ঢাকা ২৬ মাঘ ১৪৩১, রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
English
রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম
হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ বাজারের ট্যানারি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল পৌঁনে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে দুপুর দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করলেও পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

এ দিকে আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেছে সেনাবাহিনী ও বিজিবি।

আগুন লাগার পর ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

নাবিল/এমএ/

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৮২

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৫ এএম
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৮২
ছবি : খবরের কাগজ

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ মোট ৮২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জেলার পাঁচ থানায় ৪০ জন ও মহানগরের আট থানায় ৪২ জন।

আটকদের সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানা গেছে।

গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এই তথ্য জানান।

জেলার বিভিন্ন থানা এলাকায় এখনও অভিযান চলমান রয়েছে।

তিনি জানান, গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্ন ভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন।

তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে।

গাজীপুর মহানগরের আটটি থানায় মোট ৪২ জনকে আটক করে মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে মহানগরের পূবাইল থানায় দুইজন, মেট্রো সদর থানায় ১৬ জন, বাসন থানায় সাতজন, টঙ্গী পূর্ব থানায় সাতজন, গাছা থানায় পাঁচজন, কোনাবাড়ি থানায় দুইজন ও কাশিমপুর থানায় তিনজনকে আটক করে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশন মো. জাহিদুল হাসান জানান, গাজীপুর মহানগর বিভিন্ন থানা এলাকায় গত দুই দিন যাবৎ অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ। অভিযান চলমান রয়েছে।

পলাশ প্রধান/অমিয়/

বঙ্গবন্ধুর নাম ফেলে বিএসএমএমইউতে নতুন ব্যানার

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ এএম
বঙ্গবন্ধুর নাম ফেলে বিএসএমএমইউতে নতুন ব্যানার
ছবি: সংগৃহীত

এবার পাল্টে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম। এর নতুন নাম দেওয়া হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রতিষ্ঠানটির দেয়ালে এই নামে ব্যানার দেখা যায়।

গত বুধবার রাত ১২টার দিকে বিএসএমএমইউর ‘সি’ ব্লক ভবনে টাঙানো সাইনবোর্ড খুলে ফেলা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আরও একাধিক স্থান থেকে খুলে ফেলা হয় বঙ্গবন্ধুর নামসংবলিত সাইনবোর্ড।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিএসএমএমইউয়ে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা নতুন নামের এই ব্যানার টাঙিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কিছু জানাতে পারেনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়, নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। আগামী দুই থেকে তিন কর্মদিবসের মধ্যে এ নিয়ে দাপ্তরিক সিদ্ধান্ত আসতে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘অনেক নাম আমাদের প্রস্তাবে রয়েছে। ছাত্রদের দেওয়া নামের সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে দ্রুত নতুন প্রজ্ঞাপন আসবে।’
অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে গত ৫ ফেব্রুয়ারি ছাত্র-জনতা ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ওই ঘটনার পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা প্রতিষ্ঠান ও হলের নাম পরিবর্তন করা হয়েছে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামও বদলে গেল।

ওসিকে হুমকি দিয়েও ধরাছোঁয়ার বাইরে

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ এএম
ওসিকে হুমকি দিয়েও ধরাছোঁয়ার বাইরে
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে হুমকি দেওয়া মো. সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে হুমকি দেওয়া মো. সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এ ছাড়া তিনি এখনো অনেককে হুমকি দেওয়া অব্যাহত রেখেছেন। 

গত ২১ অক্টোবর নগরের চান্দগাঁও থানা এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন স্থানীয় ইট-বালির ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীন। অভিযোগ রয়েছে, এ সময় সাজ্জাদ তার দলবলসহ হাজির হয়ে গুলি করে আফতাব উদ্দিনকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা সাজ্জাদসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

এর আগে গত ২৯ আগস্ট রাতে নগরের অক্সিজেনের কুয়াইশ এলাকায় দুর্বৃত্তরা মো. আনিস ও মাসুদ কায়সার নামে দুজনকে গুলি চালিয়ে হত্যা করে। এই জোড়া হত্যার আলাদা মামলায় সাজ্জাদকে আসামি করা হয়। সে হিসেবে দুই মাসের ব্যবধানে তার বিরুদ্ধে তিনটি খুনের অভিযোগ উঠেছে। গত বছরের ৫ ডিসেম্বর পুলিশ সাজ্জাদকে ধরতে গেলে তিনি গুলি চালিয়ে পালিয়ে যান। এরপর থেকে ফেসবুকে তার কর্মকাণ্ড বেড়েছে। 

এর মধ্যে ‘এমডি সাজ্জাদ হোসাইন’ নামে আইডি থেকেই তিনি গত ২৮ জানুয়ারি রাত ১০টা ৩৯ মিনিটে লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দেন।

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর তৃতীয় লিঙ্গের শিলা ও আরেক নারীকে নিয়ে আপত্তিকর সব লেখা তিনি ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘আমার চোখের সামনে পড়িস না, পড়লে তোদের বাবারা তোদেরকে আর বাঁচাতে পারবে না।’ পোস্টে ওই দুজনের ছবিতে লাল ক্রস চিহ্ন দেন। সেই পোস্টের এক মাস ১৯ দিন পর গত সোমবার সন্ধ্যায় রাঙামাটির বেতবুনিয়ার একটি বাসা থেকে পুলিশ শিলার লাশ উদ্ধার করে। এদিকে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে নিয়মিত পোস্ট করেছেন সাজ্জাদ। 

এ ছাড়া তার স্ত্রী শারমিন আক্তার গত ১৫ জানুয়ারি নিজের ভ্রূণ হত্যা ও পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলে ছয়জনকে আসামি করে একটি মামলা করেন। ‘অল হোপ ইটস গন’ নামে একটি পেজও চালান সাজ্জাদ। ওই পেজে তিনি ওসি আরিফকে নিয়ে বিভিন্ন পোস্ট, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ও সংবাদ শেয়ার করেন। 

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফয়সাল আহম্মেদ বলেন, ‘সাজ্জাদকে গ্রেপ্তারে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তার অবস্থান জানতে পারলে আমরা তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করব।’ 

রাঙামাটির কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘শিলা হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। তাকে নিয়ে মো. সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ পোস্ট দিয়েছিলেন। কিন্তু আপাতত তার কোনো সম্পৃক্ততা আমরা পাইনি।’ 

সৌদি আরবের মাল্টিপল ভিসা পাবে না বাংলাদেশসহ ১৪ দেশ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ এএম
সৌদি আরবের মাল্টিপল ভিসা পাবে না বাংলাদেশসহ ১৪ দেশ
প্রতীকী ছবি

সৌদি আরব নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে সৌদি সরকার পর্যটন, ব্যবসা এবং শ্রমিকদের পারিবার ভ্রমণের জন্য বাংলাদেশসহ ১৪টি দেশের এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

গত ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হয়েছে। 

১৪ দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া,  ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, সুদান, ইয়েমেন ও তিউনিসিয়া।

নতুন নিয়ম অনুসারে ১৪টি দেশের পর্যটকরা এখন সর্বোচ্চ ৩০ দিনের একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরাহ ভিসায় এর প্রভাব পড়বে না।

সৌদি আরবের কর্মকর্তারা বলেন, অনেক মাল্টিপল রি-এন্ট্রি ভিসাধারী ভিসা-নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিয়েছে।

মেহেদী/

জবাবদিহিতার মধ্যে রাখাই সাংবাদিকদের কাজ : সহকারী প্রেস সচিব

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ এএম
জবাবদিহিতার মধ্যে রাখাই সাংবাদিকদের কাজ : সহকারী প্রেস সচিব
ছবি : খবরের কাগজ

সবার চাওয়া যখন এক হয়ে গেছে তখনই সেটা হলো জুলাই বিপ্লব। আপনি যে প্রতিষ্ঠানের সাংবাদিক হবেন সে প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মধ্যে রাখাই আপনার মূল কাজ। নোবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে জুলাই বিপ্লব ও ক্যাম্পাস সাংবাদিকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রেসক্লাবের আয়োজনে জুলাই বিপ্লব ও ক্যাম্পাস সাংবাদিকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (৮ ফেব্রুয়ারি) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি আজহারুল মিজানের সভাপতিত্বে সেমিনারে মূখ্য আলোচক ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

মূখ্য আলোচক প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, 'সাংবাদিকতা করার মধ্য দিয়ে অনেকগুলো মহৎ কাজ আপনারা বাই-প্রোডাক্ট হিসেবে করতে পারবেন। সাংবাদিকরা গত ষোল বছর যেভাবে সাংবাদিকতা করার কথা ভেবেছেন সেভাবে হয়তো করতে পারেননি। মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই অর্ন্তবর্তীকালীন সময়ে আপনারা সাংবাদিকতাকে উপভোগ করেন। এ সময় সাংবাদিকতার জন্য আপনাদেরকে কেউ গলা চেপে ধরবেনা।'

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, চব্বিশের এ বিপ্লবে আমরা একটা বড় প্রজন্মকে হারিয়েছি তাদের বিনিময়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগকে যেন আমরা সবাই কাজে লাগাই সেটাই আমাদের আজকের প্রতিপাদ্য হওয়া উচিৎ। ক্যাম্পাসে সাংবাদিকতা সব সময়ই একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। বিশেষ করে বিগত ষোল সতেরো বছরে কোনো দুর্নীতি, নিয়োগ অনিয়ম, সন্ত্রাসী কর্মকাণ্ড বিষয়ক কোনো সংবাদ প্রচারিত হলে প্রত্যেক সাংবাদিককে বিভিন্ন কারণে নিপীড়িত, নির্যাতিত ও নিষ্পেষিত হতে হয়েছে। আমাদের নোবিপ্রবির সাংবাদিক বন্ধুগণ, আমাদের প্রিয় শিক্ষার্থীরাও এর বাইরে ছিলোনা। অনেকেই অনেকভাবে নির্যাতিত হয়েছেন।

তিনি আরও বলেন, 'আমরা চাই বিপ্লবের পরবর্তী এই নতুন বাংলাদেশে এ ধরণের পরিস্থিতি যেন আর না হয়। আমাদের শিক্ষার্থীরাসহ সারা দেশে যারা সাংবাদিকতায় যুক্ত আছেন তারা সমাজ ও দেশের দর্পণ। আমরা চাই তারা অন্যায়কে তুলে নিয়ে আসুক, ন্যায়কে প্রচার করুক, অসত্যকে তুলে নিয়ে আসুক, কীভাবে সত্য দিয়ে কাজ করা যায় সেটাকে প্রচার করুক। অনুসন্ধানী সাংবাদিকতা করুক এবং দুর্নীতিসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রথম ব্যক্তিই যেনো আমাদের সাংবাদিক ভাইয়েরা হয় সেটাই হওয়া উচিৎ আমাদের এই জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য অন্যতম বিষয়।'

নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি আজহারুল মিজানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন নোবিপ্রবি প্রেসক্লাবের উপদেষ্টা ড. মো  আবদুল কাইয়ুম মাসুদ এবং  কামারুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন নোবিপ্রবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রাহী রহমান। নোবিপ্রবি প্রেসক্লাবের সহসভাপতি জাহিদুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া। এ সময় নোবিপ্রবি ১৫তম ব্যাচের শিক্ষার্থী তানভীরুল ইসলাম সম্পাদিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

নোবিপ্রবি প্রেসক্লাবের সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।

কাউসার আহমেদ/জোবাইদা/