ঢাকা ১০ চৈত্র ১৪৩১, সোমবার, ২৪ মার্চ ২০২৫
English

মেনিনজাইটিসের টিকা নিয়ে ওমরাহ পালনের নির্দেশনা প্রত্যাহার

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ পিএম
মেনিনজাইটিসের টিকা নিয়ে ওমরাহ পালনের নির্দেশনা প্রত্যাহার
ছবি: সংগৃহীত

ওমরাহ পালনের জন্য সৌদি আরবে ভ্রমণকারীদের মেনিনজাইটিসের টিকা নেওয়ার প্রয়োজন নেই। টিকা নেওয়াসংক্রান্ত আগের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক নতুন বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে। 

যারা পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান, তাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) বাধ্যতামূলক। বাংলাদেশি হজযাত্রীদের এই টিকা বিনামূল্যে সরবরাহ করে ঢাকার স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমরাহ বা ভিজিট ভিসায়ও এই টিকা বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করেছিল সৌদি। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। 

জানুয়ারির শেষ দিকে সৌদি আরবের ওই বিজ্ঞপ্তির আলোকে নির্দেশনা দেয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নির্দেশনায় বলা হয়, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে। কিন্তু এখন নতুন নির্দেশনা অনুযায়ী ওমরাহ পালনের জন্য মেনিনজাইটিসের টিকা নেওয়ার প্রয়োজন নেই। এ ব্যাপারে আগের নির্দেশনাটি প্রত্যাহার করেছে সৌদি সরকার। সূত্র: খালিজ টাইমস

 

সাত কলেজ নিয়ে যৌক্তিক সমাধান আসবে: ইউজিসি চেয়ারম্যান

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম
সাত কলেজ নিয়ে যৌক্তিক সমাধান আসবে: ইউজিসি চেয়ারম্যান
শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর ইফতার মাহফিল। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ নিয়ে যে সমস্যাগুলো ছিল সেখানে প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা পেয়েছি। আশা করছি, খুব সুন্দর একটি সমাধান আসবে।’ 

সোমবার (২৪ মার্চ) রাজধানীতে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

ইরাবের উদ্দেশ্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আপনারা হলেন ঐক্যের প্রতীক। এখানে আমরা ইউজিসির সবাই আছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সবাই একটি টিম। আমাদের ভুল ধরিয়ে দিবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা আপনাদেরই একটি অংশ। আমাদের তরফ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ডাকে দল-মত নির্বিশেষে সবাই একসঙ্গে হত। এতে প্রত্যেকটি ছাত্রসংগঠন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাই উপস্থিত থাকতেন। এখানেও এমন একটি সহাবস্থানের পরিবেশ দেখছি।’

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালায়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ও সহ-সভাপতি এইচ এম আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

ইরাব সভাপতি ফারুক হোসাইনের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলাইমান সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইরাব সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, ‘আমাদের ছেলে-মেয়ে বৈষম্যহীনও দুর্নীতিমুক্ত দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে এবং আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই। আপনারাও (সাংবাদিক) দেশ গড়ার কাজে অংশীদার হবেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ইরাবে যারা সাংবাদিক রয়েছেন, তারা সব সময় গঠনমূলক সমালোচনাসহ সংবাদ প্রকাশ আমাদেরকে সমৃদ্ধ করে। সেই জায়গায় তাদের অবদান প্রশংসনীয়।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘৫ আগস্টের পর জাতীয় বিশ্ববিদ্যালয় যে অবস্থায় ছিল সেখানে থেকে আজকের যে উত্তরণ, সেই জায়গায় আসতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সাংবাদিকরা। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না।’

অস্ট্রেলিয়া থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে এসওপি সই

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:২৭ পিএম
অস্ট্রেলিয়া থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে এসওপি সই
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই হয়েছে। ছবি: পিআইডি

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই হয়েছে। সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মানব পাচার রোধ ও অস্ট্রেলিয়া থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর লক্ষ্যে এই এসওপি সই হয়।

বাংলাদেশের পক্ষে এসওপিতে সই করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। অস্ট্রেলিয়ার পক্ষে সই করেন দেশটির জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের কর্মীরা অস্ট্রেলিয়ার শ্রমবাজারের চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন।’ 

তিনি বলেন, ‘অবৈধ অভিবাসন এবং মানব পাচার গুরুতর বৈশ্বিক চ্যালেঞ্জ তৈরি করে এবং নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের নীতিগুলোকে বিপন্ন করছে। এটি কেবল অসংখ্য জীবনকেই বিপন্ন করে না, বরং দক্ষতাভিত্তিক এবং বৈধ অভিবাসনের পথে হুমকিস্বরূপ। আমরা বিপজ্জনক এবং জীবন হুমকিপূর্ণ যাত্রা রোধে কঠোর পদক্ষেপ নিয়েছি, যাতে প্রত্যেক বাংলাদেশি নাগরিকের একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করা যায়।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘অবৈধ অভিবাসন ও মানব পাচার মোকাবিলায় একটি সামগ্রিক ও সমন্বিত আঞ্চলিক পদ্ধতির প্রয়োজন।’ এ সময় থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশগুলোতে বিস্তৃত একটি অন্তর্ভুক্তিমূলক এবং সহযোগিতামূলক কাঠামো তৈরির প্রস্তাব করেন তিনি।



কর-জিডিপি অনুপাত উদ্বেগজনক: টিআইবি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:০৩ পিএম
কর-জিডিপি অনুপাত উদ্বেগজনক: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

পাবলিক অডিট বিল ২০২৪-এর খসড়ার সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রস্তাবিত অধ্যাদেশের ধারা-৭ -এ রাজস্ব নিরূপণের যথার্থতা নিরীক্ষার সুযোগ না রাখার ফলে সরকারি রাজস্ব নিরূপণ ও আদায়-সংক্রান্ত বিষয় জবাবদিহির বাইরে থেকে যাবে। 

সোমবার (২৪ মার্চ) এক বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে কর ফাঁকির অন্যতম উপায় কর কর্মকর্তাদের একাংশের সঙ্গে অসাধু করদাতাদের যোগসাজশের মাধ্যমে প্রতারণামূলক রাজস্ব নিরূপণ, যার অসংখ্য দৃষ্টান্ত বিভিন্ন সময় অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের কর-জিডিপি অনুপাতের উদ্বেগজনক পরিস্থিতির অন্যতম কারণ হলো যোগসাজশের কর ফাঁকি। এ থেকে উত্তরণের জন্য রাজস্ব নিরূপণ নিরীক্ষাভুক্ত করা অপরিহার্য।’ 

অন্তর্বর্তী সরকার কোনো প্রকার অনৈতিক চাহিদা বা চাপের কাছে নতি স্বীকার না করে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে বলে আশা করেন তিনি।

পাবলিক অডিট বিল ২০২৪-এর খসড়ায় রাজস্ব নিরূপণ ও আদায়ের নিরীক্ষা এবং সিএজি কার্যালয়ের প্রাধান্য ও কার্যকারিতা নিশ্চিত করতে সুপারিশ করেছে টিআইবি। টিআইবির পক্ষ থেকে সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের বিবেচনার জন্য পাঠানো হয়। টিআইবির সুপারিশ মূলত রাজস্ব ও প্রাপ্তির নিরীক্ষার এখতিয়ার; নিরীক্ষাধীন সব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মচারীর দায় ও জবাবদিহি; সিএজির নিজস্ব জনবল নিয়োগের এখতিয়ার এবং বিধি প্রণয়নের ওপর।

টিআইবির অন্য সুপারিশমালায় রয়েছে- মহাহিসাব নিরীক্ষক গঠিত স্বতন্ত্র তদারকি কমিটিতে সংশ্লিষ্ট খাতের নিরপেক্ষ বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, এই স্বতন্ত্র তদারকি কমিটি তাদের প্রতিবেদন জাতীয় সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে জমা দেবে এবং জনসমক্ষে প্রকাশ করবে, মহাহিসাব নিরীক্ষক কার্যালয়ের সব জনবল মহাহিসাব নিরীক্ষক কর্তৃক নিযুক্ত হবেন এবং নিজস্ব মানবসম্পদ নীতিমালা অনুসারে পরিচালিত হবে, এরূপ বিধান নিশ্চিত করা। 

বিবৃতিতে সিএজি কার্যালয়ের দায়িত্ব পালনে নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য দেওয়াসহ সার্বিক সহযোগিতার বাধ্যবাধকতা ও ব্যত্যয়ের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা এবং ওই অধ্যাদেশ অনুযায়ী বিধি প্রণয়নের এখতিয়ার সিএজির ওপর দেওয়ার বিধান সংযুক্ত করার আহ্বান জানায় টিআইবি।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:৪৬ পিএম
আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৯:৫০ পিএম
মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস
ছবি: সুমন বিশ্বাস, খবরের কাগজ

সারা দেশে আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সুমন

সাবেক চিফ হুইপ নূর ই আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:৪৩ পিএম
সাবেক চিফ হুইপ নূর ই আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
সাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী

অন্তত ২৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ৭১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এবং তার স্ত্রী জিনাত পারভীন চৌধুরীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (২৪ মার্চ) দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নূর ই আলম চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ৫৭ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৭৯৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার নিজের আটটি ব্যাংক অ্যাকাউন্টে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে এবং ওইসব অ্যাকাউন্টে এখনো ২ কোটি ৫১ লাখ ৪১ হাজার ৩৫৮ টাকা স্থিতি আছে। 

জিনাত পারভীন চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে এবং স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৩০৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ মামলায় নূর ই আলম চৌধুরীকে সহযোগী আসামি করা হয়েছে।