
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানীর উত্তরায় গুলিতে মীর মাহফুজুর রহমান মুগ্ধ নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ করেছে তার পরিবার। পরিবারের পক্ষে মুগ্ধর ভাই স্নিগ্ধ এ অভিযোগ করেন। কারও নাম উল্লেখ না করে বৃহস্পতিবার (১৬ জানুযারি) এ অভিযোগ করেন তিনি।
মীর মুগ্ধ গত ১৮ জুলাই আন্দোলনের সময় রাজধানীর আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের স্নিগ্ধ বলেন, ‘মুগ্ধ গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে একটা বিতর্ক ছিল- যে গুলিটা পুলিশের মধ্য থেকে করা হয়েছে, নাকি বাইরের কেউ করেছে, অথবা স্নাইপার করেছে কি না। তবে আমাদের কাছে যে প্রমাণ আছে, তার ভিত্তিতে আমরা বলতে পারি পুলিশের পক্ষ থেকে এ গুলি চালানো হয়েছে। আমরা যে ভিডিও সংগ্রহ করেছি, সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, পুলিশের গুলিতেই মুগ্ধর জীবন গেছে।’
মুগ্ধর আরেক ভাই দীপ্ত বলেন, ‘আমরা ট্রাইব্যুনালে অভিযোগ করেছি মুগ্ধর পুরো ঘটনার ওপর। চিফ প্রসিকিউটরও আমাদের এ বিষয়টিতে সম্মত হয়েছেন। আমরা প্রাথমিক অভিযোগে কোনো নাম দিইনি। তারাই এটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে নামগুলো আসবে। এই প্রাণঘাতী অস্ত্র কে ব্যবহার করার অনুমতি দিয়েছে, এসবসহ একে একে নামগুলো আসবে। যে কারণে আমাদের অভিযোগে কোনো নাম দিইনি আমরা। আমরা আশা রাখছি, এই সরকার এবং ট্রাইব্যুনাল আমাদের আশা পূরণ করতে সক্ষম হবে।’