ঢাকা ৫ চৈত্র ১৪৩১, বুধবার, ১৯ মার্চ ২০২৫
English

প্রবাসীদের ভোটার করতে অস্ট্রেলিয়া-কানাডায় যাচ্ছে ইসির টিম

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২ পিএম
প্রবাসীদের ভোটার করতে অস্ট্রেলিয়া-কানাডায় যাচ্ছে ইসির টিম

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন করতে অস্ট্রেলিয়া ও কানাডায় যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে আগামী ২৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া এবং ৭ এপ্রিল কানাডায় যাবেন ইসির কারিগরি দলের সদস্যরা।

একই সঙ্গে যুক্তরাজ্যে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করতে আগামী ২৪ ফেব্রুয়ারি আরও একটি কারিগরি দল সেখানে যাবে। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ওই দেশে থাকা প্রবাসীদের অনলাইনের ভোটার করার কার্যক্রম উদ্বোধন করা হয়। বর্তমানে বিশ্বের ৭ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান।

গত ৫ ফেব্রুয়ারি ইসির জারি করা এক অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ইসির দুটি দল নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে। এরপর ৪ মার্চ দেশটিতে এনআইডি কার্যক্রম পরিদর্শনে যাবেন এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরের নেতৃত্বে ৫ সদস্যের আরও একটি দল। এ ছাড়া আগামী ৭ থেকে ২১ এপ্রিল কানাডায় ইসির দুটি কারিগরি দল কাজ করবে।

এতে আরও বলা হয়, ৭টি দেশে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম চলছে। তবে গত ৮ জানুয়ারি আরও ৪০টি দেশের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সংস্থাটি। ভোটার করার পাশাপাশি প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি কী হবে? তা নিয়েও চলছে নানামুখী পর্যবেক্ষণ।

বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ২ কোটি বাংলাদেশি বসবাস করছেন। প্রবাসীদের সংবিধান স্বীকৃত ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ শুরু হয় ২০১৯ সালের ১৮ নভেম্বর। তৎকালীন সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে প্রথম এনআইডি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব, মালয়েশিয়াসহ ৭টি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন করার কার্যক্রম চলছে। ইতোমধ্যে সৌদি আরব ছাড়া বাকি ৬টি দেশে প্রবাসী নাগরিকের হাতে স্মার্টকার্ড বিতরণকাজ চলমান। ইসির এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, এরপর পর্যায়ক্রমে ওমান, বাহরাইন, জর্ডান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া ও মালদ্বীপে এনআইডি কার্যক্রম চালু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন।

ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:৫৪ পিএম
ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের মৃত্যুবার্ষিকী আজ
কাজী গোলাম মাহবুব

১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ। ২০০৬ সালের এই দিনে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির জানান, এ উপলক্ষে তার জন্মভূমি গৌরনদীর ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জন্মভিটা লাখেরাজ কসবা গ্রামে মরহুমের পারিবারিক উদ্যোগে কোরআনখানি, কসবা জামে মসজিদে আলোচনা সভা, ইফতার মহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া জাতীয় ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ, ধানমন্ডি ভাষা আন্দোলন জাদুঘর ও গবেষণা কেন্দ্রে পৃথকভাবে মরহুম কাজী গোলাম মাহবুবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

কাজী গোলাম মাহবুব ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর লাখেরাজ কসবা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ওই বছরের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অনুষ্ঠিত হরতাল কর্মসূচিতে পিকেটিং করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা দিলে ভাষা আন্দোলন গড়ে ওঠে। এ সময় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক করা হয় কাজী গোলাম মাহবুবকে। 

কমলাপুর স্টেশনে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:০১ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০২:০৮ পিএম
কমলাপুর স্টেশনে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত
কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ছবি: সংগৃহীত

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এতে আপ ও ডাউন দুই লাইনে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে আপ লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘একটি কন্টেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউন লাইনে পেছন থেকে দুটি ক্যারেজ পরে যায়। এটি ১১টা ৩৫ মিনিটের দিকে ঘটে। পরে স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়। পরে দুপুর ১টার দিকে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়।’

তিনি বলেন, ‘ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ (বুধবার) ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে। বর্তমানে লাইন ক্লিয়ার করার কাজ চলছে।’

জয়ন্ত/পপি/

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল থেকে

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:৪৫ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ১২:৫২ পিএম
সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল থেকে
ছবি : খবরের কাগজ

বাংলাদেশের সমুদ্রের জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। 

বুধবার (১৯ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এইচ. এম. খালিদ ইফতেখার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩-এর বিধি ৩-এর উপবিধি (১) এর দফাতে (ক)  দেওয়া ক্ষমতাবলে, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হলো। 

সুমন/

রাজধানীতে এখনো জমে ওঠেনি ঈদবাজার , কেনাবেচা কম

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:৪১ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ১২:৪৩ পিএম
রাজধানীতে এখনো জমে ওঠেনি ঈদবাজার , কেনাবেচা কম
রাজধানীর বসুন্ধরা শপিংমলে ঈদের কেনাকাটা করছেন ক্রেতারা। ছবি: খবরের কাগজ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটা হচ্ছে। একই ছাতার নিচে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, জুতা, স্যান্ডেল, কসমেটিক্স কিনতে ক্রেতারা বিভিন্ন এলাকা থেকে আসছেন। দুপুরে ও ইফতারির পর মানুষ বেশি আসছেন। তবে ১৭ রমজান চলে গেলেও গত বছরের মতো এখনো সেভাবে জমে ওঠেনি। গত বছরের তুলনায় সব জিনিসের দাম বেশি। কেনাবেচা কম হচ্ছে।

মঙ্গলবার (১৮ মার্চ) শপিং কমপ্লেক্সের বিভিন্ন তলায় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

জানতে চাইলে এই শপিং কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত জেন্টলপার্কের ম্যানেজার হাবিবুর রহমান খবরের কাগজকে বলেন, ‘সকাল থেকেই কাস্টমার আসছেন। এটা-সেটা দেখছেন। কিন্তু গত বছরের তুলনায় বিক্রি কম হচ্ছে। আমাদের এখানে পাঞ্জাবি ২ হাজার ৪৯০ থেকে ৩ হাজার ৪৯০ টাকা, শার্ট ১ হাজার ৯৯০ থেকে ২ হাজার ৮৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ সময় মানিকগঞ্জ থেকে আসা টিপু নামে এক ক্রেতা জানান, ‘অন্য বছরের মতো এবারও বসুন্ধরায় কেনাকাটা করতে এসেছি। কারণ এখানে একসঙ্গে সব নামিদামি ব্র্যান্ডের পোশাক পাওয়া যায়। বিভিন্ন দোকানে ঘোরাঘুরির পর পছন্দ হওয়ায় শার্ট কিনলাম। দাম একটু বেশি মনে হচ্ছে।’ এর পাশে স্মার্টেক্সের বিক্রয়কর্মী সুজনও জানান, ‘বাচ্চা, লেডিস ও জেন্টস আইটেম বেশি বিক্রি হচ্ছে। অন্য দিনের তুলনায় ছুটির দিনে বেশি বিক্রি হচ্ছে। বর্তমানে কম হলেও সামনে ভালো বিক্রি হবে সেই আশায় আছি।’

এদিকে বাচ্চাদের জন্যও বিভিন্ন দোকান সাজিয়ে রেখেছে হরেক রকমের পোশাক। নিচতলার বেবি ড্রিমসের ম্যানেজার মো. ফয়সাল বলেন, ‘ভারত ও চীনের বিভিন্ন দামের পোশাক আনা হয়েছে। তবে যেভাবে আশা করেছিলাম এখনো বিক্রি হচ্ছে না। বাচ্চাদের ফ্রক দেড় হাজার থেকে ৭ হাজার টাকা, ছেলেদের গেঞ্জি ১ হাজার থেকে ২ হাজার টাকা পিস বিক্রি হচ্ছে।’

নিচ তলার মতো বসুন্ধরা সিটির দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে ইজি ফ্যাশন, আর্টিসান, টুয়েলভ, জেন্টলপার্ক, ইনফিনিটি, রিচম্যান, লুবনান, দর্জিবাড়ি, ইল্লিয়্যিন, ক্যাটস আই, এমব্রেলা, ফিট এলিগ্যান্স, রাইজ, র’নেশন, প্লাস পয়েন্ট, আড়ং, স্টাইল ইকো ফ্যাশন ব্র্যান্ডের শোরুম।

বিভিন্ন ব্র্যান্ডের শোরুমের বিক্রয়কর্মীরা ক্রেতাদের দেখে ডাক দিচ্ছেন। এই তলার রিচম্যান শোরুমে কথা হয় ম্যানেজার নুরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘অন্য এলাকার মতো এই মার্কেটেও আমরা বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি, শার্ট ও গেঞ্জি নিয়ে এসেছি। পাঞ্জাবি ২ হাজার ৭৫০ থেকে ৮ হাজার টাকা, শার্ট ২ হাজার ১৫০ থেকে ৪ হাজার ৪৫০ টাকা ও গেঞ্জি ১ হাজার ৯০ থেকে ২ হাজার ৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদ ঘনিয়ে আসায় বিক্রি হচ্ছে। তবে গত বছরের তুলনায় কম।’

শুধু এই সব দোকানেই নয়, ইজি ফ্যাশন, আড়ং, ইনফিনিটিসহ অন্য শোরুমেও ক্রেতাদের আনাগোনা দেখা গেছে। তারা পছন্দের পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি দেখছেন। দামে মিললেই কিনছেন। আড়ংয়ের বিক্রয়কর্মী রোকন আহমেদ বলেন, ‘ ঈদ ঘনিয়ে আসায় বিক্রি মোটামুটি ভালো। বাচ্চাদের ড্রেস, থ্রি-পিস, শাড়ি, জুতা, পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে। দুপুর ও ইফতারির পর বেশি বিক্রি হচ্ছে।’

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখানে ক্রেতা আসছেন। পছন্দ হলে কিনছেন। এ সময় আড়ংয়ের কাউন্টারে দেখা যায় লম্বা লাইন। যাত্রাবাড়ী থেকে আসা মাসুম জানান, ‘বিভিন্ন ব্র্যান্ডের দোকানে ঘোরাঘুরি করে অবশেষে আড়ং থেকে স্ত্রীর জন্য ৩ হাজার টাকায় একটা থ্রি-পিস কিনেছি। কিন্তু ক্যাশ কাউন্টারে দীর্ঘ লাইন। বাচ্চা কোলে নিয়ে ১৫ মিনিট থেকে দাঁড়িয়ে আছি। ভ্যাটের কারণে দাম বেশি দিতে হচ্ছে।’

বসুন্ধরা শপিং মলের বিভিন্ন ব্যবসায়ী ও বিক্রয়কর্মীরা জানান, সকাল থেকেই কেনাকাটা করতে প্রচুর মানুষ আসছেন। অনেকে বিকেলে কেনাকাটা করতে এসে এখানেই ইফতার করছেন। লেভেল ফোরে রয়েছে জ্যোতি, জামদানি হাউস, নীল আঁচল শাড়িজ, কালাঞ্জলী শাড়িজ, ঢাকা জামদানি কুটির, শাড়িবাজার, শালিমার, অর্চিসহ অনেক অভিজাত শাড়ির দোকান। লেভেল ফাইভে লারিভ, রেড এবং লেভেল সিক্সে বাটা, এপেক্স, ওরিয়ন, বে ইত্যাদির শোরুমে বিক্রেতারা ব্যস্ত সময় পার করেছেন। পোশাকের মতো বিভিন্ন কসমেটিক্স ও জুতা-স্যান্ডেলের দোকানেও দেখা গেছে ক্রেতাদের আনাগোনা। দামদরে মিললেই পছন্দের জিনিস কিনছেন। বিক্রেতারা বলেন, ঈদ ঘনিয়ে আসছে। বিক্রি বাড়বে। সেই আশায় আছি।

যেমন থাকবে আজকের আবহাওয়া

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ১২:৩২ পিএম
যেমন থাকবে আজকের আবহাওয়া
ছবি: সুমন বিশ্বাস, খবরের কাগজ

সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সুমন/