ঢাকা ৬ ফাল্গুন ১৪৩১, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
English
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

বিএফআইইউয়ের সাবেক প্রধান গ্রেপ্তার

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৪১ পিএম
বিএফআইইউয়ের সাবেক প্রধান গ্রেপ্তার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন । ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

শনিবার (১৮ জানুয়ারি) সকালে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, গত ২ জানুয়ারি দুদক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

মামলার উল্লেখ করা হয়েছে, মাসুদ বিশ্বাস নিজের নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। সেগুলো ভোগদখল করায় তিনি অন্যায় করেছেন এবং যা শাস্তিযোগ্য অপরাধ। আর এ কারণে দুদক তার বিরুদ্ধে মামলা করেছে।

এদিকে গত বছরের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ পাওয়ার পর দুদক চার সদস্যদের একটি কমিটি গঠন করে এবং অনুসন্ধানে নামে সংস্থাটি। 

তাওফিক/ 

সাবেক মন্ত্রী রেজাউল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম
সাবেক মন্ত্রী রেজাউল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম

অবৈধ উপায়ে প্রায় ১২ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং তার স্ত্রী ফিরোজা পারভীনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় রেজাউল করিমের ১২টি অ্যাকাউন্টে প্রায় ৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

শ ম রেজাউল করিমের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি মন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে ৮ কোটি ৮৬ লাখ ১১ হাজার ৪২৫ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নিজ নামে ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৮৩৪ টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে।

অন্য মামলায় রেজাউল করিমের স্ত্রী ফিরোজা পারভীন আক্তারের বিরুদ্ধে ৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৩৯৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় শ ম রেজাউল করিমকে সহযোগী আসামি করা হয়েছে। 

 

 

২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম
২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি
খবরের কাগজ গ্রাফিকস

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে পাঁচটি প্রজ্ঞাপনে প্রতিটিতে ছয়জন করে এবং আরেকটিতে তিনজন কর্মকর্তাকে ওএসডি করার কথা জানানো হয়েছে। তারা সবাই ২০১৮ সালের নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, একাদশ জাতীয় নির্বাচনের পর যেসব এসপি ও ইউনিট প্রধানরা বিপিএম-পিপিএম পদক পেয়েছিল তাও বাতিল করা হয়েছে। একই কারণে এর আগে ওএসডি করা হয় ১২ ডিসিকে।

তবে এসডির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। জানানো হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

ওএসডি করা কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন

ডিএসসিসির ১০ স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম
ডিএসসিসির ১০ স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০ স্থাপনার নাম পরিবর্তন করে আগের নামকরণ করার সুপারিশ করেছে পরিচালনা কমিটি। কমিটির চতুর্থ করপোরেশন সভায় এই সুপারিশ করা হয়।

বুধবার (১৯ জানুয়ারি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কয়েকটি স্থাপনা/প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা এই স্থাপনাগুলোর নাম পরিবর্তন করে নিজেদের পছন্দের ব্যক্তিদের নামে নামকরণ করে। ১০টি স্থাপনার মধ্যে রয়েছে তিনটি সড়ক, চারটি পার্ক, একটি সেতু ও দুইটি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র।

‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণির নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘ইনার রিং সড়ক’, ‘বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণির নাম পরিবর্তন করে পূর্বের ‘ঝাউচর প্রধান সড়ক’, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণির নাম পরিবর্তন করে পূর্বের ‘কামরাঙ্গীরচর লোহারপুল- বুড়িগঙ্গা সড়ক’, কলাবাগানের ‘শহিদ শেখ রাসেল শিশু পার্ক’ এর নাম পরিবর্তন করে পূর্বের ‘কলাবাগান শিশু পার্ক’, যাত্রাবাড়ির ‘শহিদ শেখ রাসেল শিশু পার্ক’ এর নাম পরিবর্তন করে পূর্বের ‘যাত্রাবাড়ী শিশু পার্ক’, ‘মেয়র শেখ তাপস সেতুর নাম পরিবর্তন করে পূর্বের ‘কামরাঙ্গীরচর ব্রিজ’, ‘হোসেন শহিদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’ এর নাম পরিবর্তন করে পূর্বের ‘শহিদ জিয়া শিশু পার্ক’, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’, এর নাম পরিবর্তন করে পূর্বের ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’, এর নাম পরিবর্তন করে পূর্বের ‘সরাফতগঞ্জ পার্ক’, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ এর নাম পরিবর্তন করে পূর্বের ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ করার সুপারিশ করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতিত ফ্যাসিস্ট সরকারে সাথে জড়িত ব্যক্তিবর্গের নামে নামকরণকৃত এসব স্থাপনার আগের নামে নামকরণ করার সুপারিশ করা হয়।

এছাড়া নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পবিত্র রমজান মাসের আগে বিভিন্ন রাস্তায় সৃষ্ট পিটহোলগুলো মেরামতের নির্দেশনা দেওয়া করা হয়।

ডিএসসিসি প্রশাসক মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচালনা কমিটির ২৫ জন সদস্য সভায় অংশ নেন।

এছাড়া সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মো. শাহজাহান মিয়া বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন জনপ্রত্যাশা সৃষ্টি হয়েছে। সীমিত সম্পদ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে ব্যবহারের মাধ্যমে এই জনপ্রত্যাশা পূরণে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

আরিফ সাওন/এমএ/

বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম
বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুরে কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। চার দিনের ব্যবধানে চালু থাকা দুটি ইউনিটের বয়লারের পাইপে ছিদ্র (লিকেজ) দেখা দেয়। এতে একটি গত শনিবার এবং অপরটি গতকাল মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়।

কর্তৃপক্ষ বলছে, আগামী এক সপ্তাহের মধ্যে একটি এবং দুই সপ্তাহের মধ্যে অপর একটি ইউনিট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

জানা গেছে, বড়পুকুরিয়ার কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হয়ে আসছে। তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট মিলে মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৫০ মেগাওয়াট। ৩ নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাসম্পন্ন।

এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। সচল ছিল ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট। এই দুই ইউনিট থেকে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যোগ করা হতো। তবে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত শনিবার ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেওয়া হয়। চালু ছিল শুধু ১ নম্বর ইউনিট। সেই ইউনিটে বয়লারে ছিদ্র হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গতকাল মঙ্গলবার বিকেলে সেটিও বন্ধ হয়ে যায়। ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেল বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম। এতে উত্তরাঞ্চলে বিদ্যুৎ-বিভ্রাটের শঙ্কা রয়েছে। 

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক খবরের কাগজকে বলেন, ‘প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় ১ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়লারটি ঠাণ্ডা হলে মেরামতকাজ শুরু হবে। আগামী এক সপ্তাহের মধ্যে উৎপাদনে ফেরার সম্ভাবনা রয়েছে।’ রমজানের আগেই ৩ নম্বর ইউনিটও চালু করা সম্ভব বলেও জানান তিনি।

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম
বেবিচক চেয়ারম্যানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান অ্যায়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেবিচক সদর দপ্তরে এসে এই সাক্ষাৎ সংঘটিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাক্ষাতের সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নমূলক কাজ, নতুন ফ্লাইট চালুর সম্ভাবনা, বাংলাদেশে বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে।

অ্যাভিয়েশন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনার বিষয়টিও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।