
চট্টগ্রামে ব্রিটিশ এক নাগরিকের হারানো জিনিসপত্র খুঁজে দিয়েছে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ। আর এতে বেজায় খুশি ওই ব্রিটিশ নাগরিক। দ্রুত সময়ে হারানো জিনিস ফিরে পেয়ে তিনি পুলিশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশের পুলিশের দক্ষতার প্রশংসা করেছেন।
বুধবার (২২ জানুয়ারি) সকালে এসব জিনিসপত্র তাকে তুলে দেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। এ সময় ওই ব্রিটিশ নাগরিককে ছবিতে হাসিমুখে দেখা গেছে।
তার হারিয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে রয়েছে হাতব্যাগ, দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা ও ব্যাংকের একটি চেক বই, মোবাইল সেটসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জুবিলী রোড টাওয়ার ইন হোটেল থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে লাভ লেইন ইস্টার্ন ব্যাংকের সামনে নেমে যাওয়ার পর হাতব্যাগটি হারিয়ে ফেলেন আন্দরকিল্লা আহসান মঞ্জিলের বাসিন্দা মৃত আবু জাফরের কন্যা তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী চন্দনাইশের জাফরাবাদ এলাকার মৃত আমিন শরীফের ছেলে মো. ওয়াসিউর রহমান (৮৪)।
ভুল করে হাতব্যাগটি অটোরিকশায় রেখে ব্যাংকে প্রবেশ করেন দুই ব্রিটিশ নাগরিক। তারা সেই অটোরিকশাটি আর খুঁজে না পেয়ে থানা, জেলা প্রশাসক ও ব্রিটিশ হাইকমিশনসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি জানান।
কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদেরকে বহনকারী সিএনজি অটোরিকশাটি খুঁজে বের করি। তথ্যপ্রযুক্তির সাহায্যে রাত ৮টায় বাকলিয়া থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া হাতব্যাগ উদ্ধার করি।
অমিয়/