ঢাকা ৫ চৈত্র ১৪৩১, বুধবার, ১৯ মার্চ ২০২৫
English

ইসির তথ্য সংগ্রহ শেষ, নিবন্ধন শুরু হবে বুধবার

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম
ইসির তথ্য সংগ্রহ শেষ, নিবন্ধন শুরু হবে বুধবার
খবরের কাগজ গ্রাফিকস

২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ সোমবার (৩ ফেব্রুয়ারি) শেষ করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে এসব নতুন ভোটারের ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়াসহ নিবন্ধন সম্পন্ন করার কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। গতকাল ৩ ফেব্রুয়ারির মধ্যে যেসব ভোটারযোগ্য নাগরিক এই কার্যক্রমে যুক্ত হতে পারেননি, তারা নিজ নিজ এলাকায় ইসির সংশ্লিষ্ট রেজিস্ট্রেশনকেন্দ্রে গিয়ে তথ্য সরবরাহ করে ভোটার হতে, আগের এনআইডি সংশোধন এবং মৃত ভোটারদের বাদ দিতে পারবেন।

ইসির এই হালনাগাদ কর্মসূচি শুরু হয় গত ২০ জানুয়ারি। এবারের অভিযানে যেসব নাগরিকের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য সংগ্রহ করা হয়। এদিকে চলমান ভোটার হালনাগাদে নিবন্ধন কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গত রবিবার পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। কারণ নিবন্ধন কেন্দ্রগুলোতে ভোটার রেজিস্ট্রেশন কাজে ল্যাপটপ, ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইরিশ স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার, ডকুমেন্ট প্রিন্টারসহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতির ব্যবহার হবে। এ জন্য ভোটার রেজিস্ট্রেশনের তারিখগুলোতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন চেয়েছে সংস্থাটি।

ইসির তথ্য অনুযায়ী ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যে এবারের ভোটার হালনাগাদ কার্যক্রমে মাঠে রয়েছেন সংস্থাটির ৬৫ হাজার লোক। অন্যদিকে ২০২২ সালে নেওয়া ৩ বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রমও চলমান। এতে ১৮ লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে বলে জানিয়েছে ইসি, যা আগামী ২ মার্চে প্রকাশিতব্য চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করা হবে। 

সর্বশেষ হালনাগাদের তথ্য অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। আর চলমান হালনাগাদ কার্যক্রমে নতুন করে অন্তর্ভুক্ত হতে পারেন ৪০ থেকে ৪৫ লাখ ভোটার। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। ওই তালিকায় নতুন করে যোগ হয় প্রায় ১৯ লাখ নাগরিক। আর এবারের চলমান হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৪০ থেকে ৪৫ লাখ ভোটার অন্তর্ভুক্ত হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইউজিসিতে মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলাচেষ্টা

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:৪৯ পিএম
ইউজিসিতে মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলাচেষ্টা
ছবি: সংগৃহীত

সংবাদপ্রকাশের জেরে মব সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাংবাদিকের ওপর হামলা চেষ্টা হয়েছে। বুধবার (১৯ মার্চ) ইউজিসি ভবনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের নাম শিহাব উদ্দীন। তিনি অনলাইন নিউজ পোর্টাল ডেইলি ক্যাম্পাসের সিনিয়র রিপোর্টার। অভিযুক্তরা হলেন ইউজিসি চেয়ারম্যান অফিসে দায়িত্ব পালন করা সিনিয়র সহকারী সচিব মোহা. মামুনুর রশিদ খান ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অফিস সহায়ক খোকন খান।

ভুক্তভোগী জানান, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলামের পদত্যাগের দাবিতে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার খবর সংগ্রহ করতে বুধবার দুপুরে ইউজিসি কার্যালয়ে যান শিহাব। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ইউজিসির অফিস সহায়ক খোকন খান তাকে জেরা করতে শুরু করেন। এক পর্যায়ে মব সৃষ্টি করে তার ওপর হামলার চেষ্টা চালান। এসময় কর্মকর্তা মামুনসহ ১০ থেকে ১৫ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে মামুনুর রশিদ খবরের কাগজকে বলেন, আমি হামলার চেষ্টা করিনি। তাকে তর্ক-বির্তক থেকে চেয়ারম্যানের রুমে নিয়ে যাই।

খোকন খান বলেন, আমাকে নিয়ে করা নিউজ নিয়ে জানতে চেয়েছি কে তথ্য দিয়েছে। তখন একটু উত্তেজনায় কথা হয়েছে।

কবির/এমএ/

যুক্তরাষ্ট্রে গোলাপের ৯ বাড়ি-ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রে গোলাপের ৯ বাড়ি-ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক
ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আবদুস সোবহান মিয়ার (আবদুস সোবহান গোলাপ) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া তার নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৯টি বাড়ি ও ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক, যার বাজারমূল্য অন্তত ৩২ কোটি টাকা। দেশে থেকে টাকা পাচার করে তিনি বিদেশে ওই সব সম্পদ কিনেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপ ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নিজের ৫১টি ব্যাংক অ্যাকাউন্টে ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। তার নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ি রয়েছে। বিদেশে থাকা ফ্ল্যাট ও বাড়ির বাজারমূল্য অন্তত ৩২ কোটি টাকা। তিনি অবৈধ উপায়ে অর্জিত এসব অর্থসম্পদ গোপনে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন; যা ২০০৪ সালের ৫(২) ধারায় ফৌজদারি অসদাচরণ এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় অর্থ পাচারসংক্রান্ত শাস্তিযোগ্য অপরাধ।

ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা আসিফ

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:৫০ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৭:৫০ পিএম
ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা আসিফ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে উপদেষ্টা লিখেছেন, ‘স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর।

জনগণের প্রাত্যহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের ওপর নির্ভরশীল। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে। তাই জনগণের প্রাত্যহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বারবার বলছি। তবে এ বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনাই সর্বোত্তম।’ 

মাহফুজ

ডিবি হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ, তদন্তের দাবি এমএসএফের

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৬ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৯ পিএম
ডিবি হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ, তদন্তের দাবি এমএসএফের
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগের প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। 

বুধবার (১৯ মার্চ) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ১৫ মার্চ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হেজাজ বিন আলম ওরফে এজাজ (৩৪) কে ধানমন্ডির জিগাতলার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি পুলিশ গ্রেপ্তার করে। পরে একই দিনে সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

হেজাজের মৃত্যুর বিষয়ে তার পরিবার দাবি করেছে, জামিনে থাকা সত্ত্বেও ডিবি পুলিশ হাসপাতাল থেকে তাদের ছেলেকে ধরে নিয়ে যায় এবং তাদের হেফাজতেই হেজাজের মৃত্যু হয়। অন্যদিকে ডিবি হেফাজতে মৃত্যুর বিষয়টি অস্বীকার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এজাজ ডিবি হেফাজতে মারা যায়নি। কিছু দিন আগে গ্রেপ্তারের পর জামিনে বের হয় এজাজ। এরপর থেকে তিনি ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন। শনিবার (১৫ মার্চ) ভোররাত ৪টা ৪০ মিনিটে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান এজাজ। যেহেতু তার নামে মামলা রয়েছে, তাই ঢামেক হাসপাতালে তার সঙ্গে থানা পুলিশ ও ডিবি পুলিশ উপস্থিত ছিল।’

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ হেফাজতে গ্রেপ্তার ব্যক্তির মৃত্যু একটি অতীব গুরুত্বপূর্ণ ঘটনা। এমএসএফ মনে করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হেফাজতে মৃত্যুর বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। পুলিশের হেফাজতে মৃত্যুর অভিযোগের বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের দারি রাখে কারণ রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু জনমনে নানা প্রশ্নের উদ্রেক করে। রাষ্ট্রীয় হেফাজতে থাকা যেকোনো ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা পুলিশের আইনি দায়িত্ব। 

মাহফুজ/

রোহিঙ্গাদের ডেটাবেজ ব্যবহারের সম্মতি পেয়েছে ইসি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:১৩ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৫:২৮ পিএম
রোহিঙ্গাদের ডেটাবেজ ব্যবহারের সম্মতি পেয়েছে ইসি
ছবি : খবরের কাগজ

বাংলাদেশের আশ্রয় থাকা ১০ লাখ রোহিঙ্গার ডেটাবেজ ব্যবহারে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন- ইউএনএইচসিআর-এর সম্মতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৯ মার্চ) দুপুরে নির্বাচন ভবনে ইউএনএইচসিআর-এর সঙ্গে এ বিষয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

তিনি বলেন, বাংলাদেশের আশ্রয় থাকা ১০ লাখ রোহিঙ্গার ডেটা এনআইডি কার্যক্রমে ব্যবহার করতে পারবে নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিতে এবং নতুন করে যাতে ভোটার তালিকায় রোহিঙ্গারা অন্তভূক্ত হতে না পারে সেজন্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর-এর সার্ভার ব্যবহারের এক্সেস থাকবে সংস্থাটির এনআইডি বিভাগের।

হুমায়ুন কবীর বলেন, এর আগে রোহিঙ্গাদের ডেটা নির্বাচন কমিশনকে দিতে বাংলাদেশ সরকারের সঙ্গে ইউএনএইচসিআর-এর সাথে চুক্তি হয়েছে। শরণার্থী হিসেবে চট্টগ্রামের আশ্রয় শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশে নাগরিকত্ব (এনআইডি) পাওয়ার অপতৎপরতা রোধে এই ডেটা কার্যকর ভূমিকা রাখবে।

রোহিঙ্গাদের এই ডেটাবেজ রক্ষণাবেক্ষণে জনপ্রশাসন (মফা), নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর একসঙ্গে কাজ করবে। তবে ডেটাবেজ থাকবে ইসির হাতে।

বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি। এসব রোহিঙ্গারা অর্থের বিনিময়ে চক্রের সাহায্য নিয়ে জাতীয় পরিচয়পত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং অনেকে তা পেয়েও যাচ্ছে। এ সমস্যার একটি চিরস্থায়ী সমধানের জন্য ইউএনএইচসিআর-এর কাছে থাকা রোহিঙ্গাদের ডেটাবেজ ব্যবহার করতে চেষ্টা করছিল ইসি।

এতে রোহিঙ্গাদের আঙুলের ছাপ দিয়েই তাদের সনাক্ত করা যাবে এবং রোহিঙ্গা ভোটার হওয়ার যে প্রবণতা তা অনেকটাই হ্রাস পাবে বলেও মনে করেন এনআইডির মহাপরিচালক।

এলিস/অমিয়/