ঢাকা ২ ফাল্গুন ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
English
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে অন্তর্বর্তী সরকার

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ এএম
জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে অন্তর্বর্তী সরকার
প্রধান উপদেষ্টার প্রেস উইং

জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সংলাপ-পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে অভিমত চেয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসাবে গণুভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। আপনাদের সুচিন্তিত অভিমত চিঠি মারফত পাঠাতে পারেন- মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয় এ ঠিকানায়। 

আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত আপনাদের অভিমত জানাতে পারবেন। 

এ অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জুলাই ঘোষণাপত্র বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সংলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অমিয়/

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩৪৭

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম
অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩৪৭
খবরের কাগজ গ্রাফিকস

অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৪৭৭ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মিলে ৮৭০ জনসহ মোট ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, তিনটি ছুরি, দুটি রামদা ও তিনটি হাতুড়ি জব্দ করা হয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে যতদিন প্রয়োজন হবে ততদিন এই বিশেষ  অভিযান চালানো হবে বলে জানিয়েছে সরকার।

মেহেদী/

বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম
বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এই প্রথম কোনো জাতীয় পর্যায়ের স্টেডিয়ামের নাম বদল করল অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম দীর্ঘদিন ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এই স্টেডিয়ামে হয়েছে ক্রিকেট-ফুটবলসহ রাষ্ট্রীয় অনেক ক্রীড়া অনুষ্ঠানও। এখানেই হয়েছিল ২০০০ সালের বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট।

এর আগে ১২ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ের শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ১৫০টি স্টেডিয়ামের নাম বদল করে স্ব স্ব উপজেলার নামে নামকরণ করা হয়েছে।

মেহেদী/

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ২৬ দল ও জোটের শতাধিক নেতার অংশগ্রহণ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ২৬ দল ও জোটের শতাধিক নেতার অংশগ্রহণ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে ২৬ দল ও জোটের শতাধিক নেতা অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বেইলী রোডের ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া এ বৈঠকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এ বৈঠককে ‘ঐতিহাসিক দিন’ আখ্যায়িত করে শফিকুল আলম বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। এটা প্রস্তুতিমূলক সভা। আমরা যতগুলো দলকে আমন্ত্রণ জানিয়েছি সবাই এসেছেন।

বৈঠকে আমন্ত্রিত দল ও জোটের বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক কমিটি, এলডিপি, এবি পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ডেমোক্রেটিক লেফট ইউনিটি, লেবার পার্টি, বাংলাদেশে জাসদ, গণঅধিকার পরিষদ, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় সমাজতান্ত্রিক দল-(জেএসডি), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, জমিয়তে উলামায়ে ইসলামী, জাতীয় মুক্তি কাউন্সিল, গণফোরাম, আমজনতার দল, লেফট ডেমোক্রেটিক এলায়েন্স ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠকে অংশ নেন।

শনিবার বিকাল ৩টায় শুরু হওয়া এ বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য দেন। এর আগে বৈঠকে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর নেতারা ২টার পর থেকে সভায় আসতে শুরু করেন।

গত বুধবার সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। যার সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সহ-সভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ।

কমিশনের অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

বৈঠকে কমিশন আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশগুলো বিবেচনা করবে। এছাড়া কমিশন জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে।

শফিকুল ইসলাম/মাহফুজ

 

জুলাই চার্টারের ওপর নির্ভর করছে নির্বাচনের তারিখ: প্রেস সচিব

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম
জুলাই চার্টারের ওপর নির্ভর করছে নির্বাচনের তারিখ: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্ভর করছে ‘জুলাই চার্টারের’ ওপর  বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরুর আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

‘জুলাই চার্টার’ কী, ব্যাখ্যা করে প্রেস সচিব বলেন, ‘আমরা আশা করছি, ছয়টি সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে; সেগুলো পুঙ্খানুপুঙ্খুভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে এই কমিশনের আলাপ হবে। আলাপের পর সব পলিটিক্যাল পার্টির ঐকমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেবে, সেটা সবাই অর্থাৎ রাজনৈতিক দলগুলো সাইন বা সই করবে। সেই সাইনড ডকুমেন্টটা হবে জুলাই চাটার্ড।’

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং তার পরে আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি; কীভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে, সেটার জন্যই আজকের রাজনৈতিক সংলাপের সূচনা বলেও জানান তিনি।

শফিকুল আলম বলেন, ‘আপনারা দেখেছেন যে, প্রধান উপদেষ্টা বলেছেন যে, মোস্ট লাইকলি ইলেকশনটা হবে ডিসেম্বরের মধ্যে। সে ক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব। আর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিগুলো বাস্তবায়ন করবে।

এমএ/

রাজধানীর ইসলামবাগে অগ্নিকাণ্ড

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম
রাজধানীর ইসলামবাগে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

রাজধানীর ইসলামবাগের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগের ২টি, পলাশীর ২টি, সিদ্দিকবাজারের ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মেহেদী/