার সাব কমিটি আয়োজিত ‘অপরিণত বয়সে জন্মগ্রহণ: সচেতনতাই মূল পদক্ষেপ’ শীর্ষক সেমিনারে নিওনেটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মান্নান ‘প্রিম্যাচুরিটি: এ্যাকসেস টু কোয়ালিটি কেয়ার এভরিহোয়ার’ শীর্ষক প্রবন্ধে এসব তথ্য উপস্থাপন করেন।

সেমিনারে প্রিম্যাচুরিটি নিয়ে নানা দিক আলোচনা করা হয়। গর্ভাবস্থায় সঠিক পুষ্টি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মানসিক চাপ কমানো, অপরিণত নবজাতক এর জন্য ক্যাঙ্গারু মাদার কেয়ার নিশ্চিত করা, পাশাপাশি নবজাতককে প্রথম এক বছর সমন্বিত চিকিৎসার অধীনে রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্বে প্রতি বছর দেড় কোটি অপরিণত নবজাতক জন্ম নেয়। তাদের মধ্যে ১০ লক্ষ নবজাতক বিভিন্ন জটিলতায় মারা যায়। এই সংখ্যা মোট নবজাতকের মৃত্যুর ৩৫ শতাংশ উল্লেখ করে এম এ মান্নান বলেন, 'প্রিম্যাচিউর নবজাতকদের জন্য সঠিক চিকিৎসা ও পরিচর্যা অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি ও সঠিক যত্নসহ ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’ পদ্ধতির মাধ্যমে প্রিম্যাচুর নবজাতকদের জীবন রক্ষা ও সুস্থতা বৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।'

সেমিনারে ‘লং-টার্ম নিউরোডেভেল্পমেন্টাল আউটকামস ইন প্রিম্যাচুর ইনফান্টস: এ্যাভিডেন্স-বেইসড স্ট্র্যাটেজিস ফর ফলোআপ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউর পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কানিজ ফাতেমা।

তিনি বলেন, 'যে সকল শিশু অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে তাদের মধ্যে ১০ শতাংশ থেকে ৫০ শতাংশের ভবিষ্যতে স্নায়বিক বিকাশজনিত সমস্যা যেমন: সেরিব্রাল পালসি, অটিজম, অতিচঞ্চলতা, মৃগীরোগ ইত্যাদি হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য অপরিণতভাবে জন্মগ্রহণকারী শিশুদের জন্মের প্রথম এক বছর সমন্বিত চিকিৎসার অধীনে রাখা প্রয়োজন।'

‘প্রিম্যাচুর বার্থ: এ্যান্টেন্যাটাল পারসপেক্টিভ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ফিটোম্যাটার্নাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তাবাসসুম পারভীন।

তিনি বলেন, 'বিশ্বের সর্বোচ্চ প্রি-টার্ম জন্মের হার বাংলাদেশে, যা ১৬ দশমিক ২ শতাংশ। এ অবস্থা মোকাবিলায় প্রাক-গর্ভাবস্থার যত্ন, অন্তঃসত্ত্বা মায়ের যত্ন, প্রসবকালীন যত্ন এবং অন্তত চারটি পোস্টনেটাল যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাক-গর্ভাবস্থা এবং শুরুর অন্তঃসত্ত্বা যত্নে ঝুঁকি নির্ধারণ করা উচিত। যেমন- কিশোর বয়সে গর্ভধারণ, একাধিক গর্ভাবস্থা, সংক্রমণ, দীর্ঘমেয়াদী রোগ, অতিরিক্ত কাজের চাপ, জীবনযাত্রার আচরণ, অপুষ্টি এবং এগুলোর চিকিৎসা করা। যখন প্রি-টার্ম ডেলিভারির ঝুঁকি থাকে, তখন নবজাতকের শ্বাসপ্রশ্বাসের কষ্ট কমাতে অন্তঃসত্ত্বা মা কে কর্টিকোস্টেরয়েড দেওয়া উচিত। শিশুর নিউরোপ্রটেকশনের জন্য মায়ের ম্যাগনেসিয়াম সালফেট, অ্যান্টিবায়োটিকস এবং টোকোলাইটিক্স ব্যবহার করা উচিত।  ডেলিভারির পর সব প্রি-টার্ম নবজাতকের ক্যাঙ্গারু মাদার কেয়ার দরকার। সর্বনিম্ন খরচে অথবা কোনো খরচ ছাড়াই এসব প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রি-টার্ম জন্মের তিন-চতুর্থাংশ কমিয়ে আনতে পারি।'

সেন্ট্রাল সেমিনার সাব কমিটির চেয়ারপারসন অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে এবং ডা. খালেদ মাহবুব মোর্শেদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ ও শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

আরিফ সাওন/নাবিল/সিফাত

গাজীপুরে হামলায় জড়িতদের বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১২ পিএম
গাজীপুরে হামলায় জড়িতদের বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : সংগৃহীত

গাজীপুরে হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে মারামারিতে আহত হয়েছে অন্তত ১৫ জন।

এর মধ্যে ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

আহতরা হলেন- শুভ শাহরিয়া (১৬),  ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭), হাসান (২২), রৌহান আহমেদ (২২), ওমর হামজা (২২), ছাব্বির খান মিলন (২২), নাঈম (২১), ইয়াকিব (২৩)।

হাসপাতলে আহতদের মধ্যে সৌরভের বন্ধু পিয়াস জানায়, রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে যায়। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের ওপর হামলা চালায়। এতে তার বন্ধুসহ অনেকেই আহত হয়।

অমিয়/

গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলায় আহত ১১ জন ঢামেকে

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম
গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলায় আহত ১১ জন ঢামেকে
গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত ১১ জনকে ঢামেকে আনা হয়েছে। ছবি: খবরের কাগজ

গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার সময় প্রতিপক্ষের হামলায় আহত ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

আহতরা হলেন- শুভ শাহরিয়া(১৬),  ইয়াকুব(২৪), সৌরভ (২২),কাশেম (১৭), হাসান (২২), রৌহান আহমেদ (২২),ওমর হামজা (২২), ছাব্বির খান মিলন(২২) নাঈম (২১) ও ইয়াকিব (২৩)।

আহত সৌরভের বন্ধু পিয়াস জানান, রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে যান। এর পর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের উপরে হামলা চালান। এতে তার বন্ধুসহ আহত হন অনেকেই। এদের মধ্যে পাঁচজনকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আনা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক জানান, গাজীপুর থেকে শনিবার সকাল পর্যন্ত আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। এর মধ্যে সাতজনকে ভর্তি দেওয়া হয়েছে।

ঢামেকের উপ-পরিচালক ডা. আশরাফুল আলম বলেন, ভর্তি সাতজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। আহতেরর দেখতে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে আসেন।

পলাশ/পপি/

আবহাওয়ার পূর্বাভাস: ৬ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ পিএম
আবহাওয়ার পূর্বাভাস: ৬ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে
ছবি: খবরের কাগজ

রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

সুমন/

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশের ডাক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২ পিএম
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশের ডাক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৮ ফেব্রয়ারি) বেলা ১১টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছে নেতা-কর্মীরা।

এর আগে আজ ভোর চারটার দিকে তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ওই পোস্টে বলা হয়, ‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারাদেশের আপামর ছাত্রজনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।’

অমিয়/

জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার লড়াই: ফারুক ই আজম

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৮ এএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম
জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার লড়াই: ফারুক ই আজম
ছবি : খবরের কাগজ

ত্রাণ ও দুর্যোগবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল এক ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার লড়াই। যেখানে তরুণরা স্বৈরাচারী দমননীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তোলে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিটি চট্টগ্রাম শিল্পকলা অ্যাকাডেমির আর্ট গ্যালারিতে দুই দিনব্যাপী আর্ট এক্সিবিশন 'দ্য আর্ট অব ডেমোক্রেসি, ইউনিটিতে- জার্নি অব ইউনিটি' শুরু হয়। আর্ট এক্সিবিশন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ফারুক ই আজম বলেন, 'জুলাই বিপ্লবে ইতিহাস ধরে রাখার তরুণদের এমন উদ্যোগ যেন পূর্ণতা পায়। ইতোমধ্যে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারদের পাশে দাঁড়িয়েছে সরকার। আহতদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অনেককে বিদেশে চিকিৎসা করানো হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারটা যেন তাড়াতাড়ি হয়। আমরা আশাবাদী। আর বৈষম্য করা যাবে না। পুরো রাষ্ট্রকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে।'

মঞ্চে উঠে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থাপন করেন রাষ্ট্রীয় ক্ষমতার পক্ষ থেকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চিরকালীন প্রচেষ্টার বিষয়টি।

তিনি বলেন, '৫২ ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ; সব সংগ্রামই বৈষম্যের বিরুদ্ধে। জুলাই বিপ্লব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দ্বারা সৃষ্টি হলেও এটি মূলত ক্ষমতার বিরুদ্ধে মানুষের লড়াই। আর সেই বিপ্লবের ইতিহাস ধারণ করে এখন চলবে বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াই। এই স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়কে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছে এবং আমরা এই ঐক্য ধরে রাখব।' 

‘দ্য আর্ট অব ডেমোক্রেসি, ইউনিটিতে- জার্নি অব ইউনিটি’ প্রকল্পের পরিচালক মিনহাজ উদ্দিন বলেন, 'রক্তাক্ত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস ধরে রাখার গুচ্ছ প্রয়াস ‘দ্য আর্ট অব ডেমোক্রেসি, ইউনিটিতে জার্নি অব ইউনিটি’। বছরজুড়ে বিভিন্ন ক্যাম্পাসে চিত্রপ্রদর্শনী, তথ্যচিত্র নির্মাণ, আর্কাইভ বুক, ডাটাবেইজ ওয়েবসাইট থাকছে এ প্রকল্পে। 

প্রকল্পের উপদেষ্টা ওয়াহিদ জামান জানান, জুলাই বিপ্লবের ইতিহাসকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অপশক্তির বিরুদ্ধে ঐক্যের বার্তা পৌঁছে দিতে ডকুমেন্টারি নির্মাণ, আর্কাইভ বুক, ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত আজকে জুলাই বিপ্লবের বিভিন্ন ঘটনাপ্রবাহের চিত্রপ্রদর্শনীর মধ্য দিয়ে পুরো প্রকল্পটির উদ্বোধন করা হয়েছে।

‘ঐক্যের গণজোয়ারে আবারও এক হই'- এ স্লোগানে শুরু হওয়া প্রদর্শনী উদ্বোধনের পর আগত অতিথি ও দর্শনার্থীরা শিল্পকলার আর্ট গ্যালারি দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রদর্শনীস্থল ঘুরে দেখেন। ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬০টি ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে। 

এর আগে জুলাই বিপ্লবের ইতিহাসভিত্তিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক ই আজম।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে গণ-অভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি, আন্দোলনকারীদের স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ আন্দোলনের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

প্রদর্শনীটি শুক্র ও শনিবার দুই দিন চলবে।

জোবাইদা/