
এবার পাল্টে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম। এর নতুন নাম দেওয়া হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রতিষ্ঠানটির দেয়ালে এই নামে ব্যানার দেখা যায়।
গত বুধবার রাত ১২টার দিকে বিএসএমএমইউর ‘সি’ ব্লক ভবনে টাঙানো সাইনবোর্ড খুলে ফেলা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আরও একাধিক স্থান থেকে খুলে ফেলা হয় বঙ্গবন্ধুর নামসংবলিত সাইনবোর্ড।
খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিএসএমএমইউয়ে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা নতুন নামের এই ব্যানার টাঙিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কিছু জানাতে পারেনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়, নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। আগামী দুই থেকে তিন কর্মদিবসের মধ্যে এ নিয়ে দাপ্তরিক সিদ্ধান্ত আসতে পারে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘অনেক নাম আমাদের প্রস্তাবে রয়েছে। ছাত্রদের দেওয়া নামের সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে দ্রুত নতুন প্রজ্ঞাপন আসবে।’
অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে গত ৫ ফেব্রুয়ারি ছাত্র-জনতা ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ওই ঘটনার পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা প্রতিষ্ঠান ও হলের নাম পরিবর্তন করা হয়েছে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামও বদলে গেল।