ঢাকা ৬ ফাল্গুন ১৪৩১, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
English
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

মজুত ঠিক রাখতে ১০ লাখ টন চাল কিনবে সরকার: খাদ্য উপদেষ্টা

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:২০ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৩১ পিএম
মজুত ঠিক রাখতে ১০ লাখ টন চাল কিনবে সরকার: খাদ্য উপদেষ্টা
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: খবরের কাগজ

দেশে যেন খাদ্যঘাটতি না হয় সেজন্য ১০ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্য উপদেষ্টা।

তিনি বলেন, ‘খাদ্যঘাটতি মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এই চালের আমদানি নির্ভর করে, বোরো ধান উৎপাদনের ওপর। যদি উৎপাদন ভাল হয় তাহলে আমদানি কমবে, যদি কম হয় তাহলে বাড়তেও পারে।’ 

খাদ্য উপদেষ্টা বলেন, ‘অকাল বন্যার কারণে আমনের ঘাটতি হয়েছে। ঘাটতি হয়েছে আউশেও। আমাদের সামনে আছে বোরো। আমরা আশা করছি, যদি বোরো ভাল উৎপাদন হয়, তাহলে অনেক ক্ষেত্রে আমরা আমদানি কমাতে পারব। তবে এর জন্যে আমরা অপেক্ষা করব না। বিদেশ থেকে আমদানি অব্যাহত থাকবে।’

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন, ‘খাদ্যের মজুত ও সরবরাহ ঠিক রাখতে আমরা মাল্টিপল সোর্স ব্যবহার করব।’ 

তিনি বলেন, ‘ সাধারণত বোরো আহরণ শুরু হয় ১৫ এপ্রিলের পর থেকে। তবে হাওরের বোরো আগে ওঠে। আমাদের টার্গেট এই বোরো সংগ্রহ। এখানে ২৫ লাখ টন বোরো উতপাদন হয়। ওটার ওপরে আমরা গুরুত্ব দিচ্ছি। যেকোনো ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।’ 

তিনি বলেন, আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে চাল আমদানি করা হবে। তিন লাখ ৪১ হাজার মেট্রিক টন গম কেনা হবে। এরমধ্যে রাশিয়া থেকে দুই লাখ টন। চালের একটা বড় অংশ আসবে ভারত থেকে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিশ্বের যেকোনো দেশ থেকে চাল কেনা যাবে। কিন্তু ভারতে চালের দাম এবং পরিবহন খরচ কম থাকায় ভারত থেকে বেশি আমদানি করা হবে। এ ছাড়া পাকিস্তান থেকেও ৫০ হাজার মেট্রিক টন চাল কিনতে চুক্তি করা হয়েছে। আবার ভিয়েতনাম থেকে এক লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে আলোচনা চলছে।’ 

চালের দাম বৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমরা ত্রিশ টাকা দামে ওএমএসএ-এর মাধ্যমে চাল দিচ্ছি। টিসিবিও কম দামে চাল দিচ্ছে।’

খাদ্য উপদেষ্টা হিসেবে চালের দাম স্বাভাবিক কি না, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আরও কমলে ভালো, খুশি হব। তবে কৃষকের কথাও ভাবতে হবে। উৎপাদন ব্যয়ের কথাও চিন্তা করতে হবে।’ 

আনিসুর রহমান/সুমন/

প্রধান উপদেষ্টা একুশে পদক দেবেন বৃহস্পতিবার

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫১ পিএম
প্রধান উপদেষ্টা একুশে পদক দেবেন বৃহস্পতিবার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আগামীকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বেলা ১১টায় এ পদক বিতরণ করা হবে। পদক বিতরণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

একুশে পদকের জন্য মনোনীতরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা। সাংবাদিকতায় মাহ্ফুজ উল্লাহ (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত)। সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

৩ দাবিতে সচিবালয়ের সামনে গণ-অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যরা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ পিএম
৩ দাবিতে সচিবালয়ের সামনে গণ-অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যরা
ছবি: সংগৃহীত

তিন দাবিতে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যরা বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বেলা ১টায় ‘গণ-অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবার’ ব্যানারে তারা সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান নেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অবস্থান কর্মসূচি শেষ করে ফিরে যান। 

বুধবার সন্ধ্যায় খবরের কাগজকে এসব তথ্য জানান শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ।

তিনি বলেন, ‘প্রায় সাড়ে ৩টার ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে তারা ফিরে যান। পুলিশ তাদের নিরাপত্তা দিয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত ছিল।’ 

এর আগে সকালে শাহবাগে জড়ো হন তারা। পরে সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ের দিকে রওনা হয়ে বেলা ১টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান নেন। অবস্থান কর্মসূচিতে আহত ও শহিদ পরিবারের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে আহতরা এতে অংশ নেন।

আন্দোলনে আহত জিহাদ ইসলাম বলেন, ‘আমরা আহত ও শহিদ পরিবারের সঙ্গে বৈষম্য চাই না। তিনটি ক্যাটাগরি করা হয়েছে, তাদের মধ্যে একটা ক্যাটাগরির আহতরা মাসিক ভাতার সুবিধা পাবেন না, তা হতে পারে না।’

তাদের দাবিগুলো হলো— জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দুইটি ক্যাটাগরিতে রাখা; বিশেষ সুরক্ষা আইন করে নিহতদের পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা; এবং আহত ও শহিদ পরিবারের সুচিকিৎসা, মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ ও সমস্যা সমাধানের জন্য জরুরি হটলাইন চালু করা।

তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে: তথ্য উপদেষ্টা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম
তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে: তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। যে তরুণরা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সেই তরুণদের প্রতিনিধিত্ব প্রয়োজন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রেস ইনস্টিটিউটবাংলাদেশে (পিআইবি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসবের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে তরুণ সমাজের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে তারুণ্যের উৎসব আয়োজন করা হয়েছে। এই উৎসবের আদলে তরুণদের জন্য ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে, আগামী অন্তত দুই দশক তারা বাংলাদেশকে প্রভাবিত করবে। আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে, তা অনেকটাই তরুণদের ওপর নির্ভর করবে। যে সরকার কিংবা রাজনৈতিক দল তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করবে, তারাই সফলতা পাবে।

বিশ্ববিদ্যালয়ে পেশিশক্তিনির্ভর ছাত্ররাজনীতির অবসান হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদের দেশের কল্যাণে ইতিবাচক রাজনীতি করতে হবে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের গড়ে তুলতে হবে।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীসরকার তরুণদের নানামুখী কর্মকাণ্ডে যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। তরুণদেরও স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। বিগত ফ্যাসিবাদী শাসনেরসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে যারা জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং জনগণের বিপক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদেরও দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরবক্তৃতা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে সভাপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। আলোচনা পর্ব শেষে তারুণ্যের উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য নাজমুল আমীনের লেখা ‘জুলাই ম্যাসাকার’ কবিতার আবৃত্তির ভিডিও প্রদর্শিত হয়। এরপর তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ দেখানো হয়।

তিথি/এমএ/

 

শেখ হাসিনার গাড়িচালকের ছেলে রুবেল গ্রেপ্তার

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম
শেখ হাসিনার গাড়িচালকের ছেলে রুবেল গ্রেপ্তার
গ্রেপ্তার মো. রুবেল আহমেদ

অন্তর্বর্তী সরকার উৎখাতে ‘ষড়যন্ত্র করার’ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িচালকের ছেলে মো. রুবেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রুবেল ছাত্রলীগের রাজনীতি করতেন। তার বাবার নাম রাজ্জাক মাতব্বর। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে মোহাম্মদপুরের বছিলা মেট্রো হাউজিং এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতা রুবেলকে আদাবর এলাকার নেতা-কর্মী, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব দিয়েছিল আওয়ামী লীগ।’ 

রুবেলের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে জানিয়ে উপকমিশনার রানা বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলাও হতে পারে।’

গত ৭ ফেব্রুয়ারি শেখ হাসিনার গাড়িচালকের ছেলের বিরুদ্ধে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি পোস্ট দেন। যেখানে রুবেলকে নিয়ে একটি ‘বিশেষ’ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কথা জানিয়েছেন তিনি। রুবেলকে গ্রেপ্তারের পরও তার কর্মকাণ্ড নিয়ে একই কথা জানিয়েছে পুলিশ।

সাবেক মন্ত্রী রেজাউল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম
সাবেক মন্ত্রী রেজাউল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম

অবৈধ উপায়ে প্রায় ১২ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং তার স্ত্রী ফিরোজা পারভীনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় রেজাউল করিমের ১২টি অ্যাকাউন্টে প্রায় ৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

শ ম রেজাউল করিমের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি মন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে ৮ কোটি ৮৬ লাখ ১১ হাজার ৪২৫ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নিজ নামে ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৮৩৪ টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে।

অন্য মামলায় রেজাউল করিমের স্ত্রী ফিরোজা পারভীন আক্তারের বিরুদ্ধে ৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৩৯৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় শ ম রেজাউল করিমকে সহযোগী আসামি করা হয়েছে।