
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সামনে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতরে শেখ মুজিবের দুটি ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে দেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হরিণাকুণ্ডু উপজেলা আহ্বায়ক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্ররা সমবেত হন।
সে সময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে বুলডোজার দিয়ে ম্যুরাল দুটি ভেঙে দেন।
রফিকুল ইসলাম বলেন, ‘হরিণাকুণ্ডু উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ মুজিবের কোনো ম্যুরাল বা ভাস্কর্য রাখা হবে না। যদি কোনো প্রতিষ্ঠান শেখ মুজিবের ম্যুরাল অপসারণ না করে তা হলে রবিবারের (৯ ফেব্রুয়ারি) মধ্যে সেগুলো ভেঙে ফেলা হবে।’
বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘নতুন বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো ভাস্কর্য থাকতে পারে না। যদি থাকে, তা হলে নতুনভাবে পাওয়া স্বাধীনতার সম্মান রক্ষা হয় না। এ দেশে আর ফ্যাসিজম কায়েম হবে না। তাই এ ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হচ্ছে।’
এদিকে ম্যুরাল ভাঙচুর করায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
মাহফুজুর/পপি/