
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন করতে অস্ট্রেলিয়া ও কানাডায় যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে আগামী ২৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া এবং ৭ এপ্রিল কানাডায় যাবেন ইসির কারিগরি দলের সদস্যরা।
একই সঙ্গে যুক্তরাজ্যে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করতে আগামী ২৪ ফেব্রুয়ারি আরও একটি কারিগরি দল সেখানে যাবে। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ওই দেশে থাকা প্রবাসীদের অনলাইনের ভোটার করার কার্যক্রম উদ্বোধন করা হয়। বর্তমানে বিশ্বের ৭ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান।
গত ৫ ফেব্রুয়ারি ইসির জারি করা এক অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ইসির দুটি দল নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে। এরপর ৪ মার্চ দেশটিতে এনআইডি কার্যক্রম পরিদর্শনে যাবেন এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরের নেতৃত্বে ৫ সদস্যের আরও একটি দল। এ ছাড়া আগামী ৭ থেকে ২১ এপ্রিল কানাডায় ইসির দুটি কারিগরি দল কাজ করবে।
এতে আরও বলা হয়, ৭টি দেশে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম চলছে। তবে গত ৮ জানুয়ারি আরও ৪০টি দেশের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সংস্থাটি। ভোটার করার পাশাপাশি প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি কী হবে? তা নিয়েও চলছে নানামুখী পর্যবেক্ষণ।
বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ২ কোটি বাংলাদেশি বসবাস করছেন। প্রবাসীদের সংবিধান স্বীকৃত ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ শুরু হয় ২০১৯ সালের ১৮ নভেম্বর। তৎকালীন সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে প্রথম এনআইডি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব, মালয়েশিয়াসহ ৭টি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন করার কার্যক্রম চলছে। ইতোমধ্যে সৌদি আরব ছাড়া বাকি ৬টি দেশে প্রবাসী নাগরিকের হাতে স্মার্টকার্ড বিতরণকাজ চলমান। ইসির এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, এরপর পর্যায়ক্রমে ওমান, বাহরাইন, জর্ডান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া ও মালদ্বীপে এনআইডি কার্যক্রম চালু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন।