ঢাকা ১০ চৈত্র ১৪৩১, সোমবার, ২৪ মার্চ ২০২৫
English

সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২-এর মতো না হয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম
সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২-এর মতো না হয়: হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ

‘জনগণের জন্য কাজ করুন, জনগণের শক্তি অনুধাবন করুন, আমি খুব করে চাইব, ধানমন্ডি ৩২-এর পরিণতি যেন সচিবালয়ে না হয়।’ 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এক লাইভে এসে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘আমি এটা খুব করে চাইব, মন থেকে চাইব, কোনো একসময়, হয়তো এই বছর না হোক, ১০ বছর পর হোক, ১৫ বছর পরে, ২০ বছর পরে সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সুতরাং শিক্ষা গ্রহণ করুন, ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সচিব- আমলাদের প্রতি ক্ষোভ ঝেড়ে বলেন, ‘আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আপনারা জনগণের সেবা করতে এসেছেন। আপনারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না। এটা নিজের মধ্যে ধারণ করুন। আপনারা যদি মনে করেন, সচিবালয়ে বসে ধানমন্ডির সঙ্গে, ভারতের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন, তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদেরও অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে।’ 

কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘৩২ নম্বরের বাড়ি ৫ আগস্টেই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরবর্তী সময়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে।’              

ফেসবুক লাইভে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই। এখনো তাদের হুমকি-ধমকি অব্যাহত আছে। ৫ আগস্টের পরে সবচেয়ে স্বাধীনতা ভোগ করছে আওয়ামী লীগ। তাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কমেন্টে হুমকি-ধমকির স্বাধীনতা উপভোগ করছে।’

পরবর্তী বাংলাদেশটা তাদের দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা যারা ফ্যাসিবাদ উৎখাত করেছি, এই বাংলাদেশটা আমাদের।’

মাহফুজ/

 

বিআইএম ট্রেনিং কমপ্লেক্স উদ্বোধন করলেন শহিদ ফাইয়াজের মা

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৯:১৫ পিএম
বিআইএম ট্রেনিং কমপ্লেক্স উদ্বোধন করলেন শহিদ ফাইয়াজের মা
বিআইএম ট্রেনিং কমপ্লেক্সের উদ্বোধন করেন গণ-অভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজের মা ফারহানা দিবা। ছবি: পিআইডি

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) ট্রেনিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। বিআইএমের নবনির্মিত ১২তলা ট্রেনিং কমপ্লেক্সটির উদ্বোধন করেন ছাত্র গণ-অভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজের মা ফারহানা দিবা।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর মিরপুর রোডে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এই কমপ্লেক্স উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান ও বিআইএম মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রাশিদুল হাসানসহ শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী, বিআইএমের ফ্যাকাল্টিজ ও কর্মকর্তারা।

উদ্বোধন পর্বের আলোচনায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘বিআইএম নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্সের মাধ্যমে আমরা যেন প্রশিক্ষণের ক্ষেত্রে উৎকর্ষতা অর্জন করতে পারি। এমন দক্ষ মানবসম্পদ সৃষ্টি করতে পারি- যা দেশে তো বটেই, দেশের বাইরেও আমাদের মুখ উজ্জ্বল করবে।’

তিনি বলেন, ‘বিআইএম সরকারের পাশাপাশি বেসরকারি খাতের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।’ 

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘প্রশিক্ষণের ক্ষেত্রে বিআইএম ১৯৬০ সাল থেকে উল্লেখযোগ্য নাম। যেসব বিষয়ে চাহিদা রয়েছে, সেসব বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আমাদের জনবলকে বিশ্বমানের করতে হবে। বিআইএম মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা গেলে, বাংলাদেশে আর বিদেশি জনবলের প্রয়োজন হবে না। 

২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ফারহান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার স্বপ্ন ছিল নাসায় গবেষণা করার। সে অত্যন্ত সম্ভাবনাময় ছেলে ছিল। আমার ছেলেসহ শহিদরা চেয়েছিল ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে।’

তিনি বলেন, ‘আমরা হানাহানির বাংলাদেশ চাই না। আমার ছেলেসহ যারা জীবন দিয়েছিল, তারা যেভাবে চেয়েছিল, আমরা সেইভাবে সুন্দর একটা বাংলাদেশ কামনা করছি।’

ঢাকার বিআইএমকে শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নির্মিত ১২তলাবিশিষ্ট ট্রেনিং কমপ্লেক্সের নির্মাণে ব্যয় হয়েছে ১৫৫ কোটি ৮৬ লাখ টাকা। যার মোট ফ্লোরের আয়তন ২ লাখ ৩৮ হাজার ৮০০ বর্গফুট। কমপ্লেক্সটিতে রয়েছে ২৪টি শ্রেণিকক্ষ, ৩টি সেমি গ্যালারি শ্রেণিকক্ষ, অডিটোরিয়াম, কনফারেন্স হল, সেমিনার হল, মাল্টিপারপাস হল, ওয়ার্কশপ হল ও হোস্টেলসহ প্রশিক্ষণের বিভিন্ন সুবিধা। সূত্র: বাসস

সালমান/

গাজার শিশুদের স্মরণে ঢাকায় শিশুদের সংহতি সমাবেশ

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম
গাজার শিশুদের স্মরণে ঢাকায় শিশুদের সংহতি সমাবেশ
ছবি: খবরের কাগজ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৫০ হাজার ছাড়িয়ে গেছে, যার ১৭ হাজারই শিশু। ফিলিস্তিনের সেই শিশুদের আর্তনাদের নানা মুহূর্ত এখন ভাসছে অন্তর্জালে। সেসব মর্মন্তুদ দৃশ্য হৃদয় এফোঁড়-ওফোঁড় করে। তবু স্বাধীন ভূখণ্ড পেতে লড়াই করছে ফিলিস্তিন। 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সেসব মানুষের সঙ্গে সংহতি জানাতে সোমবার (২৪ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজন করা হয় সংহতি সমাবেশ। দৃক পিকচার লাইব্রেরির আয়োজনে এই সমাবেশে শিশু-কিশোর সংগঠন ‘শিশুদের জন্য আমরা’-এর সদস্যরা অংশ নেয়।

মূলত ইসরায়েলি যুদ্ধাপরাধ ও চলমান গণহত্যার প্রতিবাদ জানাতে আয়োজন করা হয় এই সমাবেশ। সকাল ৯টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হয় এই সমাবেশ। সমাবেশে আগত শিশুদের হাতে ছিল প্ল্যাকার্ড, তাতে ছিল গাজায় নিহত কয়েকজন শিশুর ছবি, সঙ্গে যুদ্ধবিরতির বার্তাও লেখা ছিল। এ সময় গাজার শিশুদের নিয়ে শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানে একটি কবিতা শোনান। 

একুশে পদকজয়ী আলোকচিত্রী শহিদুল আলম বলেন, ‘আজকে যেমন বাচ্চারা এই সরোবর মঞ্চে খেলে বেড়াচ্ছে, তেমনি পৃথিবীর সব শিশুর খেলে বেড়ানোর কথা। এমন এক পরিবেশেই তাদের লালনপালন করার কথা আমাদের। কিন্তু ইসরায়েলি আগ্রাসন, যুদ্ধাপরাধ ও গণহত্যা এই বাস্তবতা বদলে দিয়েছে।’ 

ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন এবং তাদের মুক্তির জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ফিলিস্তিন যুদ্ধ নিয়ে ভবিষ্যতে শিশুরা যখন আমাদের প্রশ্ন করবে, তখন আমরা যেন তাদের সদুত্তর দিতে পারি।’

সিগারেটে তিনটি মূল্যস্তর হলে রাজস্ব বাড়বে, ব্যবহার কমবে

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৬:২৮ পিএম
আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৬:২৯ পিএম
সিগারেটে তিনটি মূল্যস্তর হলে রাজস্ব বাড়বে, ব্যবহার কমবে
জাতীয় প্রেস ক্লাবে তামাক কর ও মূল্য সংক্রান্ত বাজেট প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলনে প্রজ্ঞা ও আত্মার কর্মকর্তারা। ছবি: খবরের কাগজ

২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর সংখ্যা ৪টি থেকে কমিয়ে ৩টি করার দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা।

সোমবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আসন্ন অর্থবছরের জন্য তামাক কর ও মূল্য সংক্রান্ত বাজেট প্রস্তাব গণমাধ্যমের কাছে তুলে ধরে সংগঠন দুটি।

সিগারেটে ৪টি মূল্যস্তর (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করে না। নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে দাম বাড়ানো হলে সরকারের রাজস্ব আয় বাড়বে এবং তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী সিগারেট ব্যবহারে বিশেষভাবে নিরুৎসাহিত হবে। 

সংবাদ সম্মেলনে তামাক কর ও মূল্য বিষয়ক বাজেট প্রস্তাব সমর্থন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) রিসার্চ ডিরেক্টর এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ড. মাহফুজ কবীর বলেন, ‘বর্তমানে ৮০ শতাংশের অধিক সিগারেট ব্যবহারকারী নিম্ন এবং মধ্যমস্তরের সিগারেটের ভোক্তা। এই দুই স্তরকে একত্রিত করে দাম বৃদ্ধি করা হলে রাজস্ব আয় বাড়বে এবং সিগারেটের ব্যবহার কমবে। বর্ধিত রাজস্ব চলমান বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, তামাকবিরোধীদের কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা হলে ধূমপান হ্রাস পাওয়ার পাশাপাশি ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে। একইসঙ্গে দীর্ঘমেয়াদে প্রায় ৯ লাখ তরুণসহ মোট ১৭ লাখের অধিক মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।

আরিফ সাওন/সুমন/

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগিয়ে যেতে হবে: প্রধান উপদেষ্টা

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৬:২৫ পিএম
মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগিয়ে যেতে হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তী সরকার এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

তিনি বলেন, ‘স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সে বাংলাদেশে পতিত স্বৈরাচারের শাসনামলে মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না।’

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার (২৪ মার্চ) এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বীরত্বে জাতি স্বৈরাচারের অত্যাচার-নিপীড়নের হাত থেকে মুক্তি পেয়েছে।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকাসহ সারা দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।’

তিনি বলেন, ‘আমি দুঃখভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করি সেই কালরাতের শহিদদের। নারকীয় এই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত।’

প্রধান উপদেষ্টা বলেন, “একাত্তরের মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল, তখন ২৫ মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের মধ্যেই স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন। সেদিন মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা ‘অপারেশন সার্চ লাইট’ পরিচালনা করে ঘুমন্ত-নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়।”

তিনি আরও বলেন, ‘অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনীর অতর্কিত হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগসহ সারা দেশে শহিদ হন ছাত্র-শিক্ষক, পুলিশ ও সেনা সদস্যসহ হাজারো নিরপরাধ মানুষ। তাদের আত্মদানের পথ ধরেই দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন বাংলাদেশ একটি শক্তিশালী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠবে।’

২৫ মার্চের কালরাতের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। সূত্র: ইউএনবি

সালমান/

৪৬তম ও ৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৫:১১ পিএম
আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৫:১৯ পিএম
৪৬তম ও ৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ
ছবি: খবরের কাগজ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ মে থেকে শুরু হবে এবং ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

সোমবার (২৪ মার্চ) প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘৪৬তম বি.সি.এস. এর লিখিত (আবশ্যিক বিষয়) পরীক্ষা আগামী ০৮.০৫.২০২৫ তারিখ থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে।’ 

অন্যদিকে ৪৭তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের (MCQ Type) তারিখও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) আগামী ২৭ জুন ২০২৫ তারিখ, শুক্রবার সকাল ১০.০০ মিনিট থেকে দুপুর ১২.০০ মিনিট পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে। প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোন সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে।’ 

সুমন/